বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বিচারিক সন্ত্রাস শুরু হয়েছে
১৬ আগস্ট ২০২৩, ১০:৪৬ পিএম | আপডেট: ১৭ আগস্ট ২০২৩, ১২:০০ এএম
দ্রুত বিচার করে বিএনপি সহ-বিরোধী দলের নেতাকর্মীদের সাঁজা দেয়া সরকারের গভীর মাস্টারপ্লানের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমরা কোন কালো বিচার মেনে নিবো না, আমরা ডার্ক জাস্টিস মেনে নিবো না। বিচারিক সন্ত্রাস শুরু হয়েছে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। দ্রুত বিচার করে সাঁজা দেয়া এটা একটি সরকারের গভীর মাস্টার প্লানের অংশ। গতকাল বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, রাষ্ট্রের মালিকানা জনগণ সেই মালিকানা কেড়ে নিয়েছেন এই অবৈধ আওয়ামী সরকার। এই আওয়ামী লীগ এখন রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে দিয়ে যারা গণতন্ত্রের পক্ষে কথা বলছেন যারা বাক-স্বাধীনতার পক্ষে উচ্চকণ্ঠে কথা বলছেন তাদের বিরুদ্ধে নিপীড়ন নির্যাতন চালাচ্ছেন। আদালতকে নিয়ন্ত্রণ করে আদালতকে প্রভাবিত করে বিচারিক সন্ত্রাস চালানো হচ্ছে বিরোধী দলের নেতাকর্মীদের উপর।
বিএনপির এই মুখপাত্র বলেন, বিরোধীদলকে স্তব্ধ করার জন্য এদের সমস্ত কার্যক্রমকে স্তব্ধ করার জন্য নিষ্ক্রিয় করার জন্য আইনশৃংখলা বাহিনী ইতোপূর্বে ক্রসফায়ার, গুম বেআইনীভাবে মামলা এত নিপীড়ন নির্যাতনের পরে এখন শুরু হয়েছে সাঁজা দিয়ে তাদেরকে বছরের পর বছর অথবা চিরদিনের জন্য আটকে রাখার একদলীয় কর্তৃত্ববাদী শাসনের যে নমুনা সেই ধারা শুরু হয়েছে।
তিনি বলেন, এদেশের মানুষ হচ্ছে গণতন্ত্রকামী মানুষ। এদেশের মানুষ তাদের গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। আমাদের সেই ঐতিহ্য আছে। আমরা কোন ডার্ক জাস্টিস, কোন অন্ধকার বিচার মেনে নিবো না। এটা দলের পক্ষ থেকে আমি আপনাদেরকে সুস্পষ্ট বলে দিলাম। কারন এদেশের জনগণ কখনই অনায্য, অন্যায় কেউ মেনে নেয়নি। তারা ন্যায় বিচার ও সুশাসনের জন্য সুদীর্ঘ সময় ধরে তারা লড়াই করে আসছে।
রিজভী অভিযোগ করে বলেন, রাষ্ট্রীয় নির্যাতনের যে বহুবিধ মাত্রা আপনারা দেখেছেন সেই নির্যাতনের মাত্রা একের পর এক প্রয়োগ করা হচ্ছে বিএনপিসহ বিরোধী দলের উপর। হাতে রাষ্ট্রীয় ক্ষমতা থাকলে কত কিছু করা যায় পাহাড়ের উপর দিয়ে নৌকা চালানো যায়, সেটা এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদে পদে প্রমাণিত করছেন। ২০১৪’র নির্বাচনের প্রাক্কালে ব্যাপকহারে বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেফতার মিথ্যা মামলা দিয়ে একতরফা নির্বাচন করেছেন ২০১৮ সালে দিনের বেলায় ভোট করার সাহস পাননি রাত্রে ভোট করেছেন। তখন আমরা একটি নতুন কবিতা শুনতে পেয়েছিলাম সেটি হল গায়েবী মামলা। সেই গায়েবি মামলার প্রকৃতি এবং সংজ্ঞা কি হবে এটা মনে হয় আইনজীবীরা বলতে পারবেন। এর পরিণামে আমরা দেখেছি লাশের নামে মামলা প্যারালাইজড রোগীর নামে মামলা পবিত্র হজ করতে গেছেন সেই ব্যক্তির নামে মামলা। তখন আমরা এই সমস্ত বৈশিষ্ট্য দেখতে পেয়েছি।
