পশ্চিমা স্থাপত্যরীতি ও ছবি-সেলফির ছড়াছড়ি
১১ আগস্ট ২০২৩, ১১:২০ পিএম | আপডেট: ১২ আগস্ট ২০২৩, ১২:০২ এএম
মদিনা শরীফের হারাম সম্প্রসারণ করার সময় আশপাশের বাড়ি-ঘর, দোকানপাট গুঁড়িয়ে দেয়া হয়েছে। নির্মিত হয়েছে সারি সারি মার্কেট, মল ও প্রাসাদোপম হোটেল। মক্কায় হারাম শরীফের আশপাশের দালানগুলো উঁচু-নিচু অনেক রকম। কিন্তু মদিনায় হারামের চারপাশের হোটেলগুলোর উচ্চতা ১৫ তলার বেশি নয়। তাতে একটি সাদৃশ্য ও মনোরম ছন্দ চোখ জুড়ায়। তবে এসব হোটেলের ভেতরকার অবস্থা নিয়ে দু’টি কথা বলতে চাই। দীর্ঘদিন হাজীদের সেবায় নিয়োজিত একজনকে বললাম, হোটেলগুলোর ভেতরের পরিবেশ দেখে তো মনে হয় না, মদিনার মতো পবিত্র স্থানের কোনো হোটেলে প্রবেশ করেছি। মক্কা-মদিনার ছবি বা ইসলামী ক্যালিগ্রাফি দিয়ে হোটেল লবি, করিডোর বা রুমগুলো সাজানো যেত। কিন্তু রিসিপশনের মাথার উপর তিনজন পুরুষের ছবি ছাড়া কোথাও এ ধরনের সংকেত নজরে আসছে না, কারণ কী।
আরো বললাম, আসার পর থেকে লক্ষ্য করছি কেবলার দিকে মুখ করে টয়লেটের প্যানগুলো বসানো। অথচ ইসলামী শরিয়তে ও সংস্কৃতিতে কেবলার দিকে মুখ করে বা পেছন দিয়ে টয়লেটে বসা নিষেধ। মক্কা মদিনা, মীনা, মুযদালিফা আরাফাতের টয়লেটগুলোতে সে নিয়ম মান্য করা হয়েছে। অথচ এখানে নতুন দালানগুলোতে এর ব্যতিক্রম। তিনি যে উত্তর দিলেন তা উল্লেখ না করে সউদী আলেম সমাজের কাছে আমরা জানতে চাইব ‘লা তাসতাকবিলুল কিবলাতা ওয়ালা তাসতাদবিরুহা’ ‘তোমরা প্রাকৃতিক প্রয়োজন সারার সময় কিবলার দিকে মুখ করে বস না বা পেছন দিও না’ এই হাদিসের কার্যকারিতা কোথায় গেলো। এ ব্যাপারে আপনাদের কোনো বক্তব্য আছে কিনা। নিঃসন্দেহে এটি ইসলামী সংস্কৃতি ও ঐতিহ্য চেতনার ওপর চরম আঘাত এবং আপনারা নীরব থাকতে পারেন না।
হারাম শরীফ, মীনা, মুযদালিফা, আরাফাতের হাম্মামগুলোতে অধিকাংশ টয়লেটের প্যান নিচু। বুড়োদের জন্য দু-একটি করে হাই কমোড রাখা হয়েছে। কিন্তু মদিনার নবনির্মিত ফুন্দুকগুলোতে সবগুলোই হাই-কমোড, সম্পূর্ণ বিদেশি স্টাইল। মুসলিম সমাজে পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন কত ব্যাপক আকার ধারণ করেছে এটি তার প্রমাণ।
বছর দুয়েক আগে বিবিসির কোনো একটি বিদেশি ভাষায় টয়লেট সংস্কৃতির ওপর একটি দীর্ঘ প্রতিবেদন ছাপা হয়েছিল। তাতে হাই কমোডকে পশ্চিমা সংস্কৃতি এবং লো কমোড বা প্যানকে প্রাচ্য সংস্কৃতির প্রতীক বলে চিহ্নিত করা হয়। অনেক ধরনের যুক্তি ও প্রমাণ উপস্থিত করে বলা হয় যে, লো কমোড জীবানুমুক্ত হওয়া ও স্বাস্থ্যগত দিক থেকে হাই কমোডের চেয়ে অনেক উত্তম ও নিরাপদ। হাই কমোডে ছোট্ট শিশুরা পড়ে যাওয়ায় উদ্ধার কাজে বছরে কত শত কোটি ডলার ব্যয় হয় তারও পরিসংখ্যান দিয়েছিল। দুঃখজনক হলো, দেশেও আমরা এই সাংস্কৃতিক আগ্রাসনের শিকার। ধার্মিক হিসেবে পরিচিত লোকেরাও নতুন বাড়ি করার সময় টয়লেটগুলোতে হাই কমোড স্থাপন করেন।
টয়লেটের দেশীয় শব্দ পায়খানা। পায় মানে পা, আর খানা মানে বাড়ি, ফারসি শব্দ। মানে যে ঘরে কেবল পা বসে, শরীরের অন্য কোনো অঙ্গপ্রত্যঙ্গ বসে না। কত তাৎপর্যপূর্ণ পরিভাষা। এর পরিবর্তে হাই কমোড ব্যবহারে আপনার অনেকগুলো অঙ্গ এমনভাবে বসবে, যাতে জীবানুর স্পর্শ, ছোঁয়া বা সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার উপায় নেই। হাই কমোড ব্যবহারে আপনি আমি সতর্কতার পরিচয় দেই। কারণ, শৈশবে আমরা হাই কমোডে অভ্যস্ত হইনি এবং মা-বাবা পাকি-নাপাকির একটি চেতনা আমাদের মনে ও চরিত্রে বপণ করে দিয়েছেন। কিন্তু যে বাচ্চারা ছোটবেলা থেকে হাই কমোড ব্যবহার করছে, তাদের মধ্যে পাকি-নাপাকির স্পর্শকাতরতা কি থাকবে? নিশ্চয়ই না। এর জন্য আপনি কি দায়ী হবেন না। সবার অজান্তে এই পশ্চিমা সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে এ দেশের দায়ী ও আলেমরা কী সোচ্চার হবেন না।
দুঃখের ও কষ্টের কথা বেশি বলতে নেই। মক্কা-মদিনায় সবচেয়ে খারাপ লেগেছে ছবি আর সেলফির ছড়াছড়ি। তাওয়াফের সময় কাবাঘরের দিকে চোখ তুলে না থাকানোর নির্দেশ। অথচ প্রচ- ভিড়ের মধ্যেও এক শ্রেণির তাওয়াফকারী ছবি, সেলফি ও লাইভ প্রচারে মেতে ওঠে। মদিনা শরীফেও একই অবস্থা। কাজটি এতই দৃষ্টিকটু ও আদবের বরখেলাফ যে তারাও বুঝে, কাজটি অন্যায় হচ্ছে। কিন্তু কোনো বাধা না থাকায় কৌতুহলবশত অনেকে আত্মিকভাবে নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদেরকেও ক্ষতিগ্রস্ত করছে। এ ব্যাপারে স্পষ্ট মতামত ও ফতোয়া দেয়ার জন্য শিরক বিদয়াত তাড়–য়া আলেমদের দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহর ওয়াস্তে ছবি-সেলফি বন্ধ করুন। কাবাঘর ও রওজায়ে আকদাসের সম্মান রক্ষায় যতœবান হোন। সমগ্র উম্মাহর দোয়া ও সমর্থন আপনাদের সাথী হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
গ্রেফতার কারা আসামী যুবদল নেতাকে গারদ ভেঙ্গে নিয়ে গেলো শ্রীনগর বিএনপি
লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের, আহত ৯
দেশের হয়ে আর খেলবেন না তামিম
গোপালগঞ্জে বিএনপি-আওয়ামীলীগ সংঘর্ষ
হেরেই চলেছে ঢাকা, পরাজয়ের বৃত্ত ভাঙল সিলেট
মুকসুদপুরে ক্যালেন্ডার বিতরনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত ২০ জন
১০ জেলায় শৈত্যপ্রবাহসহ সারাদেশে তীব্র শীত
আ.লীগ ক্রীড়াঙ্গনেও ব্যাপক দলীয়করণ করেছিল : মির্জা ফখরুল
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিন ও পাম্প জব্দ
ছাগলনাইয়ায় এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুদের মেজবান ও মিলনমেলা
রাতের আধারে দুস্থ রোগীদের শীতবস্ত্র দিলেন ইউএনও
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : চিকিৎসক
ঝগড়ার সময় স্ত্রীকে বাপের বাড়ী চলে যেতে বা মন ইচ্ছামতো চলতে বলা প্রসঙ্গে।
ফারুক হাসানের উপর হামলা ও আসামিদের জামিন পাওয়া অত্যন্ত নিন্দনীয় : খসরু
মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার
আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব
সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ
ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ
কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১