চন্দ্র জয়ের প্রতিযোগিতায় রাশিয়ার কাছে হেরে যাচ্ছে ভারত?
১৮ আগস্ট ২০২৩, ১১:৩৫ পিএম | আপডেট: ১৯ আগস্ট ২০২৩, ১২:০০ এএম
ভারতের চন্দ্রযান-৩ মিশন চাঁদের দক্ষিণ মেরুতে একটি ল্যান্ডার এবং রোভার স্থাপনে রাশিয়ার লুনা-২৫-এর সাথে কঠিন প্রতিযোগিতায় রয়েছে। ১৪ জুলাই ভারতের প্রধান মহাকাশ বন্দর থেকে চালু হওয়া চন্দ্রযান-৩ মিশন বুধবার চাঁদের চারপাশে তার প্রদক্ষিণ কৌশলগুলি সম্পন্ন করে, মহাকাশযানের প্রপালশন এবং ল্যান্ডার মডিউলগুলি তাদের পৃথক যাত্রা শুরু করার মঞ্চ তৈরি করে। চাঁদের পৃষ্ঠে নামার পথে অবতরণের সময় গতি কমানোর পর সফলভাবে প্রথম পাক সম্পূর্ণ করে ফেলেছে ল্যান্ডার মডিউল। ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, চন্দ্রযান ৩-এর ল্যান্ডার মডিউলের প্রথম ডি-অর্বিট ম্যানুভার সফলভাবে সম্পন্ন হয়েছে।
ল্যান্ডার মডিউলের (এলএম) ‘হেলথ’ স্বাভাবিক রয়েছে ও এ মুহূর্তে গতি ১১৩ কিলোমিটার গুণ ১৫৭ কিলোমিটার। ইসরো সূত্রে খবর, আর মাত্র ৫ দিন। আগামী ২৩ তারিখ চাঁদের মাটি ছোঁবে চন্দ্রযান। এখনও পর্যন্ত সবকিছুই ঠিকঠাক রয়েছে। শুক্রবার ভারতীয় সময়ে বিকেল ৪টায় হয় মহাকাশযানের সফল ডিবুস্টিং। রকেটকে ওপরে তোলার জন্য যে শক্তি দরকার, তাকে বলে বুস্টিং। ডিবুস্টিং হল তার উল্টো। অর্থাৎ অবতরণের সময় গতিবেগ কমানো। এদিকে, ভারতের তুলনায় অনেক দেরিতে চাঁদের অভিযান শুরু করেছে রাশিয়া। কিন্তু ভারতের চন্দ্রযান ৩এর আগেই চন্দ্রপৃষ্ঠে নামতে চলেছে রুশ মহাকাশযান লুনা ২৫। জানা গিয়েছে, আগামী সোমবার অর্থাৎ, ২১ আগস্ট চাঁদে পৌঁছে যাবে রাশিয়া। তার দু’দিন পর অর্থাৎ বুধবার চাঁদে পা রাখবে ভারতের চন্দ্রযান ৩। ফলে প্রশ্ন উঠছে, আগে যাত্রা শুরু করেও কেন রাশিয়ার পরে চন্দ্রপৃষ্ঠে পৌঁছবে ভারত?
