গায়েবী মামলায় আসামি ১০ হাজার আসামি চার সাংবাদিক
১৮ আগস্ট ২০২৩, ১২:০১ এএম | আপডেট: ১৮ আগস্ট ২০২৩, ১২:০৮ এএম
জামায়াত নেতা আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা নামাজ ঘিরে কক্সবাজারের চকরিয়া-পেকুয়ায় পৃথক ৫টি গায়েবী মামলা করা হয়েছে। আসামি করা হয়েছে ১০ হাজার। গত বুধবার রাতে চকরিয়া থানার এসআই মো. আল ফোরকান বাদী হয়ে পুলিশের কাজে বাধা দিয়ে তাদের উপর হামলার অভিযোগে (পুলিশ এসল্ড) একটি মামলা ও ঘটনায় সংঘর্ষের সময় পুলিশ ও হাসপাতালের চিকিৎসকের গাড়ি ভাঙচুরের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে আরো একটি মামলা করা হয়েছে। এ দুইটি মামলার এজাহারে ৭৫ জন করে ১৫০ জনকে এজাহারনামীয় এবং ২-৩ হাজার করে দুই মামলায় ৮ হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এদিকে পুলিশের দায়েরকৃত দুই মামলায় চকরিয়ায় কর্মরত ৪ পেশাদার সাংবাদিক আসামি হয়েছেন। তারা হলেন- দৈনিক মানবকন্ঠের চকরিয়া প্রতিনিধি আবদুল মজিদ, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার চকরিয়া উপক‚ল সংবাদদাতা এ এম ওমর আলী, দ্য ডেইলি ইন্ড্রাস্টি ও কক্সবাজার সংবাদ পত্রিকার চকরিয়া প্রতিনিধি একেএম বেলাল উদ্দিন, আলোকিত বাংলাদেশ পত্রিকার চকরিয়া প্রতিনিধি একেএম ইকবাল ফারুক। এরমধ্যে ওমর আলী চকরিয়া উপজেলা যুবদলের সভাপতি।
অপরদিকে, ঘটনায় সংর্ঘষের সময় গুলিতে নিহত ফোরকানুর রহমান নামের এক ব্যক্তি নিহতের ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে গত বুধবার বিকালে চকরিয়া থানায় ২ হাজার ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা রুজু করেছে। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে সাঈদীর গায়েবানা জানাজা ঘিরে সংর্ঘষের ঘটনায় চকরিয়া থানায় পৃথকভাবে তিনটি মামলা রুজু করা হলেও গতকাল বৃহস্পতিবার পর্যন্ত কোন আসামিকে আটক করা হয়নি বলে নিশ্চিত করেছে পুলিশ।
পেকুয়া উপজেলায় আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা শেষে পুলিশের উপর হামলার অভিযোগ এনে জামায়াত নেতা অধ্যাপক নুরুজ্জামান মনজু ও বারবাকিয়া ইউপি চেয়ারম্যান মাওলানা এইচ এম বদিউল আলমসহ ২ হাজার ১৫১ জনকে আসামি করে পেকুয়া থানায় দু’টি মামলা দায়ের করেছে পুলিশ। গত বুধবার দুপুরে পেকুয়া থানার এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার বলেন, সরকারি কাজে বাধা, পুলিশের গাড়ি ভাঙচুর ও পুলিশের উপর হামলার ঘটনায় সহিংসতা ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দুটি রুজু হয়েছে। নামাজ শেষ হওয়ার সাথে সাথে শুরু হয় পুলিশের ওপর হামলা। এসময় আমিসহ ১৫ জন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমার গাড়ি ও থানা পুলিশের ভ্যান গাড়ি ভাঙচুর করা হয়েছে।
এদিকে পুলিশের দায়েরকৃত মামলায় চকরিয়ায় কর্মরত ৪ পেশাদার সংবাদকর্মীকে আসামি করার বিষয়ে নিন্দার ঝড় উঠেছে জেলাজুড়ে। অপরদিকে, বিএনপি-জামায়াতের দলীয় নেতাকর্মী ছাড়াও ওই দুই উপজেলার সাধারণ জনগণ গ্রেফতার আতঙ্কে বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন বলে জানা গেছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মাদরাসা শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য- মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী
চট্টগ্রামে ম্যারাথন অনুষ্ঠিত
নির্দিষ্ট সময়েও শেষ হয়নি রাস্তার কাজ, নিম্নমানের সামগ্রী ব্যবহার
কেরানীগঞ্জে বন্ধুকে হত্যার ঘটনায় ঘাতক বন্ধু আল আমিন গ্রেফতার
সস্ত্রীক লন্ডনে গেলেন মির্জা আব্বাস
চট্টগ্রাম ইপিজেডে শ্রমিক সংঘর্ষে আহত অর্ধশত
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার: রিজভী
পটুয়াখালীতে ইমামের উপর সাদপন্থিদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
দেশ গড়ার কাজে অন্তর্বর্তী সরকার অভিজ্ঞ নয় : মান্না
ভৈরবে ট্রেনের টিকেটসহ দুই কালোবাজারিকে আটক
গণিতের জগতে মেয়েদের জায়গা তৈরিতে ড. অ্যাঞ্জেলার মিশন
জাতীয় ঐক্যে অনেকেই ফাটল ধরানোর চেষ্টা করছে : মির্জা ফখরুল
মাভাবিপ্রবিতে লাইফ সায়েন্স বিষয়ক ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত
নিউজিল্যান্ডকে গুড়িয়ে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা
শ্রীনগর থানা থেকে যুবদল নেতাকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে মহাসড়কে বৈষম্য বিরোধীদের ব্লকেড কর্মসূচি পালন
‘মিছিল-স্লোগান কিংবা ডিম ছোড়ার মতো ঘটনা দেশের ব্র্যান্ডিংয়ে নেতিবাচক প্রভাব ফেলছে’
আওয়ামী লীগ কর্মীর চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
রাশিয়া বিরোধী নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আ. লীগের পলাতক নেতার নৈশভোজ
এবি পার্টির চেয়ারম্যান হলেন মঞ্জু ও সা. সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