তাইওয়ানকে ঘিরে হুঁশিয়ারি দিয়ে চীনের সামরিক মহড়া
১৯ আগস্ট ২০২৩, ১১:৪১ পিএম | আপডেট: ২০ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
যুক্তরাষ্ট্রে তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাইয়ের সাম্প্রতিক সফরের প্রতিবাদে দেশটিকে ঘিরে সামরিক মহড়া চালাচ্ছে চীন। বেইজিং জানিয়েছে, তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী ফোর্সকে ‘কঠোর সতর্কতা’ দেওয়ার অংশ এই মহড়া। শনিবারের এই মহড়ায় যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ ব্যবহার করেছে তারা। তাইওয়ান মহড়ার প্রতিক্রিয়ায় জানিয়েছে, এরমাধ্যমে চীনের ‘সামরিক মানসিকতার’ বহিঃপ্রকাশ ঘটেছে।
দেশটি জানিয়েছে, চীনের যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজের গতিবিধি নজরদারিতে রাখতে তারা যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে প্রস্তুত রেখেছে। চীনের পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন কমান্ড, যেটি তাইওয়ান ও আশপাশের নিরাপত্তার জন্য নিয়োজিত আছে, এক বিবৃতিতে বলেছে, তারা তাইওয়ানের পাশে বিমান ও যুদ্ধজাহাজের মহড়া চালাচ্ছে।
বিবৃতিতে তারা আরো বলেছে, এই মহড়ার উদ্দেশ্য হলোÑ যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজের সমন্বয়ের মাধ্যমে আকাশ ও সমুদ্রের নিয়ন্ত্রণ কীভাবে দখল করা হবে সেটি পরীক্ষা করা। ইস্টার্ন কমান্ডের একজন মুখপাত্র রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া নিউজকে বলেছেন, ‘এই টহল ও মহড়া তাইওয়ানের বিচ্ছিন্নতবাদী সেনা ও তাদের বিদেশি উপাদান এবং উস্কানির উদ্দেশ্য একটি কঠোর সতর্ক বার্তা হিসেবে কাজ করবে।’
আরেক রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, মহড়ায় ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ এবং যুদ্ধবিমান রয়েছে। যেগুলো তাইওয়ানকে কীভাবে ঘিরে ধরা হবে সেটির মহড়া দিচ্ছে। এদিকে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মহড়ার তীব্র সমালোচনা করেছে। তারা বলেছে, এতে চীনের ৪২টি যুদ্ধবিমান ও আটটি যুদ্ধজাহাজ অংশ নিয়েছে। এরমধ্যে ২৬টি বিমান চীন-তাইওয়ানের মধ্যবর্তী মধ্যরেখা অতিক্রম করেছে। এই মধ্যরেখাকে দুই দেশের অনানুষ্ঠানিক সীমান্ত হিসেবে ধরা হয়। চীন তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে। তবে তাইওয়ানের দাবি তারা আলাদা ও স্বাধীন স্বতন্ত্র রাষ্ট্র। চীন অবশ্য কখনো তাইওয়ানকে শাসন করেনি বা এটি কখনোই বেইজিংয়ের অংশ ছিল না।
তবে চীন হুমকি দিয়েছে, তাইওয়ানকে একটা সময় চীনের সঙ্গে একীভূত করা হবেই। আর এটি করতে প্রয়োজনে শক্তি প্রয়োগ করা হবে। খবরে বলা হয়, তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়ান লাই সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করেছেন। এ নিয়ে বেজায় চটেছে চীন। এরপরেই তাইওয়ান ঘিরে সামরিক মহড়া শুরু করল চীন। প্যারাগুয়ে যাওয়ার পথে নিউ ইয়র্কে যাত্রাবিরতি নেয় লাই। সেখানে মার্কিন গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করেছে। আগামী জানুয়ারিতে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন লাই। শনিবার চীন লাইকে ফের সমস্যা সৃষ্টিকারী’ বলে অভিহিত করেছে। একইসঙ্গে দেশটি জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখ-তা রক্ষার জন্য দৃঢ় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া দেশটির সামরিক মুখপাত্র শি ইকে বরাত দিয়ে বলেছে, চীনা পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ইস্টার্ন থিয়েটার কমান্ড তাইওয়ান ঘিরে নৌ ও বিমান বাহিনীর যৌথ বিমান ও সমুদ্র টহল এবং সামরিক মহড়া শুরু করেছে। সিনহুয়া আরও জানিয়েছে, এই মহড়ার উদ্দেশ্য পিএলএ’র আকাশ ও সমুদ্রপথে নিয়ন্ত্রণ দখল করা এবং বাস্তব যুদ্ধের পরিস্থিতিতে লড়াই করার সক্ষমতা পরীক্ষা করা। এতে আরও বলা হয়েছে, এই মহড়ার হচ্ছে ‘তাইওয়ানের স্বাধীনতার’ বিচ্ছিন্নতাবাদীদের বিদেশি উপাদান এবং তাদের উস্কানির সঙ্গে যোগসাজশের জন্য একটি কঠোর সতর্কবাণী। তাইওয়ানকে নিজেদের ভূখ- বলে দাবি করে চীন। দেশটি অঙ্গীকার করেছে, প্রয়োজনে বল প্রয়োগ করে তাইওয়ানকে নিজেদের দখলে নেবে। সূত্র : সিনহুয়া, আল-জাজিরা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মুজিবনগরে তারুণ্যের উৎসব উৎযাপনে আন্ত: ইউনিয়ন ফুটবল টূর্নামেন্টে অনুষ্ঠিত
ফ্যাসিস্ট হাসিনা হটানোর আন্দোলনের একটাই লক্ষ্য ছিল জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা : হযরত আলী মিঞা
থানার ওসিদের অলিগলিতে পদচারণা থাকতে হবে : ডিএমপি কমিশনার
পাত্র বিদেশে থাকাবস্থায় দেশে তার জন্য পাত্রী ঠিক করে রাখা প্রসঙ্গে।
মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পাম্প হাউজে পানি সেচ উদ্বোধনের ১০ মিনিটেই বন্ধ
রামগড়ে নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা
বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের আন্ত ইউনিট কাবাডি প্রতিযোগিতার ফাইনাল
সরিষাবাড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে কম্বল বিতরণ
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিবের বৈঠক
এবার মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ অনির্দিষ্টকাল হতে পারে না: ড. মোশাররফ
টিকটক ও ক্যাপকাটকে টক্কর দিতে মোক্ষম চাল মেটার!
৩৩ বছরের পুরনো পত্রিকা ‘ভোরের কাগজ’ বন্ধের ঘোষণা
ফেরার সময় তিন ইসরাইলি বন্দীকে কী উপহার দিল হামাস?
মানুষকে স্বস্তি দিতে অন্তবর্তীকালীন সরকার ব্যর্থ হচ্ছে : আমিনুল হক
পিঠার নাম হৃদয়হরণ, মুখচাহনি
শেরপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে যুবদলের কম্বল বিতরণ
গুরুদাসপুরে চিরকুট লিখে চুরি হচ্ছে বাণিজ্যিক মিটার