ঢাকা   শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ | ২৬ পৌষ ১৪৩১
হাসপাতালগুলোকে অর্থ দিচ্ছে স্বাস্থ্য অধিদফতর শিশুকে মায়ের দুধের পরিবর্তে ফর্মুলা খাওয়ানোর প্রচারণা ‘প্রতারণা’ : স্বাস্থ্য সচিব

ডেঙ্গু চিকিৎসায় স্যালাইন সংকট

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৬ আগস্ট ২০২৩, ১১:০৭ পিএম | আপডেট: ০৭ আগস্ট ২০২৩, ১২:০১ এএম

দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। তাদের চিকিৎসায় হঠাৎ করে চাহিদা বেড়েছে স্যালাইনের। চাহিদা বেড়ে যাওয়ায় সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় স্যালাইন সরবরাহ করতে পারছে না এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)। সে কারণে চলমান ডেঙ্গুর প্রকোপের মধ্যে স্যালাইন সংকট মোকাবিলায় হাসপাতালগুলোকে অর্থ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ডা. এবিএম খুরশিদ আলম। এজন্য হাসপাতালগুলোকে নো অবজেকশন লেটারও (এনওসি) দেয়া হচ্ছে বলে জানান তিনি। এছাড়া, আগস্টের শেষে ডেঙ্গুর প্রকোপ কমার আশাও করছে স্বাস্থ্য অধিদফতরের।

গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ব্যবহৃত স্যালাইন সংকট ও বেশি দামে বিক্রির বিষয়ে প্রশ্ন করা হলে ডা. এবিএম খুরশিদ আলম বলেন, সরকারি কোম্পানি ইডিসিএল আমাদের স্যালাইন সরবরাহ করার কথা। কিন্তু বর্তমানে বাজারে চাহিদা বেড়ে যাওয়ায় ইডিসিএল তা সম্পূর্ণভাবে করতে পারছে না। আমরা এ বিষয়ে সব হাসপাতালকে নির্দেশনা এবং টাকা বরাদ্দ দিয়ে দিয়েছি। হাসপাতালেগুলো এখন লোকাল মার্কেট থেকে স্যালাইন কেনার ব্যবস্থা নেবে। বাজার কন্ট্রোল করার দায়িত্ব তো আর আমাদের না। আর আমরা এটা পারবোও না। বাজারকে কন্ট্রোল করার দায়িত্ব যাদের তারাই করবে।

ডেঙ্গু পরীক্ষার কিটের দামও বেড়েছে- এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বেশি দাম দিয়ে কারা কোথা থেকে কিনছে এটা আমার জানা নেই। কিন্তু আমাদের পর্যাপ্ত কিট রয়েছে। আমরা সব জায়াগায় ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা রেখেছি। আমাদের প্রতিটি হাসপাতালে যথেষ্ট পরিমাণে কিট দেয়া হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে কিট মজুত আছে। তবে লোকজনকে তো আমাদের কাছে আসতে হবে। এর আগে অনুষ্ঠান শেষে ডেঙ্গু নিয়ে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ডেঙ্গু এবার আশঙ্কাজনকভাবে বেড়েছে। এটা যে বাড়তে পারে আগে থেকেও আমরা আশঙ্কা করেছিলাম। তাই পর্যাপ্ত প্রতিরোধ ব্যবস্থা নেয়ার জন্য আগে থেকে স্থানীয় সরকার বিভাগকে বলেছি। তারা অনেকগুলো ব্যবস্থা নিয়েছে। লক্ষ্য করা গেছে, ডেঙ্গু অনেক জেলায় ছড়িয়ে পড়েছে। অত্যধিক মাত্রায় ছড়িয়ে যাওয়ার কারণে রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। বিগত বছরগুলোতে দেখা যেত এটা মহানগরকেন্দ্রিক বেশি ছিল। কিন্তু এখন এটা গ্রামগঞ্জের মধ্যে ঢুকেছে, এটা হচ্ছে বড় সমস্যা। সেই কারণেই রোগীর সংখ্যাটা বেশি। তিনি বলেন, ঢাকায় কিছু কিছু জায়গা আছে যেখানে ডেঙ্গুর প্রকোপ বেশি। বিশেষ করে মুগদা অঞ্চলে ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি। বিষয়টি নিয়ে সিটি করপোরেশনের সঙ্গে আমাদের অনেকবার বসা হয়েছে। অন্যান্য সংশ্লিষ্টদের সঙ্গে মিলে আমরা ডেঙ্গু প্রতিরোধে কাজ করে যাচ্ছি। এছাড়া হাসপাতালে আমরা ডেঙ্গুর চিকিৎসা দিয়ে যাচ্ছি। তবে মুগদা হাসপাতালে চাপটা একটু বেশি, কারণ মুগদা এলাকায় ডেঙ্গুর প্রকোপও বেশি। প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত অনেক রোগী আসছেন, আবার অনেক রোগী সুস্থ হয়ে রিলিজ নিয়ে চলে যাচ্ছেন। তবে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আরও বাড়লে সমস্যা। ডেঙ্গুর বর্তমান অবস্থা স্বাস্থ্য মন্ত্রণালয় এখন কীভাবে সামাল দেবে, বেশ কিছু হাসপাতালে অপ্রীতিকর ঘটনাও ঘটেছে- এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, অপ্রীতিকর ঘটনাগুলো ঘটে অধৈর্য কিছু লোকের কারণে। যেমন মুগদা হাসপাতালে আমাদের ধারণ ক্ষমতার বাইরে লোকজন চলে এসেছে। কিন্তু মানুষজনকে খালি হাসপাতালগুলোতে যেতে বলা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের বা স্বজনদের অন্য হাসপাতালে যেতে বললে ঝামেলা ঘটে। রোগীরা তখন বলে মুগদা হাসপাতাল তাদের বাড়ির পাশে, এখানেই তারা ভর্তি হতে চান। সবাই যদি পরিস্থিতি বুঝে ব্যবস্থা ও চিকিৎসা নেন তাহলে কোনো সমস্যা হবে না।