তিনি আরো বলেন, এইবারে নির্বাচনের প্রাক্কালে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার আরেকটি অভিনব রাষ্ট্রীয় নির্যাতনের বহিঃপ্রকাশ ওই যে ২০১৩-১৪ সালের মামলায় এখন তারা সাক্ষী খুঁজে নিয়ে এসে সাক্ষী কে শিখিয়ে পরিয়ে আমাদের নেতৃবৃন্দের নামে তাদেরকে দিয়ে বলিয়ে সাজা দেয়ার প্রক্রিয়া চলছে ইতোমধ্যে অনেকেই দেয়া হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা সাজা দেওয়ার পরে জাতীয়তাবাদী শক্তিকে যিনি ঐক্যবদ্ধ করেছেন আমাদের নেতা তারেক রহমান এবং তার সহধর্মিনীকেও মিথ্যা সাজা দেওয়া হয়েছে রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট নন।
তিনি বলেন, আমাদের দলের দুইজন তরুণ নেতা আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল এবং হাবিবুর রশিদ হাবিব ওদের নামে সেই ২০১৩ সালের মিথ্যা মামলায় সাফাই সাক্ষী নেয়া হয়েছিল। এই দুই ছাত্রনেতার সাফাই সাক্ষী ম্যাজিস্ট্রেট গ্রহন করেন। তখন তারা রিভিশন করেছেন দায়রা জজের কাছে জজ সাহেব সেটিকে আমলে নিয়ে গতকাল প্রকাশ্যে আদালতে ঘোষণা করেছেন সেই রিভিশনটা মঞ্জুর করেছেন। রাত্রে বেলায় বিশেষভাবে মঞ্জুর করার যে আদেশ ক্যানসেল করে দিয়েছে। তারমানে জজ সাহেবের উপর গায়েবী নির্দেশ আছে। এটা একটি নজিরবিহীন ঘটনা।
রিজভী বলেন, এই সরকার নিশি রাতের ভোট করতে যেমন পছন্দ করে এখন নিশিরাতের রায় দিতে তারা পছন্দ করছেন। দেশের ন্যায় বিচারের উপর দিয়ে কি পরিমান আঘাত ন্যায়বিচারকে যে কিভাবে পদদলিত করা হচ্ছে ভাষায় প্রকাশ করা যায় না।
সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু সহ-আইনজীবীগণ উপস্থিত ছিলেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
হবিগঞ্জের সড়কে প্রাণ গেল তিন নারী পোশাক শ্রমিকের
বরিশালে জাতীয় মহাসড়কের ওপর নির্মিত পাক অপসারণে নগর ভবনকে সড়ক অধিদপ্তরের চিঠি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, আহত ৩
দুইবার আবেদন করেও দুর্নীতির অভিযোগ থাকায় মাল্টার নাগরিকত্ব পায়নি তারিক সিদ্দিকের পরিবার
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
এবি পার্টির জাতীয় কাউন্সিল শুরু সোহরাওয়ার্দী উদ্যানে
মায়ের জন্য রান্না করা খাবার নিয়ে হাসপাতালে তারেক রহমান
রাজশাহীতে এবেলা ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ
আশুলিয়ায় মেরামতের নাম করে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে
'বিয়ের গন্ডগোল' নিয়ে জোভান–তটিনী আত্মপ্রকাশ
ভারতে বসে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করছেন ফ্যাসিস্টের দোসর আলাউদ্দিন নাসিম
রুশ জ্বালানিখাতে আবারও যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
সিরিয়ার দামেস্কের মসজিদে পদদলিত হয়ে নিহত ৪ জন
কিছুটা নিয়ন্ত্রণে আসছে লস অ্যাঞ্জেলেসের দাবানল
খাদ্য পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখতে পুনর্গঠন হলো এফপিএমসি
দেশে অস্তিত্বহীন দলবাজরা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে: জয়নুল আবদিন ফারুক
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১২ বাংলাদেশি
লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সবশেষ যা জানা গেল