ডেঙ্গুতে একদিনে রেকর্ড ২১ জনের মৃত্যু
০৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম
দেশে ভয়ঙ্কর রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি। রাজধানী ঢাকার পাশাপাশি এখন ঢাকার বাইরে ডেঙ্গুর দাপট বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২১ জনের মৃত্যু হয়েছে। এর আগে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যুর হয়েছিল ১৯ শে জুলাই। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১৮ জনে। এর মধ্যে নারী ৩৬২ জন এবং পুরুষ ২৫৬ জন। মোট মৃত্যুর মধ্যে ঢাকার বাইরে মারা গেছেন ১৬২ জন এবং রাজধানীতে ৪৫৬ জন। গত ২৪ ঘণ্টায় আরো ২ হাজার ৩৫২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শনিবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মূলত করোনা মহামারির মতোই ডেঙ্গু ভয়াবহ রুপ ধারণ করেছে। অথচ ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়র নীরব। দায়িত্বশীলরা ডেঙ্গু নিয়ে তেমন কর্মতৎপরতা চালাচ্ছেন না। এর মধ্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, সরকার প্রতি ডেঙ্গু রোগীর জন্য ৫০ হাজার টাকা করে খরচ করছে। স্বাস্থ্য অধিদপ্তর যেন প্রতিদিন একটি ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু নিয়ে একটি বিজ্ঞপ্তি দেয়ার মধ্যে নিজেদের দায়িত্ব পালন করছে। প্রতিদিন রাজধানী ঢাকার সরকারি হাসপাতাল ছাড়াও পাড়া মহল্লার অলিগলিতে গজিয়ে উঠা শত শত সেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ডেঙ্গু আক্রান্ত রোগীরা চিকিৎসা নিচ্ছেন। কেউ কেউ বেসরকারি হাসপাতালে পরীক্ষা করিয়ে বাসায় চিকিৎসা নিচ্ছেন। এসব খবর সরকারের খাতায় নেই। দুই সিটি কর্পোরেশন এডিস মশা মারতে কথার কামান দাগাচ্ছেন। প্রতিবছর গড়ে একশ কোটি করে টাকা মশা নিধণের লক্ষ্যে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোশেন বাজেটে বরাদ্দ করে থাকে। কিন্তু মশা তার আপন গতিতে বংশ বিস্তার করেই চলছে। ফলে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৩৫২ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৮২ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৩৭০ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২ হাজার ৩৫২ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৬৩২ জনে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৩ হাজার ৯০৩ জন এবং ঢাকার বাইরে ৪ হাজার ৭২৯ জন।
চলতি বছরের এ পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ৬৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতে ৫৯ হাজার ৫৯২ জন এবং ঢাকার বাইরে ৬৮ হাজার ১০২ জন। ভর্তি রোগীর মধ্যে পুরুষ আক্রান্ত ৭৯ হাজার ১৯৪ জন এবং নারী ৪৮হাজার ৫০০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৮ হাজার ৪৪৪ জন।
অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৬ জন এবং মারা গেছেন ৬ জন, ফেব্রুয়ারিতে আক্রান্ত ১৬৬ জন এবং মারা গেছেন ৩ জন। মার্চে ভর্তি রোগীর সংখ্যা ১১১ জন এবং এপ্রিলে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৩ জন এবং মারা গেছেন ২ জন। মে মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬ জন এবং মারা গেছেন ২ জন। জুন মাসে ৫ হাজার ৯৫৬ জন এবং মারা গেছেন ৩৪ জন। জুলাই মাসে শনাক্ত ৪৩ হাজার ৮৫৪ জন এবং মারা গেছেন ২০৪ জন। আগস্ট শনাক্ত ৭১ হাজার ৯৭৬ জন এবং মৃত্যু ৩৪২ জন। ##
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পিলখানা হত্যাকাণ্ড তদন্তে সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের
সন্ত্রাসী হামলায় সিকিউরিটি গার্ড নিহত, আহত ১০
ইবির আইন প্রশাসক হলেন ড. নুরুন নাহার
নাটকীয় জয়ে রংপুরের সাতে সাত
নতুন ফেসবুক পেইজের ঠিকানা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন
ভক্তদের হঠাৎ কি বার্তা দিলেন ঢালিউড কুইন শাবনূর?
পেকুয়ায় ইউপি চেয়ারম্যান কারামুক্ত
ধ্বংস হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের জন্যই ৩১ দফা কার্যকর প্রয়োজন: আমিনুল হক
বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা জানাল ভারত
হাসিনার এপিএস লিকুর ১৫০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, দুদকের ৪ মামলা
মারের কোচিংয়ে জোকোভিচের প্রথম জয়
উত্তরখানে ভূয়া পুলিশ গ্রেফতার
মাত্র ৯৫ দিনে মুহিব্বুল মুরসালিন খানের পবিত্র কুরআন হিফয সম্পন্ন
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
হাজীগঞ্জে ননদ ভাবির ঝগড়া থামাতে গিয়ে বাবার মৃত্যু
মাসরুর আরেফিন পুনরায় সিটি ব্যাংকের এমডি
নতুন বছরে টেকনোর অসাধারণ অফার
‘১৫ জানুয়ারি ফুলতলী ছাহেব কিবলাহ'র ঈসালে সাওয়াব মাহফিল সফল করুন’
মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ
বিদ্যালয়ের পাশে হাসপাতালের আবর্জনা, মালিককে অর্থদণ্ড