হাসপাতালের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি করার জন্য এরই মধ্যে বিভিন্ন জায়গায় দেড় হাজার শয্যা তৈরি করা হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে, যে হাসপাতালের সক্ষমতা এক হাজার জনকে চিকিৎসা দেয়ার, সেটা তো আমি দুই হাজার করতে পারছি না।

‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৩’ এর উদ্বোধনীতে স্বাস্থ্য সচিব আনোয়ার হোসেন হাওলাদার বলেছেন, শিশুকে মায়ের দুধের পরিবর্তে ফর্মুলা দুধ খাওয়ানোর প্রচারণাকে মানুষের সঙ্গে প্রতারণা। তিনি বলেছেন, শিশুকে মায়ের দুধ না দিয়ে ফর্মুলা খাওয়ানো উচিৎ নয়। মায়ের দুধের সঙ্গে ফর্মুলা দুধও খাওয়ানো হচ্ছে। আর এমনভাবে প্রচারণা হচ্ছে যে, এটি (ফর্মুলা দুধ) শিশুর জন্য সব সমস্যার সমাধান। বিষয়টি অমানবিক।

স্বাস্থ্য সচিব বলেন, বৈজ্ঞানিকভাবেও বলা হয়ে থাকে শিশুর জন্মের সময়ই মায়ের বুকের দুধ সৃষ্টি হয়। এটিই শিশুরাপাবে। কিন্তু শিশুর জন্মের পরপরই অনেকে বলে থাকে, শিশু দুধ পাচ্ছে না। তবে এমনটি হওয়া অনেকটা মনস্তাত্ত্বিক। শিশুদের মায়ের দুধ না দিয়ে ফর্মুলা খাওয়ানো এবং এ নিয়ে প্রচারণা মানুষের সঙ্গে এ ধরনের বঞ্চনা ও প্রতারণা। মায়ের বুকের দুধ পান শিশুর অধিকার উল্লেখ করে তিনি বলেন, এ অধিকার পূরণে সবাইকে ভূমিকা রাখতে হবে। প্রত্যেক মাকে এ বিষয়টি নিশ্চিত করতে হবে। মায়ের গর্ভে থাকার সময় একটি শিশু সবচেয়ে নিরাপদ থাকে। তবে সেক্ষেত্রে গর্ভের শিশুর জন্য ভালো কেয়ার বা যতœ প্রয়োজন। অন্যথায় শিশুর ক্ষতি হতে পারে।

আনোয়ার হোসেন হাওলাদার বলেন, জন্মের পর দুনিয়াতে এসে একটি শিশু অসহায় হয়ে পড়ে। তখন তার বেঁচে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মায়ের বুকের দুধ। তার অনেক বেশি বাইরের জগতের জীবাণু প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন হয়। তিনি বলেন, রোগ প্রতিরোধ ও শারীরিক গঠন বৃদ্ধিসহ সবকিছুর জন্য শিশুর মায়ের দুধ প্রয়োজন। আর ৬ মাস বয়স পর্যন্ত তো বুকের দুধ ছাড়া অন্য কিছু খাওয়ানো যাবে না। ৬ মাস পর শিশুর খাদ্যচাহিদা বাড়লে অন্য খাবার খাওয়ানো যাবে। তিনি বলেন, পিতৃত্বকালীন ছুটিও অনেক বেশি প্রয়োজন। শুধু মায়ের সঙ্গে বাচ্চার ইন্টারেকশন না, পুরুষেরও ইন্টারেকশন প্রয়োজন হয়। মায়েদের কষ্ট বাবাদেরও দেখা প্রয়োজন।

প্রতিটি অফিসে ডে কেয়ার সেন্টার থাকার বিষয়ে জোর দিয়ে স্বাস্থ্য সচিব বলেন, এ বিষয়ে নির্দেশনা জারি করতে হবে। হাসপাতাল, অফিস-আদালত সব জায়গায় ডে কেয়ার সেন্টার থাকতে হবে। আইন হয়েছে। সে আইনের যথাযথ প্রয়োগ হচ্ছে না। এখন থেকে ভালোভাবেই তা প্রয়োগ করতে হবে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

চীনের অবিশ্বাস্য সামরিক উত্থানে টনক নড়েছে ভারতের

চীনের অবিশ্বাস্য সামরিক উত্থানে টনক নড়েছে ভারতের

পারমাণবিক বোমা সজ্জিত নতুন যুদ্ধজাহাজে আতঙ্ক ছড়াচ্ছেন কিম

পারমাণবিক বোমা সজ্জিত নতুন যুদ্ধজাহাজে আতঙ্ক ছড়াচ্ছেন কিম

ধর্ষণের প্রতিশোধে বাবাকে হত্যা, গ্রেফতার ২ কিশোরী

ধর্ষণের প্রতিশোধে বাবাকে হত্যা, গ্রেফতার ২ কিশোরী

আমাকে ধর্ষণ করার ভিডিও দেখে স্বামী

আমাকে ধর্ষণ করার ভিডিও দেখে স্বামী

হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণে ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই

হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণে ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই

ফিলিপাইনে ৪০০ বিদেশি অনলাইন প্রতারক গ্রেফতার

ফিলিপাইনে ৪০০ বিদেশি অনলাইন প্রতারক গ্রেফতার

ইসরাইলি ৪শ’ সেনা নিহত গাজায় স্থল অভিযানে

ইসরাইলি ৪শ’ সেনা নিহত গাজায় স্থল অভিযানে

কুষ্টিয়ায় কৃষি যন্ত্র বিতরণে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক

কুষ্টিয়ায় কৃষি যন্ত্র বিতরণে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক

জীববৈচিত্র্য সুরক্ষা করতে হবে

জীববৈচিত্র্য সুরক্ষা করতে হবে

শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ ড্র করল বাংলাদেশ

শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ ড্র করল বাংলাদেশ

ভোলায় শীতার্তদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

ভোলায় শীতার্তদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

গাজীপুরে বিএনপি নেতার উপর  হামলা

গাজীপুরে বিএনপি নেতার উপর হামলা

চাঁদপুরে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জসিম গ্রেপ্তার

চাঁদপুরে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জসিম গ্রেপ্তার

বিভিন্ন বিভাগ ছোট হচ্ছে পাকিস্তানে

বিভিন্ন বিভাগ ছোট হচ্ছে পাকিস্তানে

আশুলিয়ায় চাঁদার দাবিতে প্রকাশ্যে দিবালোকে দোকানীকে গুলি

আশুলিয়ায় চাঁদার দাবিতে প্রকাশ্যে দিবালোকে দোকানীকে গুলি

গ্রিনল্যান্ড দখলের হুমকি নিয়ে ট্রাম্পকে সতর্ক করল জার্মানি-ফ্রান্স

গ্রিনল্যান্ড দখলের হুমকি নিয়ে ট্রাম্পকে সতর্ক করল জার্মানি-ফ্রান্স

৪ ভূখ-কে অন্তর্ভুক্ত করে ইসরাইলি মানচিত্র প্রকাশ

৪ ভূখ-কে অন্তর্ভুক্ত করে ইসরাইলি মানচিত্র প্রকাশ

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

চলতি বছর বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম কমার পূর্বাভাস

চলতি বছর বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম কমার পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের নাম মেক্সিকান আমেরিকা রাখার পরামর্শ

যুক্তরাষ্ট্রের নাম মেক্সিকান আমেরিকা রাখার পরামর্শ