এর নেপথ্যে রয়েছে বেশ কয়েকটি কারণ। প্রথমত, দুই দেশের চন্দ্রযান তৈরির প্রক্রিয়া একেবারেই আলাদা। জানা গিয়েছে, লুনা ২৫-এর ওজন অনেক কম। যন্ত্রপাতির ওজন এবং ওজন বহনের ক্ষমতা অনেক কম রয়েছে রুশ চন্দ্রযানের। মাত্র ১৭৫০ কেজি ওজন বহন করতে পারে লুনা ২৫। সেখানে চন্দ্রযান ৩ সবমিলিয়ে ৩৮০০ কেজি ওজন বহন করতে পারে। ওজনের এই তারতম্যের কারণেই অপেক্ষাকৃত হালকা লুনা ২৫ অনেক দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ভারতের চন্দ্রযানের তুলনায় লুনা ২৫-এর জ্বালানি মজুত করার ক্ষমতা অনেক কম। সেই জন্যই চাঁদের কক্ষপথে খুব বেশি না ঘুরে সোজাসুজি চন্দ্রপৃষ্ঠে নামতে চলেছে রুশ চন্দ্রযান। কিন্তু ভারতের জ্বালানি অনেকটা বেশি পরিমাণে মজুত থাকবে। মূলত চাঁদের মাধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়েই খানিকটা ঘুরপথে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে ভারতের চন্দ্রযান। এছাড়াও বিশেষজ্ঞরা জানিয়েছেন, খরচ কমানোর কারণেই বেশি জ্বালানি থাকা সত্ত্বেও মাধ্যাকর্ষণকে কাজে লাগাতে চাইছে ভারত। তার প্রভাবেই খানিকটা ধীর গতিতে চলছে চন্দ্রযান ৩।
রাশিয়ার তরফে জানা গিয়েছে, ইতিমধ্যেই চাঁদের কক্ষপথে ঢুকে পড়েছে লুনা ২৫। স্বাভাবিকভাবেই কাজ করছে রুশ চন্দ্রযান। বুধবার থেকে পাঁচদিন চাঁদের কক্ষপথে কাটানোর পর সোমবার সফট ল্যান্ডিং করবে লুনা ২৫। চাঁদের এ অংশে পানির বরফ আবিষ্কার করা উভয় মিশনের জন্য ঐতিহাসিক হতে পারে, এবং চাঁদের পৃষ্ঠ থেকে জ্বালানী এবং অক্সিজেন আহরণে পথ দেখাতে পারে। সূত্র : দ্য ইন্ডিপেন্ডেন্ট।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সুইজারল্যান্ডে গ্লোবাল এসএমই সামিট অনুষ্ঠিত হবে আগামী ২৩-২৫ এপ্রিল
ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা অপরিসিম : সিলেটে কাইয়ুম চৌধুরী
ডার্ক ওয়েবে গ্রাহকের তথ্য বিক্রির অভিযোগ : সিটি ব্যাংকের ব্যাখ্যা
মার্কেন্টাইল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫’ অনুষ্ঠিত
গফরগাঁওয়ে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুর মৃত্যু
কর্মীদের বীমা সুরক্ষা প্রদানে ঢাকা ব্যাংক ও মেটলাইফের চুক্তি স্বাক্ষর
পাঠ্যবইয়ে নাম যুক্ত হওয়ায় আমার চেয়ে পরিবার বেশি খুশি: নিগার
স্ট্যান্ডার্ড ব্যাংকের বার্ষিক ব্যবসায় সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত
শৈত্যপ্রবাহ প্রশমিত হওয়ার আভাস, বাড়বে রাত-দিনের তাপমাত্রা
বগুড়ায় শিবিরের সাবেক কর্মী সাথী ও সদস্যদের মিলন মেলায় রাফিকুল ইসলাম খান
ক্যাম্পাসভিত্তিক জুলাইয়ের ইতিহাস লিপিবদ্ধ করে রাখার আহ্বান প্রেস সচিবের
শিবালয়ে নিখোঁজের ৫ দিন পর পদ্মায় ভেসে উঠলো বারেক মেম্বরের লাশ
অস্ট্রেলিয়ান ওপেন: যাদের উপর থাকবে নজর
এবি পার্টির কাউন্সিলে মির্জা ফখরুল ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি
হ্যানয় গ্র্যান্ড মাস্টার্স-২ দাবায় ফাহাদের হার
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা : লাশ নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ
মানিকগঞ্জে নিখোঁজ সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
পাঠ্যবই সংশোধনের আহ্বান বিএনপির
৭১'র পরাজিত শক্তি ২৪'র আন্দোলনকে ব্যবহার করে ৭১'র গৌরবকে মুছে ফেলতে চায়: নাছির
সীমান্তে অস্থিতিশলীতাই প্রমান করে ভারত কোন দিনই আমাদের বন্ধু ছিলো না : পীর সাহেব চরমোনাই