বঙ্গবন্ধু, যার ব্যক্তিত্বের অনুরাগী হয়েছেন সকলেই
১৩ আগস্ট ২০২৩, ১১:০২ পিএম | আপডেট: ১৪ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
মানব ইতিহাসের জঘন্যতম হত্যাকান্ড হিসেবে পরিগনিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা হয়। বেদনাবিধুঁর সেই আগষ্ট মাসের আজ ১৪তম দিন। একজন সত্যিকারের ক্যারিশম্যাটিক অর্থ্যাৎ সম্মোহনী নেতা ছিলেন বঙ্গবন্ধু। তিনি দেশের জনগণকে তাদের অধিকার সচেতন করতে পেরেছিনে বলেই তারা দেশের স্বাধীনতা আনতে পেরেছিলেন। যার একটি ডাকে সারা দেশের লোক এক হয়ে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পরেছিল। তিনি সেই অনন্য নেতা।
বঙ্গবন্ধুর এমন এক ধরনের ব্যক্তি ছিল যার অনুরাগী হয়েছেন বিশ্বের অনেক বড় বড় নেতাও। তিনি এমন এক ধরনের নেতৃত্ব গুনাবলি ছিল যে তিনি নিজের গুনে জনগণকে কাছে টানতে পারতেন। তিনি বাংলার জনগণকে ভালবাসা দিয়ে কাছে টেনে নিয়েছিলেন। কিন্তু শত্রুর সঙ্গে কখনো আপোষ করেন নি। বাঙালীর জন্য তাঁর ভালবাসা ছিল সাগরসমান। তাই কোন বাঙালী তাঁকে মারতে পারে কিংবা ক্ষতি করতে পারে এ কথা তিনি বিশ্বাস করেন নি।
সারা বিশ্বে প্রতিটি বাঙালির হৃদয়ে বঙ্গবন্ধুর ভালোবাসা আর শ্রদ্ধার সর্বোচ্চ স্থানে। তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী। তাঁর কালজয়ী নেতৃত্বে তিনি ছিলেন পাহাড়ের মতো অবিচল, অপর দিকে একজন সাদামাটা সাধারণ জীবন যাপন ছিল জাতির পিতার। তিনি ছিলেন একজন প্রিয়তম স্বামী আর স্নেহশীল পিতা।
জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কথা বলা, হাঁটা-চলায় সব কিছুতেই তাঁর ব্যক্তিত্ব ফুঁটে উঠতো। বঙ্গবন্ধু ছিলেন চরম রুচিশীল ব্যক্তিত্বের একজন মানুষ। জানা যায়, বঙ্গবন্ধু সাধারণত তিনি শার্ট, প্যান্ট, পাজামা, পাঞ্জাবি, শেরওয়ানি, কোট, টাই ও মুজিব কোট পরতেন। অনুষঙ্গ হিসেবে থাকতো জুতা, চশমা ও পাইপ। পায়ের জুতা থেকে শুরু করে গায়ের সাদা পাঞ্জাবি ও কালো কোটেও ছিল রুচির ছোঁয়া। তবে দেশের বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্মেলনে ফিটিং স্যুট, প্রিন্স কোট, সাফারি স্যুট পরতে দেখা গেছে বঙ্গবন্ধুকে।
মানুষ হিসেবে জাতির পিতা ছিলেন সংগ্রামী। তিনি তাঁর প্রায় পুরো জীবনটাই কাটিয়ে দিয়েছেন সাধারণ মানুষকে ভালোবেসে, তাদের ভালো থাকার জন্য ত্যাগ করেছেন নিজের সবস্বার্থ। মানুষের অধিকার আদায়ে মাঠে থেকেছেন, জেল খেঁটেছেন কত না নির্যাতন সয়েছেন হাসি মুখে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