গ্যাস সঙ্কট বাসাবাড়িতে
১৩ আগস্ট ২০২৩, ১০:৪৯ পিএম | আপডেট: ১৪ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
রাজধানীর মোহাম্মদপুর,শ্যামলী, ধানমন্ডী, যাত্রবাড়ী, নারায়ণগঞ্জ শহর, সিদ্ধিরগঞ্জ, বন্দর, ঢাকা জেলার সাভার এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানাসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে গ্যাসের তীব্র সংকট চলছে। ফলে দুর্ভোগে পড়েছেন লাখ লাখ মানুষ। প্রতি মাসে বিল দিয়েও কাঙ্খিত গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কারখানার শ্রমিক কর্মচারীরা। অন্যদিকে সাভারে দিনের বেলায় বাসাবাড়িতে গ্যাস না পেয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাভার জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন প্রায় দুই শতাধিক আবাসিক গ্রাহকরা। চাহিদার তুলনায় সরবরাহ না বাড়ালে সমস্যা সমাধান সম্ভব নয় বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।
তিতাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মো. হারুনুর রশীদ মোল্লাহ্ ইনকিলাককে বলেন, আসলে চাহিদার তুলনায় সরবরাহ না বাড়ালে সমস্যা সমাধান সম্ভব নয়। আমাদের গ্যাস কম থাকার কারণে গ্রাহকের চাহিদা মিটাতে পাচ্ছি না।
জানা গেছে, দেশে বর্তমানে গ্যাস উৎপাদনকারী গ্যাসক্ষেত্রের সংখ্যা ২০। যেগুলোর অধিকাংশেরই উৎপাদন হার দৈনিক ১০০ ইউনিটের (এমএমসিএফটি) কম। কেবল চারটি গ্যাসক্ষেত্র বিবিয়ানা, তিতাস, জালালাবাদ ও হবিগঞ্জ দেশের গ্যাস সরবরাহের বেশি করে থাকে। এই চার গ্যাসক্ষেত্র থেকে সম্মিলিতভাবে দেশে মোট দৈনিক উৎপাদিত গ্যাসের ৮৪ শতাংশ পাওয়া যায়। এগুলোর মধ্যে দুটি গ্যাসক্ষেত্র বিবিয়ানা প্রতিদিন উৎপাদন ১ হাজার ১০০ ইউনিট গ্যাস এবং জালালাবাদ প্রতিদিন উৎপাদন ১৭৬ ইউনিট গ্যাস যুক্তরাষ্ট্রের শেভরন অয়েল কোম্পানি কর্তৃক পরিচালিত। এদিকে দেশীয় কোম্পানি দ্বারা পরিচালিত তিতাস প্রতিদিন উৎপাদন ৪০০ ইউনিট এবং হবিগঞ্জ দৈনিক উৎপাদন ১৩০ ইউনিট ৫০ বছর ধরে বাংলাদেশের গ্যাস সরবরাহে অন্যতম প্রধান ভূমিকা পালন করে আসছে। এখন দেখা যাক এ চারটি গ্যাসক্ষেত্রের ভবিষ্যৎ বা আরও সুনির্দিষ্টভাবে নিকট ভবিষ্যৎ কী রকম হওয়ার ইঙ্গিত পাওয়া যায়। তিতাস এবং বিবিয়ানা যথাক্রমে দেশের বৃহত্তম ও দ্বিতীয় বৃহত্তম গ্যাসক্ষেত্র। সাম্প্রতিক সরকারি তথ্য অনুযায়ী, বিবিয়ানায় প্রাথমিক মজুত ৫ হাজার ৭৫৫ বিসিএফ থেকে কমে বর্তমানে অবশিষ্ট মজুত রয়েছে মাত্র ২৭০ বিসিএফ (হাইড্রোকার্বন ইউনিট মাসিক প্রতিবেদন মার্চ ২০২৩)। অর্থাৎ বিবিয়ানার মোট গ্যাস মজুতের ৯৫ শতাংশ গ্যাস উত্তোলন করা হয়ে গেছে। জালালাবাদ গ্যাসক্ষেত্র থেকে প্রায় শতভাগ গ্যাস উত্তোলিত হয়েছে। হবিগঞ্জ গ্যাসক্ষেত্রেও মোট গ্যাস মজুতের ৯৪ শতাংশ গ্যাস উত্তোলিত হয়েছে। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, তিতাসের মোট মজুত ৬ হাজার ৩৬৭ বিসিএফের ৮০ শতাংশ উত্তোলিত হয়েছে বলে বার্ষিক প্রতিবেদনে বলা হয়।
