ভাদ্রেও খরার দহন জনজীবন দুর্বিষহ
২০ আগস্ট ২০২৩, ১০:৫০ পিএম | আপডেট: ২১ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
‘শ্রাবণ মাস থেকেই পাকা তাল বিক্রি শুরু করেছি। এখনও চলছে। আজকাল ভাদ্র-আশি^ন লাগেনা, তার আগেই তাল পেকে যায়’। কাজির দেউড়ী বাজারের সামনে গতকাল কথাগুলো বলছিলেন তাল বিক্রেতা আলী হোসেন। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ট্রেনে তাল এনে নিয়মিত চট্টগ্রামে বিক্রি করেন। বছরজুড়েই ভ্যাপসা গরম অব্যাহত রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক ঊর্ধ্বে থাকছে। অথচ সেই তুলনায় ‘স্বাভাবিক’ বৃষ্টির দেখা নেই। ভাদ্র মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বর্ষা-বাদলের ঘনঘটা থাকে। এবার তা নেই।
এখনও ভাদ্রের প্রথম সপ্তাহ অতিবাহিত হয়নি। অথচ দেশজুড়ে অস্বাভাবিক গরমে-ঘামে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। এখন বর্ষাবাহী মৌসুমী বায়ু সক্রিয় থাকার কথা। কিন্তু কম সক্রিয় কিংবা অনেক জায়গায় সক্রিয় নয়। বঙ্গোপসাগরেও দুর্বল। ভরা বর্ষা থেকে এ যাবৎ অনাবৃষ্টি ও খরার দহনে ফল-ফসল চাষাবাদে পানির সঙ্কট দেখা দিয়েছে।
এদিকে আবহাওয়া পূর্বাভাসে স্বস্তির কথা জানা যাচ্ছে, আগামী বুধবার-বৃহস্পতিবার ঢাকাসহ দেশের অনেক এলাকায় আবহাওয়ায় পরিবর্তনের সাথে সাথে হালকা থেকে মাঝারি ‘স্বাভাবিক বৃষ্টিপাত’ হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ৩৫ এবং সর্বনিম্ন তাপমাত্রাও ২৮.১ ডিগ্রি সে.। যা স্বাভাবিকের চেয়ে বেশ ঊর্ধ্বে। চট্টগ্রামে দিনের তাপমাত্রা গতকাল ছিল স্বাভাবিকের চেয়ে ২.৯ ডিগ্রি সে. বেশি। আবহাওয়াবিদরা বলছেন, বৈশি^ক তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধির ধারাবাহিকতায় এ বছর বিশে^র অধিকাংশ দেশে উচ্চ তাপমাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে। এর ধারায় বাংলাদেশে গত তিন মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে গড়ে ২.৫ ডিগ্রি সে. ঊর্ধ্বে ছিল।
অন্যদিকে গেল তিন মাসে (মে, জুন, জুলাই) সারাদেশে সার্বিকভাবে গড়ে বৃষ্টিপাত হয়েছে স্বাভাবিকের চেয়ে ৬৭ শতাংশ কম। ভরা বর্ষায় বলতে গেলে খরা অনাবৃষ্টির সাথে তাপদাহের কারণে ফল-ফসল, কৃষি খামার, প্রকৃতি-পরিবেশ এবং জনস্বাস্থ্যসহ সার্বিক জনজীবনে তীব্রভাবে পড়েছে বিরূপ প্রভাব। গতকাল সন্ধ্যা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে দুয়েক জায়গায় ছিটেফোঁটা বৃষ্টিপাত হলেও ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগীয় শহরে বৃষ্টির ফোঁটাও পড়েনি। সিলেটে বিচ্ছিন্নভাবে ১৬ মি.মি. বৃষ্টি ঝরেছে। নোয়াখালী, চাঁদপুর, ভোলায় স্বল্প বৃষ্টি হয়েছে। এতে মাটির উপরিভাগও তেমন ভিজেনি।
এদিকে আন্তর্জাতিক আবহাওয়া নেটওয়ার্ক পূর্বাভাস সূত্রে জানা গেছে, বুধবার থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় খরোতপ্ত আবহাওয়ায় কিছুটা পরিবর্তন আসতে পারে। ২৪ আগস্ট বৃহস্পতিবার ঢাকাসহ আশপাশ অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক একাধিক আবহাওয়া পূর্বাভাস সংস্থা বলছে, বৃহস্পতিবার ঢাকায় বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে একশ ভাগ, শুক্রবার ৯০ ভাগ ও শনিবার ৮০ ভাগ। তাপমাত্রা হ্রাস পেতে পারে। এ সময়ে দেশে ও উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু কম-বেশি সক্রিয় হয়ে উঠতে পারে।
আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকাসহ অন্যান্য বিভাগের দুয়েক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনে তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার কিছুটা পরিবর্তন এবং এর পরের পাঁচ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতা হান্নানের চিকিৎসায় সহায়তা দিলেন মজনু
কারো কাছে থাকা আমানত চুরি হয়ে যাওয়া প্রসঙ্গে।
মাগুরায় ট্রাক চাপায় মোটর সাইকেল চালক নিহত
শেখ হাসিনার আমলে সীমান্তের কাঁটা তারে লাশ ঝুলন্ত, এখন পতাকা বৈঠক হয়--শাকিল উজ্জামান
পেকুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পথসভায় মাওলানা ইমতিয়াজ
থানা থেকে ছিনাইয়া নেওয়া যুবদল নেতা গ্রেফতার
শ্রীনগরে বিএনপির অঙ্গ-সংগঠনের ৩ কর্মী গ্রেপ্তার
মুকসুদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা, প্রতিবাদ জানালো আ.লীগ
নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি ও সমমনা দলগুলো
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ
এই সরকার বিপ্লবের চেতনাকে পুরোপুরি ধারণ করতে পারেনি: মাহমুদুর রহমান
শার্শা থানা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মিলন মেলা
মুখ্য সংগঠক হান্নান মাসউদের ওপর ছাত্রলীগের হামলা!
সোনারগাঁওয়ে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
রাষ্ট্র সংস্কারে ১৫ দফা প্রস্তাবনা: পৃথক শরীয়া আদালত প্রতিষ্ঠার দাবি
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১০
দেশের সংগ্রামের ইতিহাস-সংস্কৃতি বিশ্বে তুলে ধরার আহ্বান উপদেষ্টা নাহিদের
ভারতে চার বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার
পথশিশুদের নিয়ে বিপিএলের ট্রফি উন্মোচন
তামিমকে বিসিবির ধন্যবাদ