ঢাকা   বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫ | ২৫ পৌষ ১৪৩১
রাজধানীর সড়কগুলো পানির নিচে

বৃষ্টিতেই তলিয়ে যায় ঢাকা

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৪ আগস্ট ২০২৩, ১০:৪২ পিএম | আপডেট: ০৫ আগস্ট ২০২৩, ১২:০২ এএম

ভোরে রাজধানীর চকচকে আকাশ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গোমরা মুখ ধারণ করতে শুরু করে। বেলা ১২টা নাগাদ মেঘের ঘনঘটা বেড়ে যায়। কিছুক্ষণ পর শুরু হয় ঝুম বৃষ্টি। গত কয়েকদিন ধরে মেঘ-বৃষ্টি-আর রোদের খেলার মধ্যে রাজধানীতে ভ্যাপসা গরম অনুভ‚ত হচ্ছিলো। তবে বৃষ্টি শীতল পরশ নিয়ে এসেছে। ছুটির দিনে শুরু হয় মুষল ধারে বৃষ্টি। বৃষ্টি শুরু হলে কেটে যায় ভ্যাপসা গরমের প্রভাব। তবে জুমার নামাজের সময়েও বৃষ্টি অব্যাহত থাকায় কিছুটা ভোগান্তিতে পড়েন মুসল্লিরা। এ সময় অনেককেই ছাতা মাথায় নিয়ে মসজিদে যেতে দেখা যায়। পরে নামাজ শেষেও বৃষ্টি অব্যাহত থাকায় আশপাশের বিভিন্ন মার্কেট ও শপিংমলে আশ্রয় নেন মুসল্লিরা। রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টির কারণে অনেক সড়ক এবং গলিতে পানি জমে গেছে। কিছু কিছু জায়গায় যান চলাচল অসম্ভব হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন পথচারীরা।

গতকাল শুক্রবার গুলশান, বারিধারা, বাড্ডা, হাতিরঝিল, মালিবাগ, মতিঝিল, খিলগাঁও, বাসাবোসহ বেশকিছু এলাকায় একযোগে বৃষ্টি শুরু হয়। সকাল থেকে টানা বৃষ্টিতে রামপুরার অধিকাংশ অলি গলিতে প্রায় হাঁটু পানি জমতে দেখা গেছে। এমনকি বেশ কিছু বাসাবাড়িতেও ঢুকে পড়েছে বৃষ্টির পানি। শেওড়াপাড়া, কাজীপাড়াসহ মিরপুরের বিভিন্ন নিচু এলাকায় তলিয়েছে পানিতে। অঞ্চলেও বৃষ্টির পানি জমে পানিবদ্ধতা তৈরি হতে দেখা গেছে। এছাড়া, মতিঝিল কলোনি এলাকা, টিটিপাড়া মোড়, আর কে মিশন রোড, নয়াপল্টন, নাজিমুদ্দিন রোডসহ খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাকস্ট্যান্ডসংলগ্ন এলাকা, কাওরানবাজার, মোহাম্মদপুরের কিছু অংশ এবং গুলশান লেকপাড় এলাকার সংযোগ সড়কের কয়েকটি স্থানে বৃষ্টির পানি জমে পানিবদ্ধতা সৃষ্টি হয়েছে।
তবে অব্যাহত বৃষ্টিপাতের ফলে বেশকিছু এলাকায় দেখা দিয়েছে পানিবদ্ধতা। আগের দিনও রাজধানীসহ দেশের বিভিন্ন বিভিন্ন অঞ্চলে দিনভর থেমে থেমে বৃষ্টি হয়। এমনকি বৃষ্টির ফলে রাজধানীজুড়ে সৃষ্টি হয় পানিবদ্ধতা।

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এমনিতেই বাইরে লোকসমাগম কম। তারওপর বৃষ্টির কারণে অনেকেই টুকটাক প্রয়োজন থাকা সত্তে¡ও বের হননি। তবে যারা বেরিয়েছেন তারা পড়েছেন চরম ভোগান্তিতে, মাথার উপর মুশলধারে বৃষ্টির সঙ্গে নিচে হাঁটুপানি। জুমার নামাজের আগে থেকেই বৃষ্টি শুরু হয়। ফলে অনেককেই ভিজে ভিজে মসজিদে যেতে দেখা গেছে। নামাজ শেষেও বৃষ্টি না থামায় মসজিদের ভেতরেই অপেক্ষা করেন অনেকে। কেউ আবার ছুটির দিনে বৃষ্টি উপভোগ করতে করতে বাসায় ফেরেন।

রাজধানীর খিলগাঁও এলাকার বাসিন্দা কামাল চাকরি করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। তিনি বলেন, বৃষ্টি শুরু হয়েছে তো থামার নাম নেই। বাসা থেকে ছাতা নিয়েই বেরিয়েছিলাম কিন্তু রাস্তায় অনেক এলাকায় পানি উঠেছে চলাচলের কষ্ট হচ্ছে। রিকশাও পাচ্ছি না। এখন গন্তব্যে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