কয়েক দশক ধরে বাংলাদেশ নিজস্ব গ্যাসসম্পদের ওপর ভর করে এগিয়ে যেতে পেরেছে। এমনকি ২০১০ সালেও বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ওপর নির্ভরশীলতা ছিল ৯০ শতাংশ। গ্যাসের উৎপাদন হার ২০১৬ সাল পর্যন্ত ক্রমে বেড়েই চলেছিল। কিন্তু ২০১৭ সাল থেকে দেশে গ্যাস উৎপাদন কমে যেতে থাকে, যা বর্তমানেও অব্যাহত রয়েছে। গ্যাস উৎপাদনের হার ধীরগতিতে কমতে থাকলেও তার প্রভাব হয় ব্যাপকতর। ইতিমধ্যে দেশের শিল্প, বিদ্যুৎ ও অন্যান্য খাতে গ্যাসের ব্যবহার অনেক বৃদ্ধি পায়। সরকার বিদ্যুৎ, শিল্প ও আবাসিক খাতে গ্যাস সরবরাহ বন্ধ বা সীমিত করেছে। গ্যাস-সংকট লাঘবের জন্য বাংলাদেশ ২০১৮ সাল থেকে বিদেশ থেকে উচ্চ মূল্যের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি শুরু করেছে। কিন্তু এলএনজির উচ্চ মূল্য পরিশোধে সরকারের আর্থিক চাপ পরিশেষে জনগণের কাঁধে এসে পড়ে গ্যাসের মূল্যবৃদ্ধিতে।
গতকাল রোববার সকালে বৈরি আবহাওয়ার মাঝে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকায় কারখানার হাজারো শ্রমিক কর্মচারীরা এক-অপরের হাত ধরে ঘণ্টাব্যাপী দীর্ঘ মানববন্ধের সূচনা করেন। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে আশুগঞ্জ সার কারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি বাবুল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবীর হোসেনের সার্বিক পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন আশুগঞ্জ সার কারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সিনিয়র-সহ-সভাপতি তৈমুর রহমান, সাবেক সভাপতি সোহরাব হোসেন, সাবেক সিনিয়র সহ- সভাপতি জাহিদুর রহমান প্রমুখ।
গত ১ মার্চ থেকে কারখানার ওভারহোলিং এর জন্য দুই মাস উৎপাদন বন্ধ ছিল। ওভারহোলিং শেষে গত মে মাস থেকে কারখানা চালু করতে চাইলে গ্যাস সংকটের কারণে সরবরাহ বন্ধ রাখে বিসিআইসি কর্তৃপক্ষ। তাই প্রায় ৬ মাস ধরে কারখানার উৎপাদন বন্ধ থাকায় নষ্ট হয়ে যাচ্ছে কারখানার যন্ত্রাংশ। এবং ওভারহোলিংয়ের কমিশনিং করাও সম্ভব হচ্ছে না। দ্রুত গ্যাস সরবরাহ চালু না করা গেলে কারখানাটি পুনরায় চালু রাখা সম্ভব হবে না। তাই কারখানাকে বাঁচাতে শ্রমিক-কর্মচারীরা আন্দোলনে নেমেছে। গত এক মাস ধরে কারখানার শ্রমিক কর্মচারীরা গেইট মিটিং, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন, স্বারক লিপি প্রদাননহ নানা কর্মসুচি পালন করে আসছে। দ্রুত তাদের দাবি না মানা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে জানিয়েছেন শ্রমিক-কর্মচারীরা। আশুগঞ্জ সার কারখানা থেকে প্রতিদিন ১২শ মেট্রিকটন ইউনিয়া সার উৎপাদন করে। এই সার ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জসহ দেশের ৮ জেলায় সার সরবরাহ করা হয় বলে দাবি করেছেন কারখানার শ্রমিক-কর্মচারীরা।
গতকাল সকাল ১১টার দিকে ঢাকা জেলার সাভারে বাসাবাড়িতে গ্যাস না পেয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাভার জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন আবাসিক গ্রাহকরা। তেঁতুলঝোড়া ইউনিয়নের পানপাড়া, নয়াপাড়া, দত্তপাড়াসহ অন্তত ১৫টি এলাকার বাসিন্দারা বৃষ্টির মধ্যে সাভার পৌরসভার শিমুলতলা এলাকায় তিতাসের কার্যালয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভের নেতৃত্ব দেন তেতুলঝোড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মাসুদ রানা মিন্টু। পরে তিতাসের পক্ষ থেকে ১ সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলে গ্রাহকরা এলাকায় ফিরে যান। ইউপি সদস্য মাসুদ রানা মিন্টু সাংবাদিকদের বলেন,গত প্রায় ৩-৪ বছর ধরে আমাদের এলাকায় চরম গ্যাস সংকট চলছে। রাতে গ্যাস পেলেও, দিনে পাওয়া যায়না। এর আগেও তিতাস অফিসে আমরা এসেছিলাম। কর্মকর্তারা সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে আজ আমরা তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মামুনুর রশীদ ইনকিলাবকে বলেন, গ্যাস সংকটের কারণে এই সমস্যা হচ্ছে। যখন গ্যাসের চাপ বেশি থাকে তখন ওই এলাকায় ঠিকমতো গ্যাস পৌঁছাতে পারে। কিন্তু এখন চাপ কম থাকায় সব এলাকায় গ্যাস পৌঁছাতে পারছে না। আশা করছি এই সমস্যা খুব শিগিগরই সমাধান হয়ে যাবে।
এদিকে নারায়ণগঞ্জ শহর, সিদ্ধিরগঞ্জ, বন্দরসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে গ্যাসের তীব্র সংকট চলছে। ফলে দুর্ভোগে পড়েছেন লাখ লাখ মানুষ। প্রতি মাসে বিল দিয়েও কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা।এ নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। গ্যাস না থাকায় ঠিকমতো বাসা ভাড়া হচ্ছে না। পাশাপাশি রান্না করতে গৃহিণীদের হিমশিম খেতে হচ্ছে। অনেক লোককে হোটেল থেকে খাবার কিনে আনতে হচ্ছে। তাই অতি দ্রুত এই সমস্যা সমাধানের দাবি তাদের।
গ্যাসের অভাবে সিদ্ধিরগঞ্জের ২নম্বর ওয়ার্ডের কান্দাপাড়া, সাহেবপাড়া, রহিম মার্কেট, শহরের আমলাপাড়া, দেওভোগ, শহীদনগর, বাবুরাইল, নলুয়াপাড়া, বন্দরের মদনগঞ্জ, কুড়িপাড়া, মদনপুরসহ আশপাশের এলাকার মানুষ বর্তমানে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। অনেক বাসাবাড়িতে বর্তমানে মাটির চুলায় রান্না করতে হচ্ছে। বেশি দুর্ভোগে পড়তে হচ্ছে শিশু ও বৃদ্ধদের। এছাড়া পোশাক শ্রমিকদেরও চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। এই এলাকাগুলোতে বিভিন্ন অবৈধ কারখানা গড়ে উঠেছে। যেখানে গ্যাসের অবৈধ ব্যবহার বেড়েছে। এর ফলে বৈধ গ্যাস গ্রাহকরা গ্যাস পাচ্ছেন না। তবে প্রায় সময় অভিযান পরিচালনা করেও গ্যাসের অবৈধ ব্যবহার বন্ধ করা যাচ্ছে না। কান্দাপাড়া সাহেবপাড়া বাড়িওয়ালা কল্যাণ সমবায় সমিতির সহসভাপতি শাহ আলম চৌধুরী (সিআইপি) ইনকিলাবকে জানান, দীর্ঘদিন ধরে আমাদের প্রাপ্য গ্যাস প্রাপ্তির জন্য আবেদন করে আসছি। ইতোমধ্যে আমরা তিতাস গ্যাসের এমডি, ডিএমডির সঙ্গে একাধিকবার দেখা করে বিষয়টি অবহিত করেছি। এ নিয়ে স্থানীয় এমপির সাথে যোগাযোগ করেছি। হাজার হাজার মানুষ নিয়ে মানববন্ধন করেছি। তবুও আমাদের সমস্যার সমাধান হয়নি। কখন সমাধান হবে তা জানি না।
এদিকে তিতাস গ্যাসের সাভার জোনাল অফিসের ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার আবু ছালেহ মোহাম্মদ খাদেমুদ্দিন ইনকিলাবকে বলেন, ক্ষুব্ধ গ্রাহকরা এসেছিলেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। আশ্বস্ত করেছি আগামী ১ সপ্তাহে ভেতরে সার্ভে করে তাদের সমস্যা জানব। বাস্তবতা হলো গ্রাহকরা দিনে গ্যাস না পেলেও রাতে পাচ্ছেন। অর্থাৎ, সংযোগ লাইনে কোনো সমস্যা নাই। সমস্যা যেটি সেটি হলো চাহিদার তুলনায় সরবরাহ কম। সরবরাহ না বাড়ালে এই সমস্যা সমাধান করা যাবে না।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