তারেক রহমানের বক্তব্য প্রচারের রুল শুনানি আজ

তারিখ নির্ধারণের শুনানিতে হট্টগোল আ.লীগ-বিএনপি আইনজীবীদের

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২২ আগস্ট ২০২৩, ১১:৩৬ পিএম | আপডেট: ২৩ আগস্ট ২০২৩, ১২:০৩ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা সংক্রান্ত রুল শুনানির তারিখ ধার্যের শুনানিতে এজলাসের ভেতর তুমুল হট্টগোল হয়েছে।

বিচারপতি মো: খসরুজ্জামান এবং বিচারপতি মো: খায়রুল আলমের ডিভিশন বেঞ্চে এ ঘটনা ঘটে।
গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা সংক্রান্ত রুলের শুনানির তারিখ শুনানি তারিখ নির্ধারণ করতে গেলে আওয়ামীলীগ সমর্থক এবং বিএনপি সমর্থক আইনজীবীদের মধ্যে কথা কাটাকাটি ও হট্টগোল হয়। পরে রুলের চূড়ান্ত শুনানির তারিখ আজ (বুধবার) নির্ধারণ করেন আদালত।

রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট সানজিদা খানম ও অ্যাডভোকেট নাসরিন সিদ্দিকা লিনা। সরকারপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার শুনানিতে অংশ নেন।

শুনানির একপর্যায়ে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল শুনানির সময় পিছিয়ে বুধবার ধার্য করতে বলেন। এসময় কায়সার কামালের উদ্দেশে অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, শুনানি কখন হবে সেটি আপনি বলার কে? এসময় কোর্টে উপস্থিত বিএনপিপন্থি আইনজীবীরা সমস্বরে চিৎকার দিয়ে ওঠেন। তারা কামরুল ইসলামের উদ্দেশে ‘গম চোর, গম চোর’ বলে হইচই করতে থাকেন। আওয়ামী লীগের আইনজীবীরা কামরুল ইসলামের বক্তব্যে সমর্থন জানান। বিএনপির আইনজীবীরা বলেন, এটা বঙ্গবন্ধু অ্যাভিনিউ পাননি। এটা হাইকোর্ট।

তিনি বলেন,তারেক রহমান গত ১৫ বছর ধরে বিদেশে অবস্থান করছেন। যে ঠিকানায় নোটিশ জারি করা হয়েছে সেটা বিএনপির পার্টি অফিস। সঠিক ঠিকানায় নোটিশ জারি না হওয়া পর্যন্ত রুল শুনানি করা ঠিক নয়। রাজনৈতিক দলের নেতার কণ্ঠ রোধ করতেই কোর্টকে ব্যবহার করতে চাইছে বাদীপক্ষ।

তিনি বলেন, এটা একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা। তারেক রহমানের বিরুদ্ধে যা হচ্ছে তা অন্যায্য এবং তা দৃশ্যমান। সবকিছুরই ইতিহাস থেকে যায়। আদালতের ঘাড়ে বন্দুক রেখে যেন কেউ কোন স্বার্থ হাসিল করতে না পারে, কণ্ঠরোধ না করতে পারে সেদিকে আদালতের খেয়াল রাখা উচিৎ।
কায়সার কামাল বলেন, কোর্টের ভেতরে তিনি (কামরুল ইসলাম) যে ভাষায় কথা বলছেন, আমাদের তো বাইরে বের হতে ভয় হচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। পরে আদালতের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় । পরে শুনানির জন্য দুপুর ২টায় সময় নির্ধারণ করেন।

এক পর্যায়ে আদালত বলেন, দেওয়ানি কার্যবিধি ও হাইকোর্ট রুলস অনুসরণ করেই আমরা আদেশ দিয়েছি। আমাদের জানামতে আদেশ ঠিক আছে। বাদী পক্ষ এসেছে আর আমরা আদেশ দিয়েছি তা তো করিনি। আইন অনুসরণ করেই রুল শুনানির দিন ধার্যের আদেশ দেয়া হয়েছে।

এ সময় ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, যেনতেনভাবে নোটিশ জারি করলে হবে না, সঠিক ঠিকানায় নোটিশ জারি করতে হবে। যে ঠিকানার (৬ মইনুল রোড) কথা উল্লেখ করা হয়েছে সেটা তো সরকারের জায়গা। সেখানে এখন বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। হাইকমিশনের মাধ্যমে তার ঠিকানা জেনে নেয়ার সুযোগ রয়েছে বাদীর।

ব্যারিস্টার খোকন প্রশ্ন রাখেন, যিনি বাদী পক্ষের আইনজীবী তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। এই কোর্টকেই কেন তিনি বেছে নিলেন ? এ পর্যায়ে আদালত বলেন, এখানে হাইকমিশনের বিষয় কেন আসছে।

প্রসঙ্গত: ২০১৫ সালের ৭ জানুয়ারি এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে তৎকালিন বিচারপতি কাজী রেজা-উল হক এবৎঙ বিচারপতি আবু তাহের মো: সাইফুর রহমানের ডিভিশন বেঞ্চ রুলসহ অন্তর্বর্তীকালিন আদেশ দেন। সেই সঙ্গে তারেক রহমানের বিদেশে অবস্থানের বর্তমান অবস্থান সম্পর্কে জানাতে পররাষ্ট্র সচিবকে নির্দেশ দেয়া হয়। তারেক রহমানের পাসপোর্টের মেয়াদের বিষয়ে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) একটি প্রতিবেদন দিতে নির্দেশ দেন আদালত।

তারেক রহমানের বক্তব্য প্রকাশ ও প্রচার নিষিদ্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন বিবাদীদের নির্দেশ দেয়া হবে না-এই মর্মে রুল জারি করেন আদালত। গত ৮ বছরেও রুলের শুনানি হয়নি। সম্প্রতি সমাবেশে তারেক রহমানের বক্তব্য প্রচার করে বিএনপি। এরপরই বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে রুল শুনানির আবেদনে করেন অ্যাডভোকেট নাসরিন সিদ্দিকা। ###


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

এফএ কাপে সিটির গোল উৎসব

এফএ কাপে সিটির গোল উৎসব

মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত

অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে

অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে

দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল

দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল

গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১

গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১

নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে

নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে

অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন

অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন

ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের

ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের

পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ

পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ

মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি

মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি

রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী

রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী

বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের

বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের

আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার

ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার

দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী

দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী

সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির

সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির

রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান

ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান

সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার

সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার