চট্টগ্রামে ডেঙ্গুর ভয়ঙ্কর রূপেও নির্বিকার সিটি করপোরেশন মশক নিধনে গতি নেই
২৩ আগস্ট ২০২৩, ১০:৩৮ পিএম | আপডেট: ২৩ আগস্ট ২০২৩, ১১:৪৪ পিএম
ডেঙ্গু জ্বরের ভয়ঙ্কর রূপ দেখছে চট্টগ্রাম। চলতি মাসের ২২ দিনে মৃত্যু হয়েছে ২৫ জনের। ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে ৫০-এ পৌঁছেছে। দিনে শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন।
ডেঙ্গু জ্বরের এমন ভয়ঙ্কর প্রাদুর্ভাবের মধ্যেও নির্বিকার চট্টগ্রাম সিটি করপোরেশন। ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নিধনে নেই কার্যকর কোন উদ্যোগ। অনেক তোড়জোড় করে একটি ড্রোন নামানো হয়েছিল। কয়েকদিন অভিযান চালিয়ে বাড়ির মালিকদের জরিমানা করা হয়। এরপর থেমে যায় মশক নিধন অভিযান। এডিস মশা থেকে রক্ষায় নেই প্রচার-প্রচারণা। সামাজিক সংগঠন আর রাজনৈতিক দলগুলোও এ ব্যাপারে উদাসীন। আর এ সুযোগে ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েই চলেছে। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গতকাল আরো দুই জনের মৃত্যুর খবর দেয়া হয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৭৯ জন। হাসপাতালগুলোতে ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে রোগীর সংখ্যা। সরকারি হাসপাতালগুলোতে শয্যা সঙ্কুলান না হওয়ায় মেঝেতে চলছে ডেঙ্গু রোগীর চিকিৎসা। স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধেরও কৃত্রিম সঙ্কট চলছে। তাতে বিপাকে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বারে রোগীদের ভিড়। ডায়াগনস্টিক সেন্টারগুলোতে রক্তের নমুনা পরীক্ষায় দীর্ঘ লাইন।
সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুলেখা আক্তার নামে এক নারীর গত মঙ্গলবার রাতে মৃত্যু হয়েছে। তার বাড়ি সীতাকু-ে। গত রোববার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুর কারণ হিসেবে এক্সপান্ডেন্ট ডেঙ্গু সিন্ড্রোম উল্লেখ করা হয়েছে। একই রাতে হিরা মিয়া (১৮) নামে আরো এক তরুণের মৃত্যু হয়। তিনিও সীতাকু-ের বাসিন্দা। গত মঙ্গলবার তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। তার মৃত্যুর কারণ হিসেবেও এক্সপান্ডেন্ট ডেঙ্গু সিন্ড্রোম বলা হয়। টানা তিন দিন ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়। চলতি মাসের ২২ দিনে মৃত্যু হয়েছে ২৫ জনের। জুলাই মাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়। তার আগে জুনে ছয় জন এবং জানুয়ারিতে তিন জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ১৩ জন পুরুষ, ১৮ জন মহিলা এবং ১৯ জন শিশু-কিশোর রয়েছে। এ পর্যন্ত আক্রান্ত ৪ হাজার ৯৪৬ জনের মধ্যে পুরুষ দুই হাজার ২৪৪ জন, মহিলা ১ হাজার ৪০৮ জন এবং শিশু ১ হাজার ২৯৪ জন।
মহানগরীর পাশাপাশি জেলার ১৫টি উপজেলাতেও ডেঙ্গুর প্রকোপ অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। তার মধ্যে সীতাকু- উপজেলায় এ পর্যন্ত ৬১৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এছাড়া পটিয়ায় ১১৫, হাটহাজারীতে ১১১, মীরসরাইতে ১০৪, বাঁশখালীতে ১০০, সাতকানিয়ায় ৭০, রাউজানে ৫৮, লোহাগাড়ায় ৪৯, সন্দ্বীপে ৪৬, রাঙ্গুনিয়ায় ৩৬, আনোয়ারায় ৬৯, বোয়ালখালীতে ৩৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়। গত ২৪ ঘণ্টায় ৭৯ জনসহ হাসপাতালে ভর্তি আছেন ২৬৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৪ হাজার ৬৮০ জন।
চলতি আগস্ট মাসে দুই হাজার ১৭০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে জুলাইয়ে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩১১ জন। এছাড়া জানুয়ারিতে ৭৭, ফেব্রুয়ারিতে ২২, মার্চে ১২, এপ্রিলে ১৮, মে মাসে ৫৩ এবং জুনে ২৮৩ জন আক্রান্ত হয়েছেন। ২০২০ সালে চট্টগ্রামে ১৭ জন, ২০২১ সালে ২৭১ জন এবং ২০২২ সালে পাঁচ হাজার ৪৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। ২০২২ সালে ৪১ এবং ২০২১ সালে পাঁচ জনের মৃত্যু হয়েছিল।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
টিউলিপকে বরখাস্তের দাবি ব্রিটেনের বিরোধীদলীয় নেতার
দাবানল থেকে পালিয়ে আসার ‘নারকীয় অভিজ্ঞতা’ লস অ্যাঞ্জেলেসের বাসিন্দাদের
হামাসের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে গাজায় চার ইসরাইলি সেনা নিহত
শতাধিক পণ্য ও সেবায় সরকার ভ্যাট বাড়ানোর পথ বেছে নিলো কেন
আজ বায়ুদূষণের শীর্ষে ঘানার আক্রা, ঢাকার অবস্থান তৃতীয়
ডাকসু নির্বাচন : ছাত্রদলের সঙ্গে শিবির-বৈষম্যবিরোধীদের পাল্টাপাল্টি অবস্থান
লন্ডনে চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে খালেদা জিয়া, অবস্থার দ্রুতই উন্নতি
এবার নির্বাচন কমিশনের ডিসপ্লে বোর্ডে ভেসে উঠল ‘বাংলাদেশ আওয়ামী লীগ’
এবার মার্কিন পণ্যের ওপর ‘প্রতিশোধমূলক’ শুল্ক আরোপের ঘোষণা কানাডার
ফ্রান্সের বিরুদ্ধে আলজেরিয়ার তথ্য বিভ্রান্তির অভিযোগ, কূটনৈতিক উত্তেজনা বাড়ছে
আজ গরম চা দিবস
এলিফেন্ট রোডে ব্যবসায়ীকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কোপ, ভিডিও ভাইরাল
গাজায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার অবিস্ফোরিত বোমা
জ্যাক স্মিথ বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন
তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে
লস অ্যাঞ্জেলেসে দাবানল, আগুনের বিরুদ্ধে দমকল বাহিনীর মরিয়া লড়াই
হাসিনাকে যে কারণে বাংলাদেশের কাছে হস্তান্তর করতেই হবে ভারতকে: তুর্কি গণমাধ্যমের বিশ্লেষণ
সিরিয়ার স্থিতিশীলতা নিয়ে আলোচনায় সউদী আরবে বৈঠক
ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত আরও ৩২, মানবিক সংকট চরমে
চাটমোহর পৌর বিএনপির কাউন্সিলে আরশেদ-তাইজুল-সিন্টু নির্বাচিত