ব্রিকসের পূর্ণাঙ্গ সদস্য পদ পাচ্ছে ৬ দেশ : মিসর, ইথিওপিয়া, ইরান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, সউদী আরব সদস্যপদ পেল

প্রথম দফায় আমন্ত্রণ পেল না বাংলাদেশ

Daily Inqilab হাসান সোহেল, সাউথ আফ্রিকার জোহানেসবার্গ থেকে

২৫ আগস্ট ২০২৩, ১২:১৭ এএম | আপডেট: ২৫ আগস্ট ২০২৩, ১২:১৭ এএম

বহুল প্রত্যাশিত ব্রিকসে যোগদানের প্রথম দফায় আমন্ত্রণ পায়নি বাংলাদেশ। ভারত, রাশিয়া ও চীন সংস্থাটির গুরুত্বপূর্ণ সদস্য থাকায় প্রত্যাশা ছিল দেশ দু’টির কারণে বাংলাদেশকে প্রথম দফায় সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে। কিন্তু সেটা হয়নি। তবে ব্রিকসে সদস্য পদের জন্য আমন্ত্রণ পেয়ে সংস্থাটিতে যোগ দিচ্ছে আরো ৬টি দেশ। ২০২৪ সালের ১লা জানুয়ারি থেকে তাদের সদস্যপদ কার্যকর হবে। এ ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। নতুন সদস্য দেশগুলো হলো মিশর, ইথিওপিয়া, ইরান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত ও সউদী আরব। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের সম্মেলনে রামাফোসা বলেন, ব্রিকস স¤প্রসারণের প্রাথমিক প্রক্রিয়ায় আমরা একমত হয়েছি। আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, ইরান, সউদী আরব ও সংযুক্ত আরব আমিরাতকে পূর্ণাঙ্গ সদস্য করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। তা কার্যকর হবে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে। এবারের ব্রিকস সম্মেলনের সবথেকে গুরুত্বপূর্ণ এজেন্ডাই ছিল এর আকার বৃদ্ধি। এর আগে ২০১০ সালে সর্বশেষ সদস্য যুক্ত হয়েছিল ব্রিকসে। চার দেশ থেকে যাত্রা শুরুর পর ওই বছর জোটটিতে যুক্ত হয় দক্ষিণ আফ্রিকা। দারুণভাবে ব্রিকস সম্মেলন আয়োজন করায় দক্ষিণ আফ্রিকাকে ধন্যবাদ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, প্রেসিডেন্ট রামাফোসা ব্রিকসের স¤প্রসারণসহ অন্যান্য সকল বিষয়ে বিস্ময়কর ক‚টনৈতিক দক্ষতা দেখিয়েছেন।

নতুন সদস্যদেশগুলোকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি অন্য দেশগুলোর সঙ্গেও কাজ করার প্রত্যয় ঘোষণা করেন। নরেন্দ্র মোদী বলেন, এসব দেশের প্রতিটির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, ঐতিহাসিক সম্পর্ক আছে ভারতের। আশা করি সহযোগিতা ও সমৃদ্ধির এক নতুন যুগের জন্য একসঙ্গে কাজ করবো আমরা। নরেন্দ্র মোদি আরো বলেন, ব্রিকসের সদস্য বৃদ্ধিতে পূর্ণ সমর্থন আছে ভারতের। ঐকমত্যের ভিত্তিতে এগিয়ে যাওয়াকে স্বাগত জানায় ভারত। এ সময় তিনি বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান বিশ্ব বাণিজ্য সংস্থাকে সংস্কারের কথাও বলেন।

যুক্তরাষ্ট্রের বাইরে চলমান বিশ্ব ব্যবস্থার ইতি ঘটিয়ে নতুন বিশ্ব ব্যবস্থার যাত্রা শুরু করতে চায় ব্রিকস। এ জন্য পশ্চিমা দেশগুলোর যে আধিপত্য বিরাজ করছে তার বিপরীতে উন্নয়নশীল দেশগুলোর একটি শক্তিশালী অর্থনৈতিক বøক তৈরি করছে ব্রিকস নেতারা। ব্রিকসের সদস্য রাষ্ট্রগুলো মনে করে, সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্বে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিদ্ব›দ্বী না থাকায় দেশটি এর অপব্যবহার করেছে। এখন সেই অবস্থার পরিবর্তন আনতে চায় ব্রিকস। জোটটি এরইমধ্যে ডলারের ওপর নির্ভরশীলতা হ্রাস করতে বড় বড় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, এই সদস্যপদ স¤প্রসারণ ঐতিহাসিক ঘটনা। স¤প্রসারণ ব্রিকস সহযোগিতার জন্য একটি নতুন সূচনা বিন্দু। এটি ব্রিকসকে আরো শক্তিশালী করবে এবং বিশ্বের শান্তি ও উন্নয়নে ব্যাপক ভ‚মিকা রাখবে। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ তার দেশের জন্য ‘একটি দুর্দান্ত মুহ‚র্ত’ বলে অভিহিত করেছেন। ইথিওপিয়া একটি অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ বৈশ্বিক ব্যবস্থার জন্য সকলের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

আন্তর্জাতিক রাজনীতি নিয়ে গবেষণা করেন এমন বিশ্লেষকরা মনে করছেন, মূলত রাশিয়া ও চীনই ব্রিকসকে বড় করতে উঠেপড়ে লেগেছে। রাশিয়া এরইমধ্যে পশ্চিমাদের (যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন) সর্বাত্মক অর্থনৈতিক আগ্রাসনের বিরুদ্ধে লড়ছে। অপরদিকে চীনের সঙ্গেও পশ্চিমাদের দূরত্ব ক্রমশ বাড়ছে। তাইওয়ানসহ বেশ কিছু ইস্যুতে নিকট ভবিষ্যতেই চীনকেও হয়তো রাশিয়ার মতো পশ্চিমাদের মুখোমুখি হতে হবে। তবে সদস্য যুক্ত করা নিয়ে অন্যান্য ব্রিকস দেশগুলো বেশ দ্বিধাবিভক্ত ছিল। রাশিয়া ও চীনের চাপেই তারা ব্রিকসকে বড় করতে রাজি হয়েছে।

জানা যায়, এবার সম্মেলনের আগে ৪০টিরও বেশি দেশ ব্রিকসে যোগদানের আগ্রহ প্রকাশ করেছিল। আর ২৩টি দেশ আনুষ্ঠানিকভাবে যোগদানের আবেদন করেছিল। তবে শেষ পর্যন্ত ৬টি দেশকে ব্রিকসে নেয়া হলো। বাংলাদেশকে প্রথম দফায় বাদ দেয়া হলো। আগে থেকেই ব্রিকস বিশ্বের ৪০ শতাংশ জনসংখ্যার প্রতিনিধিত্ব করছে। বিশ্ব অর্থনীতির এক চতুর্থাংশই ব্রিকস দেশগুলোর। জিডিপির আকারে এরইমধ্যে পশ্চিমা জোট জি-৭ এর সাত দেশকে ছাড়িয়ে গেছে ব্রিকসের পাঁচ দেশ। নতুন সদস্য যুক্ত হওয়ার পর এর অর্থনীতির আকার আরও বড় হলো।

উল্লেখ্য, আগামী বছর রাশিয়ার মস্কোয় ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হবে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

লিটনকে বাদ দেওয়ার যে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

লিটনকে বাদ দেওয়ার যে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

টেকনাফ জিবির অভিযানে ২লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফ জিবির অভিযানে ২লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার

মোংলায় স্কুল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহত

মোংলায় স্কুল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহত

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের এমডি ও পিডিকে অপসারণ সহ ৯ দফা দাবিতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের এমডি ও পিডিকে অপসারণ সহ ৯ দফা দাবিতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন

পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করল বাংলাদেশ

পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করল বাংলাদেশ

ওজন কমাও মাসুদ, না হলে মানুষ মাংস কেটে নেবে!

ওজন কমাও মাসুদ, না হলে মানুষ মাংস কেটে নেবে!

৭৫-এর বীরদের নিয়ে যে বার্তা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন

৭৫-এর বীরদের নিয়ে যে বার্তা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন

সম্মেলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি সভাপতি নিহত

সম্মেলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি সভাপতি নিহত

কিশোরগঞ্জে অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

জামায়াতের ৫-১৫% বেশি ভোট নিয়ে আমার সন্দেহ আছে, যা বললেন ফাহাম

জামায়াতের ৫-১৫% বেশি ভোট নিয়ে আমার সন্দেহ আছে, যা বললেন ফাহাম

বিকাশের দোকানে হামলা করে ১০ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ

বিকাশের দোকানে হামলা করে ১০ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ

ঝালকাঠিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

ঝালকাঠিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

মাগুরায় সরিষা ক্ষেতে মৌমাছির মাধ্যমে মধু আহরণ জনপ্রিয় হচ্ছে

মাগুরায় সরিষা ক্ষেতে মৌমাছির মাধ্যমে মধু আহরণ জনপ্রিয় হচ্ছে

নগরকান্দায় বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত

নগরকান্দায় বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত

হাত বদলে দাম বাড়ে সবজিতে, নিরুপায় ক্রেতা

হাত বদলে দাম বাড়ে সবজিতে, নিরুপায় ক্রেতা

সিরিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির

সিরিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির

না ফেরার দেশে সংগীতশিল্পী স্যাম মুর

না ফেরার দেশে সংগীতশিল্পী স্যাম মুর

এবার বাংলাদেশেও এইচএমপিভি শনাক্ত

এবার বাংলাদেশেও এইচএমপিভি শনাক্ত

৫ আগস্ট থেকে মর্গে কাবিলের লাশ, পরনের কাপড় দেখে শনাক্ত করলেন স্ত্রী

৫ আগস্ট থেকে মর্গে কাবিলের লাশ, পরনের কাপড় দেখে শনাক্ত করলেন স্ত্রী

তথ্যপ্রযুক্তি খাতে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি বেসিসের

তথ্যপ্রযুক্তি খাতে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি বেসিসের