দাম কিছুটা কমলেও সহনীয় নয়

বরিশালের বাজারে আসতে শুরু করেছে ইলিশ

Daily Inqilab নাছিম উল আলম

১৯ আগস্ট ২০২৩, ১১:২৬ পিএম | আপডেট: ২০ আগস্ট ২০২৩, ১২:০১ এএম

জাটকা আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞাকালীন দক্ষিণাঞ্চলের ৬টি অভয়াশ্রমে ২-৩ মাস করে এবং সাগরে ৬৫ দিনে নিষেধাজ্ঞা উঠে যাবার পরে ইলিশের যে প্রাচুর্যতা আশা করা গিয়েছিল সেখানে গত প্রায় এক মাসের হতাশা কাটিয়ে বরিশালসহ উপকূল এলাকার নদ-নদীতে তা ফিরতে শুরু করেছে। বরিশালসহ দক্ষিণাঞ্চলের মোকামগুলোতে গত দুদিন ধরে জেলেরা ইলিশ নিয়ে আসায় আবার কিছুটা প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। তবে উজানের সাগরমুখি ঢলের প্রবল স্রোত অতিক্রম করে এখনো সাগর থেকে উপকূলের অভ্যন্তরীণ নদ-নদীতে ইলিশ উঠে আসতে না পারায় দক্ষিণাঞ্চলের জেলেদের হতাশা এখনো পুরোপুরি কাটছে না। গত দুদিন বরিশালের পোরট রোডের ইলিশ মোকামে প্রায় হাজার মন ইলিশ আসলেও তা গত বছরের এসময়ের তুলনায় অনেকটাই কম বলে জানিয়েছেন আড়ত মালিক ও জেলেরা।
গত ৩০ জুন জাটকা আহরণে ৬ মাসের নিষেধাজ্ঞা ও ২৩ জুলাই সাগরে সব ধরনের মৎস্য আহরণে নিষেধাজ্ঞা উঠে গেছে। তবে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত বরিশালসহ দক্ষিণাঞ্চলের ৬টি এলাকাকে অভয়াশ্রম হিসেবে ঘোষণা করায় সব ধরনের মৎস্য আহরণ সম্পূণ নিষিদ্ধ ছিল।
গত কয়েকদিন ধরে উপকূল এলাকায় জালে কিছু ইলিশ ধরা পড়লেও বরিশাল ও সংলগ্ন জেলাগুলোর অভ্যন্তরীণ নদ-নদীতে এখনো তার খুব একটা দেখা মিলছে না। তবে গত তিন দিনে বরিশালের বাজারে আমদানি বৃদ্ধির সাথে খুচরা পর্যায়ে ইলিশের দামও কিছুটা কমেছে। ৮শ’ থেকে ৯শ’ গ্রাম সাইজের ইলিশ শনিবারে বরিশালের বাজারে প্রায় ১২শ’ টাকা কেজিতে বিক্রি হলেও গত সপ্তাহে তা দেড় হাজার টাকায় বিক্রি হয়েছে।
বরিশালের শায়েস্তাবাদ, শ্রীপুর, ভাষানচর, লাহারহাট, চরমোনাই এবং হিজলা ও মুলাদী এলাকার জেলেদের মতে, সরকারি সব নিষেধাজ্ঞা উঠে গেলেও শ্রাবণের পূর্ণিমায় ভর করে ফুসে ওঠা সাগর শান্ত হবার পরে উজানের ঢলের পানি এখন প্রবল বেগে ভাটিতে যাচ্ছে। ফলে সাগর থেকে ভালো ইলিশ উজানে উঠতে পারছে না। পাশাপাশি এবার শ্রাবণের শেষভাগ জুুড়েই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জেলেরা সাগর ও উপকূলে জাল ফেলতে না পারায়ও বাজারে ইলিশের আমদানি কম বলে মনে করছেন অনেক মৎস্যজীবী।তবে ইতোমধ্যে ভাদ্রের প্রথম অমাবস্যা কেটে গেছে। ফলে স্রোত কিছুটা স্তিমিত হয়ে আসলে ঝাঁকে ঝাঁকে ইলিশ উপকূলে ফিরবে বলে আশা জেলেদের।
বরিশালের ইলিশের মোকামখ্যাত পোর্ট রোড বাজারে গত শুক্রবার থেকেই সাগরের ইলিশ কেনাবেচা শুরু হয়েছে। তবে এ বাজারে ইলিশ নিয়ে সিন্ডিকেট বাণিজ্য চলে আসছে র্দীঘদিন ধরে। যে কারণে বড় বড় জেলে নৌকা আর ট্রলার এখন বরিশালমুখি হতে চাচ্ছে না বলেও স্বীকার করেন কয়েকজন ব্যবসায়ী।
তবে জেলা মৎস্য কর্মকর্তা বিমল চন্দ দাস সাংবাদিকদের বলেছেন, বরিশালের মোকামে ইলিশ কম সত্যি, কিন্তু যা আছে তার আকৃতি খুবই সুন্দর ও বড় জাতের। তার মতে, প্রাকৃতিক দুর্যোগের কারণে জেলেরা সাগরে যেতে পারছেন না। তাই মাছ কিছুটা কম এই অঞ্চলে। উজানের ঢল স্তিমিত হলে সাগর থেকে অধিকহারে ইলিশ উজানে উঠে আসবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, মনপুরা, ঢালচর, চর কুকরী-মুকরী হয়ে কক্সবাজার পযন্ত পুরো জোনটিতে ইতোমধ্যে ইলিশ বিচরণ শুরু হবার সাথে ধরাও পড়ছে প্রচুর।
এদিকে জেলে এবং মৎস্যজীবীগণ আগামী সপ্তাহ থেকে দক্ষিণ উপকূল ও সংলগ্ন অভ্যন্তরীণ নদ-নদীতে ইলিশের বিচরণ উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা করছেন। তবে বেশকিছু জেলে অভিযোগ করে বলেছেন, চলতি বছর আহরণ নিষেধাজ্ঞাকালীন সময়ে প্রশাসনের মদদেই প্রচুর জাটকা নিধন হয়েছে। একজনের জাল আটকিয়ে আরেকজনের কাছে বিক্রি করেছে বলেও অভিযোগ করেছেন বেশ কয়েকজন জেলে।
সম্প্রতি বরগুনার একটি পুকুরে ইলিশ পাওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে জেলে খোরশেদ মুন্সি বলেন, এটা প্রাকৃতিক ভয়াবহ বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে। ইলিশ সহজে পুকুরে ঢোকার কথা নয়, ওরা গভীর পানিতে চলাচলে অভ্যস্ত ।তবে বিগত পূর্ণিমার ভরা কাটালে ফুসে ওঠা সাগরের জোয়ারে দক্ষিণের সব নদ-নদী দুকূল ছাপিয়ে প্রবাহিত হয়। সাথে প্রবল বর্ষণে সমগ্র দক্ষিণাঞ্চলের বিশাল জনপদসহ পুকুর-দিঘী প্লাবিত হয়ে নদীর সাথে একাকার হয়ে যায়। ফলে যেকোন নদীর মাছ পুকুরে প্রবেশ করতে পারে বলেও জানান জেলে এবং মৎস্যজীবীগণ।
এদিকে বরিশালের মোকামে সাগর ও উপকূলের ইলিশ ও ট্রলার কম আসার কারণ সম্পর্কে আড়তদারগণ জানান, পদ্মা ও পায়রা সেতুসহ দক্ষিণাঞ্চলে একাধিক সেতু নির্মাণের ফলে সড়ক যোগাযোগ সহজতর হয়েছে । ফলে গলাচিপা, বামনা, পাথরঘাটা, কলাপাড়া, মহিপুর ও আলীপুর অঞ্চলের জেলেরা এখন আর বরিশাল নির্ভর নয়। ঐসব এলাকা থেকে এখন সরাসরি ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে ইলিশ চলে যাচ্ছে সড়ক পথে। কেউই অতিরিক্ত জ্বালানি পুড়ে দিন রাত ট্রলার চালিয়ে বরিশালে আসছে না বলেও জানান আড়তদারগণ।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা অপরিসিম : সিলেটে কাইয়ুম চৌধুরী

ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা অপরিসিম : সিলেটে কাইয়ুম চৌধুরী

ডার্ক ওয়েবে গ্রাহকের তথ্য বিক্রির অভিযোগ : সিটি ব্যাংকের ব্যাখ্যা

ডার্ক ওয়েবে গ্রাহকের তথ্য বিক্রির অভিযোগ : সিটি ব্যাংকের ব্যাখ্যা

মার্কেন্টাইল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫’ অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫’ অনুষ্ঠিত

গফরগাঁওয়ে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুর মৃত্যু

গফরগাঁওয়ে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুর মৃত্যু

কর্মীদের বীমা সুরক্ষা প্রদানে ঢাকা ব্যাংক ও মেটলাইফের চুক্তি স্বাক্ষর

কর্মীদের বীমা সুরক্ষা প্রদানে ঢাকা ব্যাংক ও মেটলাইফের চুক্তি স্বাক্ষর

পাঠ্যবইয়ে নাম যুক্ত হওয়ায় আমার চেয়ে পরিবার বেশি খুশি: নিগার

পাঠ্যবইয়ে নাম যুক্ত হওয়ায় আমার চেয়ে পরিবার বেশি খুশি: নিগার

স্ট্যান্ডার্ড ব্যাংকের বার্ষিক ব্যবসায় সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত

স্ট্যান্ডার্ড ব্যাংকের বার্ষিক ব্যবসায় সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত

শৈত্যপ্রবাহ প্রশমিত হওয়ার আভাস, বাড়বে রাত-দিনের তাপমাত্রা

শৈত্যপ্রবাহ প্রশমিত হওয়ার আভাস, বাড়বে রাত-দিনের তাপমাত্রা

বগুড়ায় শিবিরের সাবেক কর্মী সাথী ও সদস্যদের মিলন মেলায় রাফিকুল ইসলাম খান

বগুড়ায় শিবিরের সাবেক কর্মী সাথী ও সদস্যদের মিলন মেলায় রাফিকুল ইসলাম খান

ক্যাম্পাসভিত্তিক জুলাইয়ের ইতিহাস লিপিবদ্ধ করে রাখার আহ্বান প্রেস সচিবের

ক্যাম্পাসভিত্তিক জুলাইয়ের ইতিহাস লিপিবদ্ধ করে রাখার আহ্বান প্রেস সচিবের

শিবালয়ে নিখোঁজের ৫ দিন পর পদ্মায় ভেসে উঠলো বারেক মেম্বরের লাশ

শিবালয়ে নিখোঁজের ৫ দিন পর পদ্মায় ভেসে উঠলো বারেক মেম্বরের লাশ

অস্ট্রেলিয়ান ওপেন: যাদের উপর থাকবে নজর

অস্ট্রেলিয়ান ওপেন: যাদের উপর থাকবে নজর

এবি পার্টির কাউন্সিলে মির্জা ফখরুল ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি‌

এবি পার্টির কাউন্সিলে মির্জা ফখরুল ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি‌

হ্যানয় গ্র্যান্ড মাস্টার্স-২ দাবায় ফাহাদের হার

হ্যানয় গ্র্যান্ড মাস্টার্স-২ দাবায় ফাহাদের হার

ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা : লাশ নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ

ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা : লাশ নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ

মানিকগঞ্জে নিখোঁজ সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে নিখোঁজ সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

পাঠ্যবই সংশোধনের আহ্বান বিএনপির

পাঠ্যবই সংশোধনের আহ্বান বিএনপির

৭১'র পরাজিত শক্তি ২৪'র আন্দোলনকে ব্যবহার করে ৭১'র গৌরবকে মুছে ফেলতে চায়: নাছির

৭১'র পরাজিত শক্তি ২৪'র আন্দোলনকে ব্যবহার করে ৭১'র গৌরবকে মুছে ফেলতে চায়: নাছির

সীমান্তে অস্থিতিশলীতাই প্রমান করে ভারত কোন দিনই আমাদের বন্ধু ছিলো না : পীর সাহেব চরমোনাই

সীমান্তে অস্থিতিশলীতাই প্রমান করে ভারত কোন দিনই আমাদের বন্ধু ছিলো না : পীর সাহেব চরমোনাই

নাইজেরিয়ায় অতর্কিত বন্দুক হামলা, সরকারি বাহিনীর ২১ সদস্য নিহত

নাইজেরিয়ায় অতর্কিত বন্দুক হামলা, সরকারি বাহিনীর ২১ সদস্য নিহত