পদ্মা নদীতে পিকনিক শেষে লৌহজংয়ে ট্রলারডুবি
০৬ আগস্ট ২০২৩, ১১:২০ পিএম | আপডেট: ০৭ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ট্রলার ডুবির ঘটনায় ৪ শিশুসহ ৭ জনের লাশ উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ৩ শিশু। গতকাল শনিবার সকাল সিরাজদিখানের খিদিরপুর গ্রাম থেকে একই বংশের নারী-পুরুষ শিশুসহ ৪৬ জন পদ্মা নদীতে পিকনিক শেষে বাড়ী ফিরছিলেন সবাই। সন্ধ্যা সাড়ে ৭টায় জেলার লৌহজং ও টঙ্গিবাড়ী উপজেলার ডহরী-তালতলা খালের রসকাঠি এলাকায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় তাদের ট্রলারটি ডুবে যায়। পিকনিকের আনন্দ মুহূর্তে নেমে আসে বিষাদ। ঘটনাস্থল থেকে ৪ শিশু ও ৩ নারীসহ ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ৩ শিশু।
নিহতরা হলেন- মো. জাহাঙ্গীরের স্ত্রী এপি আক্তার (৩০) তাদের দুই ছেলে ১০ বছর বয়সী খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ শ্রেণীর মেধাবী ছাত্র সাকিবুল হোসেন, ছোট ছেলে সাজিবুল হোসেন (৪)। নিহত এপির বড় বোন পপি আক্তার (৩০), শাহাদাৎ হোেেসনের ৪ মাস বয়সী মেয়ে রুজা মনি, কুয়েত প্রবাসী ফিরোজ হোসেনের ৯ বছরের ছেলে ফারিয়ান হোসেন ও দুবাই প্রবাসী শাজাহানের স্ত্রী মোরসেদা বেগম। এখনো নিখোঁজ রয়েছে সিঙ্গাপুর প্রবাসী আরিফ হোসেনের ২ সন্তান তোরন হোসেন (৭), ছোট মেয়ে নোভা আক্তার (৪) ও শেখ মো. রুবেলের ৪ বছরের ছেলে মাহির শেখ । নিখোঁজ শিশুদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্টগার্ড ও নৌ-পুলিশের সদস্যরা। তাদের অপেক্ষায় নদীতীরে বসে আছেন স্বজনরা।
এ ঘটনায় রোববার বিকালে বাল্কহেডের মালিক, চালক ও সহকারীর বিরুদ্ধে লৌহজং থানায় মামলা হয়েছে। ট্রলার ডুবিতে নিহত হ্যাপি ও পপির ভাই রুবেল বাদী হয়ে এ মামলা করেছেন। লৌহজং থানার ওসি খন্দকার ইমাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় বেঁচে ফেরা ট্রলার যাত্রী পলিন মিয়া ইনকিলাবকে জানান, আমি ট্রলারের সামনে বসা ছিলাম। মনে হলো বড় কোন জাহাজের মত দানব আমাদের উপর দিয়ে উঠিয়ে নিচ্ছে। সাথে সাথেই আমি নদীতে পড়ে যাই।
গতকাল রোববার সকালে সরজমিনে খিদিরপুর এলাকায় গেলে দেখা যায়, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে আকাশ বাতাস। পুরো গ্রামে যেন নেমে এসেছে বিষাদের ছায়া ।
সকাল ৯টায় নিহত সাকিবুল হোসেন, সাজিবুল হোসেন, রুজা মনি ও মোরশেদাকে খিদিরপুর জামে মসজিদের মাঠে জানাজা শেষে খিদিরপুর কবরস্থানে দাফন করা হয়। ফারিয়ান হোসেনের বাবা প্রবাসী ফিরোজ হোসেন দেশে আসার পর লাশ দাফন করা হবে। এপি ও তার বোন পপি আক্তারের লাশ ময়নাতন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে লৌহজং উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবদুল মতিন জানান, লতব্দী ইউনিয়নের খিদিরপুর গ্রামের ৪৬ জন ট্রলারে করে পদ্মা নদীতে পিকনিকে গিয়েছিলেন। পিকনিক শেষে রাতে লতব্দীর দিকে ফিরছিলেন তারা। সাড়ে ৭টার দিকে ট্রলারটি লৌহজংয়ের রসকাঠি এলাকায় পৌঁছালে একটি বাল্কহেড ধাক্কা দেয়। এতে সঙ্গে সঙ্গে ট্রলারটি পানিতে তলিয়ে যায়। এ সময় ট্রলারের অধিকাংশ যাত্রী সাঁতরে উঠলেও ঘটনাস্থল থেকে ৭ জনের লাশ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছে ৩ শিশু। তবে রাতের অন্ধকার আর নদীতে প্রবল স্রোত থাকায় ফায়ার সার্ভিসের ডুবুরিদের উদ্ধার কাজ চালাতে বেগ পেতে হচ্ছে এবং নিখোঁজ ৩ শিশু উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান লৌহজং উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবদুল মতিন।
সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শরিফুল ইসলাম তানভীর ইনকিলাবকে জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। আমরা নিহতের প্রত্যেক পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে দিয়েছি এবং সিরাজদিখান মডেল মসজিদে নিহতদের স্মরণে মিলাদ ও দোয়ার আয়োজন করেছি।
মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর অনেকেই সাঁতরে তীরে উঠেন।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন জানান, ট্রলার ডুবির ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসককে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিবে। তিনি আরও বলেন, নিহতদের স্বজনদের সরকারের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে দেয়ার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
চীনের অবিশ্বাস্য সামরিক উত্থানে টনক নড়েছে ভারতের
পারমাণবিক বোমা সজ্জিত নতুন যুদ্ধজাহাজে আতঙ্ক ছড়াচ্ছেন কিম
ধর্ষণের প্রতিশোধে বাবাকে হত্যা, গ্রেফতার ২ কিশোরী
আমাকে ধর্ষণ করার ভিডিও দেখে স্বামী
হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণে ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই
ফিলিপাইনে ৪০০ বিদেশি অনলাইন প্রতারক গ্রেফতার
ইসরাইলি ৪শ’ সেনা নিহত গাজায় স্থল অভিযানে
কুষ্টিয়ায় কৃষি যন্ত্র বিতরণে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক
জীববৈচিত্র্য সুরক্ষা করতে হবে
শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ ড্র করল বাংলাদেশ
ভোলায় শীতার্তদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ
গাজীপুরে বিএনপি নেতার উপর হামলা
চাঁদপুরে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জসিম গ্রেপ্তার
বিভিন্ন বিভাগ ছোট হচ্ছে পাকিস্তানে
আশুলিয়ায় চাঁদার দাবিতে প্রকাশ্যে দিবালোকে দোকানীকে গুলি
গ্রিনল্যান্ড দখলের হুমকি নিয়ে ট্রাম্পকে সতর্ক করল জার্মানি-ফ্রান্স
৪ ভূখ-কে অন্তর্ভুক্ত করে ইসরাইলি মানচিত্র প্রকাশ
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার
চলতি বছর বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম কমার পূর্বাভাস
যুক্তরাষ্ট্রের নাম মেক্সিকান আমেরিকা রাখার পরামর্শ