নির্বাচনে প্রস্তুতির নির্দেশনা আসবে
০৪ আগস্ট ২০২৩, ১১:০৯ পিএম | আপডেট: ০৫ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সর্বাতœক প্রস্তুতি নিতে যাচ্ছে আওয়ামী লীগ। এ জন্য একটি বিশেষ বর্ধিত সভা ডেকেছে দলটি। যা আগামীকাল গণভবনে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ নেতারা বলছেন, ওই সভায় আগামী নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিতে পরামর্শ দেবেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। এ ছাড়া দলীয় প্রধান সভায় দলীয় ঐক্য সুসংহত করার বিষয়ে নির্দেশনা দেবেন।
গত বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল রোববার সকাল ১০টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগে ওই ‘বিশেষ বর্ধিত সভা’ অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন দলীয় প্রধান শেখ হাসিনা। বিশেষ বর্ধিত সভায় দলের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, জেলা-মহানগর ও উপজেলা-থানা-পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকগণ, জাতীয় সংসদের দলীয় সদস্যবৃন্দ, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যানগণ, সিটি কর্পোরেশন ও পৌরসভার দলীয় মেয়রগণ এবং সহযোগী সংগঠনসমূহের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত থাকবেন। বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বিশেষ বর্ধিত সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ বর্ধিত সভা উপলক্ষে ঢাকা মহানগরের যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা অনুযায়ী গণভবনে অনুষ্ঠিতব্য বিশেষ বর্ধিত সভায় আমন্ত্রিত নেতৃবৃন্দ বিজয় স্মরণি দিয়ে জাতীয় সংসদের লেক রোড হয়ে গণভবনের ১নং গেইট দিয়ে প্রবেশ করবেন। সভায় অংশগ্রহণকারীদের ব্যক্তিগত গাড়ি ডিএমপি পুলিশের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত স্থানে (বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংলগ্ন মাঠ) পার্কিং করতে হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই নির্দেশনা মেনে চলার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছেন।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের এই বিশেষ বর্ধিত সভা আগে গত মাসের ৩০ জুলাই করার সিদ্ধান্ত নিয়েছিল দল। পরে রংপুরের জনসভার জন্য সেটার তারিখ পরিবর্তন করে আগামীকাল করা হয়েছে। আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতি হিসেবে ওই সভা ডাকা হয়েছে। ওই সভায় দলীয় নেতা-কর্মীদের সারা দেশে সর্বাতœক জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে বলবেন দলীয় প্রধান শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাবাদুল কাদের ইতিমধ্যে দলের নেতাদের আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন।
আওয়ামী লীগ সূত্র জানিয়েছেন, বর্তমান সরকারের চলতি মেয়াদী এটিই হবে আ.লীগ নেতাদের সবচেয়ে বড় বৈঠক। বৈঠকে আওয়ামী লীগ দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে, জাতীয় নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের জন্য কাজ করতে এবং অভ্যন্তরীণ সব কোন্দল মিটিয়ে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলবেন। একই সঙ্গে দলীয় প্রধান আওয়ামী লীগের নেতা-কর্মীদের যারা নির্বাচন বানচালের যে কোনো ধরনের পদক্ষেপ নিবে সঙ্গে সঙ্গে তা প্রতিহত করতে দলীয় নেতা-কর্মীদের সব ধরনের প্রস্তুতি রাখার নির্দেশনাও দেবেন।