রাজধানীর কাজীপাড়ার এক বাসিন্দা জানান, জরুরি প্রয়োজনে বাসা থেকে নেমেই দেখেন রাস্তায় অথৈয় পানি। ভাড়ায় বনিবনা না হওয়ায় কয়েকটা রিকশা ছেড়ে দেন তিনি। একদিকে বৃষ্টি তারওপর রাস্তা ডুবে গেছে, ফলে রিকশাওলারা কয়েকগুণ ভাড়া চাচ্ছেন।

শুক্রবার সকালেই দেশের আট বিভাগের বেশকিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া অধিদফতর। সংস্থাটির সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, উত্তর ছত্রিশগড় এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে উত্তর ছত্রিশগড় এবং তৎসংলগ্ন উত্তরপূর্ব মধ্যপ্রদেশ-দক্ষিণপূর্ব উত্তর প্রদেশ এলাকায় সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে যেতে পারে। সেই সঙ্গে মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। এই অবস্থায় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পাশাপাশি আগামী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

 

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

নোয়াখালীতে বাসচাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২

নোয়াখালীতে বাসচাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২

মৃদু শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ

মৃদু শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ

নির্বাচনের রোড ম্যাপ দেন অতিসত্বর : আবুল কালাম আজাদ

নির্বাচনের রোড ম্যাপ দেন অতিসত্বর : আবুল কালাম আজাদ

উত্তর কোরিয়ায় নিষিদ্ধ করা হল ‘হট ডগ’

উত্তর কোরিয়ায় নিষিদ্ধ করা হল ‘হট ডগ’

সিংগাইরে ১ সপ্তাহে আত্মহত্যা-৬

সিংগাইরে ১ সপ্তাহে আত্মহত্যা-৬

মির্জাপুরের অবৈধ সেই ৭ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে

মির্জাপুরের অবৈধ সেই ৭ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে

সীমান্তে সাহসী বাংলাদেশিরা, অনুপ্রেরণা যোগাচ্ছে পুরো দেশকে

সীমান্তে সাহসী বাংলাদেশিরা, অনুপ্রেরণা যোগাচ্ছে পুরো দেশকে

দাবানলে পুড়ছে প্যারিস হিলটন, অ্যান্টনি হপকিন্সের কোটি টাকার বাড়ি

দাবানলে পুড়ছে প্যারিস হিলটন, অ্যান্টনি হপকিন্সের কোটি টাকার বাড়ি

‘অতিথি দেবতার মতো’, এই নীতিতে হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত

‘অতিথি দেবতার মতো’, এই নীতিতে হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত

ভূরুঙ্গামারী মহিলা কলেজের গভর্ণিং বডির সদস্য নির্বাচনে মনোনয়ন পত্রের মূল্য ১০ হাজার টাকা

ভূরুঙ্গামারী মহিলা কলেজের গভর্ণিং বডির সদস্য নির্বাচনে মনোনয়ন পত্রের মূল্য ১০ হাজার টাকা

গোয়ালন্দে পাখিদের নিরাপদ আবাসনে গাছে গাছে মাটির হাঁড়ি বসাচ্ছেন একদল যুবক

গোয়ালন্দে পাখিদের নিরাপদ আবাসনে গাছে গাছে মাটির হাঁড়ি বসাচ্ছেন একদল যুবক

নভোএয়ার এর ১২ বছরের সাফল্য উদযাপন

নভোএয়ার এর ১২ বছরের সাফল্য উদযাপন

ফরিদপুরে বিল্ডিংয়ের দরজার পাশে পড়েছিল কেয়ারটেকারের হাত-পা বাঁধা মরদেহ

ফরিদপুরে বিল্ডিংয়ের দরজার পাশে পড়েছিল কেয়ারটেকারের হাত-পা বাঁধা মরদেহ

ডিএমপির ১২ ডিসিকে বদলি

ডিএমপির ১২ ডিসিকে বদলি

আবারও অস্ট্রেলিয়ার নেতৃত্বে স্মিথ

আবারও অস্ট্রেলিয়ার নেতৃত্বে স্মিথ

‘৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবে’

‘৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবে’

বিএনপির ২২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগ ট্রাইব্যুনালে

বিএনপির ২২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগ ট্রাইব্যুনালে

ভোটার এবার আগের মত ভোট হবে না-মৌলভীবাজারে প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিন

ভোটার এবার আগের মত ভোট হবে না-মৌলভীবাজারে প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিন

ইহুদি খ্রিস্টানদের স্বর্গরাজ্য পুড়ে ছাই হচ্ছে!

ইহুদি খ্রিস্টানদের স্বর্গরাজ্য পুড়ে ছাই হচ্ছে!

জালিয়াতির প্রশ্ন তুলে শিরোপা হারালেন মিস ইউনিভার্স

জালিয়াতির প্রশ্ন তুলে শিরোপা হারালেন মিস ইউনিভার্স