বাকেরগঞ্জে হর্ষবর্ধন শ্রিংলার নামে সড়ক
১৯ আগস্ট ২০২৩, ১১:৪৪ পিএম | আপডেট: ২০ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
নির্লজ্জ ভারতপ্রীতির এ যেন নতুন নজীর সৃষ্টি করা হলো। ক্ষমতাসীন আওয়ামী লীগ নয়, দিল্লির দাদাপ্রীতির এ উদাহরণ সৃষ্টি করেছে জাতীয় সংসদের গৃহপালিত বিরোধী দল জাতীয় পার্টির এমপি। আগামী নির্বাচনে ভারতের অনুকম্পায় আওয়ামী লীগের সুদৃষ্টি পাওয়ার প্রত্যাশায়, নাকি অন্য কোনো কারণে এমন নির্লজ্জ নজির স্থাপন করা হলো তা অবশ্য এখনো রহস্যাবৃত। বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার নামে বরিশালের বাকেরগঞ্জে একটি সড়কের নামকরণ করা হয়েছে। ভারতের সরকারি কর্মকর্তার নামে বাংলাদেশের সড়কের নামকরণ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কোন উদ্দেশ্যে এই কা- করা হয়েছে তা নিয়ে শুরু হয়েছে সমালোচনার ঝড় বইছে।
জানা যায়, গত ৭ আগস্ট বাকেরগঞ্জে ৩ কিলোমিটার কলসকাঠী-ডিংগামানিক সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় পার্টির স্থানীয় সংসদ সদস্য নাসরিন জাহান রতœা ও তার স্বামী দলের কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার। এ সড়কের নামকরণ করা হয় হর্ষ বর্ধন শ্রিংলা সড়ক।
তবে উপজেলা প্রশাসনের দাবি, সড়কের নামকরণের বিষয়টি তারা জানেন না। নামকরণ প্রক্রিয়াটি যথাযথ হয়নি মন্তব্য করে ইউএনও সজল কুমার শীল গণমাধ্যমকে বলেন, বাংলাদেশি কারো নামে নামকরণের ক্ষেত্রে উপজেলা কমিটি থেকে প্রস্তাব যেতে হয়। আর বিদেশি কারো নামকরণের ক্ষেত্রে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে অনুমোদন নিতে হয়। এখানে সেসব নিয়মের কোনোটাই মানা হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা বলেন, সড়কের নামকরণের ব্যাপারে আগে থেকে তারা কিছুই জানতেন না। কিছু না জানিয়েই তাদের অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে দুটি শ্বেত পাথরের ফলক লাগিয়েছেন এমপি নাসরিন জাহান রতœা। এখানে আমাদের কী করার আছে।
জাতীয় নির্বাচনের আগে ভারতের সাবেক একজন হাইকমিশনারের নামে সড়কের নামকরণ নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। সড়কের নামের ফলকটিও ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে।
স্থানীয়রা জানান, এলাকাটি তেরঘর জমিদারদের এলাকা নামে প্রসিদ্ধ। এখানে অনেক পুরোনো ভবন ছড়িয়ে ছিটিয়ে আছে। ১৯৭১ সালে পাকিস্তানি সেনারা এখানে গণহত্যা চালিয়েছিল। বধ্বভূমি ও এখানে প্রতিষ্ঠিত গান্ধী আশ্রম পরিদর্শনের জন্য ২০১৬ সালে তৎকালীন ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা কলসকাঠী সফর করেছিলেন।
নামকরণের বিষয়ে জানতে চাইলে এমপি নাসরিন জাহান ও রুহুল আমিন হাওলাদার বলেন, এখানে পাক আর্মি গুলি করে হিন্দুদের হত্যা করে। এ জায়গাটি পরিদর্শনের জন্য ভারতের সাবেক হাইকমিশনার এসেছিলেন। তার স্মরণে বাংলাদেশ-ভারতের বন্ধুত্বের নিদর্শন হিসেবে হর্ষ বর্ধন শ্রিংলার নামে ফলকটি লাগানো হয়। তাদের দাবি, শোক দিবসের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকায় উপজেলার কর্মকর্তারা আসতে পারেনি। ২ কোটি ১২ লাখ টাকার এই সড়কটি নির্মিত হলে তা ভারত-বাংলাদের মৈত্রীর স্মৃতি হয়ে থাকবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতা হান্নানের চিকিৎসায় সহায়তা দিলেন মজনু
কারো কাছে থাকা আমানত চুরি হয়ে যাওয়া প্রসঙ্গে।
মাগুরায় ট্রাক চাপায় মোটর সাইকেল চালক নিহত
শেখ হাসিনার আমলে সীমান্তের কাঁটা তারে লাশ ঝুলন্ত, এখন পতাকা বৈঠক হয়--শাকিল উজ্জামান
পেকুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পথসভায় মাওলানা ইমতিয়াজ
থানা থেকে ছিনাইয়া নেওয়া যুবদল নেতা গ্রেফতার
শ্রীনগরে বিএনপির অঙ্গ-সংগঠনের ৩ কর্মী গ্রেপ্তার
মুকসুদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা, প্রতিবাদ জানালো আ.লীগ
নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি ও সমমনা দলগুলো
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ
এই সরকার বিপ্লবের চেতনাকে পুরোপুরি ধারণ করতে পারেনি: মাহমুদুর রহমান
শার্শা থানা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মিলন মেলা
মুখ্য সংগঠক হান্নান মাসউদের ওপর ছাত্রলীগের হামলা!
সোনারগাঁওয়ে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
রাষ্ট্র সংস্কারে ১৫ দফা প্রস্তাবনা: পৃথক শরীয়া আদালত প্রতিষ্ঠার দাবি
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১০
দেশের সংগ্রামের ইতিহাস-সংস্কৃতি বিশ্বে তুলে ধরার আহ্বান উপদেষ্টা নাহিদের
ভারতে চার বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার
পথশিশুদের নিয়ে বিপিএলের ট্রফি উন্মোচন
তামিমকে বিসিবির ধন্যবাদ