আওয়ামী লীগ সূত্র জানিয়েছে, ওই দিন সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া বৈঠকে প্রায় ৫ হাজার দলীয় নেতা যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। দলীয় প্রধান শেখ হাসিনা নেতা-কর্মীদের ঘরে ঘরে গিয়ে ২০০৯ সাল থেকে গত ১৫ বছরে দিয়ে সরকারের উন্নয়ন, অর্জনগুলো তুলে ধরনে নির্দেশনা দেবেন।
আওয়ামী লীগ নেতারা বলছেন, এ সভায় মূলত দলীয় নেতাদের মধ্যে যে দ্বন্দ্ব ও কোন্দ রয়েছে তা দূর করতে খোলামেলা আলোচনা করবেন নেতারা। দলীয় প্রধান শেখ হাসিনাও সে বিষয়ে পরামর্শ ও নির্দেশনা দেবেন। কারণ আওয়ামী লীগ ঐক্য সুসংহত করে আগামী নির্বাচনে জয়লাভ করতে চায়। এ ছাড়াও আগামী নির্বাচনে কিভাবে লড়াই করতে হবে তাও বার্তা দলীয় প্রধানের কাছ থেকে পারেন দলটির নেতারা। শেখ হাসিনা এ জন্য যা যা প্রয়োজন সব নির্দেশনা যেমন দেবেন মেনি আওয়ামী লীগের তৃণমূলের পরামর্শও শুনবেন।
এ বিষয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী ইনকিলাবকে বলেন, সভায় সাংগঠনিক বিষয়, আগামী নির্বাচন কিভাবে দল করবে সে বিষয়ে ও বর্তমান দেশের রাজনীতি নিয়ে কথা হবে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ইনকিলাবকে বলেছিলেন, দলীয় প্রধান অবশ্যই নির্বাচনের প্রস্তুতি নিতে বলবেন। এ ছাড়া বিএনপির এক দফা আন্দোলনের কোন সহিংসতা করলে যেন ছাড় না দেওয়া হয় এ বিষয়ে তিনি দলীয় নেতাদের নির্দেশ দেবেন। এর বাইরে দলের ঐক্যবদ্ধভাবে কাজ করতে বলবেন। এ ছাড়া প্রার্থী নির্বাচন নিয়েও বৈঠকে আলোচনা হবে। এসকল বিষয় তো থাকবেই। তবে উনি আর কি কি বলবেন সেটা তো আমি বলতে পারবো না।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
কুড়িগ্রামে যুবদল নেতার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ
নাঙ্গলকোটে দুর্ঘটনায় পৌর স্বাস্থ্য সহকারীর মৃত্যু
নোয়াখালীতে বাসচাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২
মৃদু শৈত্যপ্রবাহের কবলে নওগাঁ
নির্বাচনের রোড ম্যাপ দেন অতিসত্বর : আবুল কালাম আজাদ
উত্তর কোরিয়ায় নিষিদ্ধ করা হল ‘হট ডগ’
সিংগাইরে ১ সপ্তাহে আত্মহত্যা-৬
মির্জাপুরের অবৈধ সেই ৭ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে
সীমান্তে সাহসী বাংলাদেশিরা, অনুপ্রেরণা যোগাচ্ছে পুরো দেশকে
দাবানলে পুড়ছে প্যারিস হিলটন, অ্যান্টনি হপকিন্সের কোটি টাকার বাড়ি
‘অতিথি দেবতার মতো’, এই নীতিতে হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত
ভূরুঙ্গামারী মহিলা কলেজের গভর্ণিং বডির সদস্য নির্বাচনে মনোনয়ন পত্রের মূল্য ১০ হাজার টাকা
গোয়ালন্দে পাখিদের নিরাপদ আবাসনে গাছে গাছে মাটির হাঁড়ি বসাচ্ছেন একদল যুবক
নভোএয়ার এর ১২ বছরের সাফল্য উদযাপন
ফরিদপুরে বিল্ডিংয়ের দরজার পাশে পড়েছিল কেয়ারটেকারের হাত-পা বাঁধা মরদেহ
ডিএমপির ১২ ডিসিকে বদলি
আবারও অস্ট্রেলিয়ার নেতৃত্বে স্মিথ
‘৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবে’
বিএনপির ২২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগ ট্রাইব্যুনালে
ভোটার এবার আগের মত ভোট হবে না-মৌলভীবাজারে প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিন