রাজস্ব আদায় ধর্মীয় দায়িত্বের মতো অর্থমন্ত্রী
২২ আগস্ট ২০২৩, ১১:৩৪ পিএম | আপডেট: ২৩ আগস্ট ২০২৩, ১২:০৩ এএম
জীবাণুবাহী এডিস মশার কামড়ের ভয়ে হঠাৎ বক্তব্য ভুলে গেলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বক্তব্য শেষ করার পর ভুলে যাওয়া সেই কথা মনে পড়ে তার।
‘ক্ষমা চেয়ে’ সেই বক্তব্য আবার দেন তিনি। গতকাল মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে ইএফডি মেশিনের (ইএফডিএমএস) উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। অনুষ্ঠানের স্টেজে অর্থমন্ত্রীর পেছনে দাঁড়িয়েছিলেন সাদা পোশাকের একজন। তার হাতে ছিল মশা মারার ব্যাট। মন্ত্রী তার আশেপাশে কোনো মশা আসছে কিনা, সে দিকে সতর্ক দৃষ্টি রাখছিলেন তিনি। কোনো মশা দেখলে সঙ্গে সঙ্গে সেটি মেরে ফেলেন। এভাবে অনুষ্ঠান চলার সময় বেশ কয়েকটি মশা মারতেও দেখা গেছে তাকে।
অনুষ্ঠানের সভাপতি হিসেবে বক্তব্য শেষ করার পর অর্থমন্ত্রী আবার মাইক অন করে বলেন, বিনয়ের সাথে বলছি, বক্তব্য শেষ করার আগে আমার একটি লাইন বলার কথা ছিল বা একটি বিশেষ কথা বলার কথা ছিল। কিন্তু আমি মশার জন্য ওদিকে দৃষ্টি দিতে গিয়ে সেটা আমি ভুলে গেছি। আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি।
এরপর তিনি সাধারণ মানুষের কাছ থেকে ভ্যাট আদায় করতে গিয়ে যেন কারো ওপর অতিরিক্ত চাপ না পড়ে সেদিকে নজর দেয়ার আহ্বান জানান। রাজস্ব আহরণ কীভাবে করতে হবে তার উদাহরণ দিতে গিয়ে তিনি ফ্রান্সের রাজা চতুর্দশ লুইয়ের একটি গল্প বলেন।
অর্থমন্ত্রী বলেন, ফ্রান্সের রাজা চতুর্দশ লুই যখন ওই দেশের প্রধানমন্ত্রী ও সেই সময় ওই দেশের অর্থমন্ত্রী ছিলেন জন ব্যাপটিস্ট কোলবার্ট। তিনি একটি বিষয় গুরুত্ব দিয়ে বলেছিলেন, যে আপনাদের সবাইকেই রাজস্ব আহরণ করতে হবে। রাজস্ব আহরণ (এভাবে) করবেন যেন রাজহাঁস থেকে প্লাক করবেন (পালক তুলবেন)। কিন্তু লক্ষ্য রাখবেন, রাজহাঁসটি যেন কোনোভাবেই ব্যথা না পায়, কষ্ট না পায়।
দেশের রাজস্ব আহরণ কার্যক্রমেও সেই নীতি অনুস্মরণ করার আহবান জানিয়ে অর্থমন্ত্রী বলেন, আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে, আমরাও ট্যাক্স অর্জন করবো, ট্যাক্স আদায় করবো। কিন্তু যিনি ট্যাক্স দিচ্ছেন, তার ওপরে যেন প্রেশার না আসে। শুধু একজন দেবে অন্যরা দেবে না আমরা যেটা বারবার বলে আসছি যে, নেটটা (আওতা) বড় করতে হবে।
অর্থমন্ত্রী রাজস্ব আহরণ বাড়ানোর সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, এটা হাই টাইম আমাদের জন্য। ম্যানুয়ালি করতে গেলে যে প্রতিবন্ধকতা থাকে সেই প্রতিবন্ধকতা এখন থাকবে না। মন্ত্রী স্বয়ংক্রিয় পদ্ধতিতে রাজস্ব আহরণ বড় আকারে উদ্বোধন করার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, আপনারা শুরু করে দেন। শুরু করলে এটা রেলওয়ের মতো। রেলওয়ের বগি যদি একবার রাস্তার ওপরে উঠে যায়, তাহলে আর পেছনে থাকে না, সামনেই যায়। আমরা এখন যে জায়গায় এসেছি ইনশাআল্লাহ আর পেছনে যাবো না। ২০৪১ এর স্বপ্ন আমাদের পূরণ করতে হবে।
রাজস্ব আদায় ধর্মীয় দায়িত্বের মতো উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ধর্মীয় দায়িত্ব এই রকম যে, মানুষের জন্য কাজ কর, সমাজের জন্য কাজ কর। সমাজের প্রত্যেক মানুষকে নিয়ে সামনে এগিয়ে যাও। আমি মনে করি এনবিআর এর চেয়ারম্যান একজন সৎ মানুষ। তাকে আপনারা সহযোগিতা করবেন।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম অনুষ্ঠানে বলেন, আমাদের মান-সম্মানের সঙ্গে ভ্যাট দিতে দেন। ব্যবসায়ীরা কর দিতে চান। কর কর্মকর্তাদের হয়রানি বন্ধ করুন। আমাদের হয়রানি থেকে মুক্তি দিন। তিনি বলেন, ইএফডিএমএস একটি ভালো উদ্যোগ। এর সুফল ব্যবসায়ীরা পেলে ভালো হবে।
ভ্যাট আহরণে স্বচ্ছতা ও গতি বাড়াতে এই ইএফডিএমএস চালু করেছে এনবিআর। বেসরকারি প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিস লিমিটেড ঢাকা ও চট্টগ্রামের ব্যবসায় প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বসাবে। এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ভ্যাট আদায় করা হবে। ক্রেতারা রসিদ নেবেন এই মেশিনের। রাজস্বের একটি অংশ পাবে জেনেক্স ইনফোসিস।
এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, সারা দেশে খুচরা ব্যবসায়ীরা ছড়িয়ে-ছিটিয়ে আছেন। তাঁদের সবাইকে ইএফডি মেশিন দেওয়া এবং তা সংরক্ষণ, পরিচর্যা ও ব্যবস্থাপনা করা বিদ্যমান এনবিআরের জনবল দিয়ে সম্ভব নয়। তাই জেনেক্স ইনফোসিসকে বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে নেওয়া হয়েছে। এ প্রতিষ্ঠানটি ব্যবসাপ্রতিষ্ঠানে ইএফডি মেশিন বসানোর যাবতীয় ব্যবস্থাপনার কাজ করবে। এনবিআর শুধু তদারক করবে। তিনি বলেন, দোকানে দোকানে ভ্যাট কর্মকর্তাদের ঘোরার দরকার নেই। স্বচ্ছ পদ্ধতি অনুসরণ করে জেনেক্স ইনফোসিসকে কাজ দেওয়া হয়েছে। তিনি ক্রেতাদের ইএফডি মেশিনের রসিদ নেওয়ার আহ্বান জানান।
জেনেক্স ইনফোসিসের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ জালাল উদ্দিন বলেন, ভ্যাট ব্যবস্থাপনা ডিজিটালাইজেশনের মাধ্যমে শুধু রাজস্ব আদায় বাড়বে না, বরং অর্থনীতি টেকসই হবে। ইএফডি মেশিনের মাধ্যমে ভ্যাট আহরণের পাশাপাশি সহজেই ঘরে বসে রিটার্ন দাখিল করতে পারবেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অর্থসচিব ফাতিমা ইয়াসমিন, এনবিআরের সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) মইনুল খান। ##
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
এফএ কাপে সিটির গোল উৎসব
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার