পুরো পৃথিবীটাই যেন আমার দিকে তাকিয়ে হাসছে
০৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০২ এএম
আমার স্বপ্নকে ফিরে পেয়েছি। মনে হচ্ছে নতুন পৃথিবী পেলাম। পুরো পৃথিবীটাই আমার দিকে তাকিয়ে হাসছে। নিখোঁজের দুই দিন পর নিজের নবজাতক সন্তানকে ফিরে পেয়ে এভাবেই অনুভূতি প্রকাশ করলেন মা শাহিনা আক্তার।
গত ৩১ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০৬ নম্বর ওয়ার্ডে মায়ের পাশে ঘুমন্ত অবস্থায় তিনদিন বয়সের নবজাতক আব্দুল্লাহ চুরি হয়ে যায়। এরপর দুই দিনের মধ্যে রাজধানী কামরাঙ্গীরচর এলাকা থেকে শাহবাগ থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয়।
চুরি যাওয়া সন্তান কোলে নেয়ার পর তার মায়ের অনুভূতি জানতে চাইলে শাহিনা বলেন, আমার সন্তানকে কোলে নেওয়ার পরপরই আরও মনে হচ্ছিল পুরো পৃথিবীটাই আমার দিকে তাকিয়ে হাসছে। যারা খুঁজে দিয়েছে বিশেষ করে পুলিশসহ সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।
গতকাল রোববার দুপুরে দিকে ১০৬ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায়, উদ্ধার হওয়া নবজাতক আব্দুল্লাহকে কোলে নিয়ে হাস্যোজ্জ্বল অবস্থায় বসে আছে মা শাহিনা। যাকেই দেখছেন তার সঙ্গে মিষ্টি হাসি দিয়ে বলতে থাকেন, আমার কলিজা, আমার স্বপ্ন আমি পেয়েছি।
শিশুটির বাবা হিরন মিয়া বলেন, চুরি হওয়ার পর অনেকেই বলেছে সন্তান ফিরে পাব, আবার অনেকে বলেছে চুরি হলে আর ফিরে পাওয়ার আশা নাই। আমরাও ভেবে নিয়েছিলাম হয়তো সত্যি আর ফিরে পাব না। সন্তান ছাড়াই বাসায় চলে যেতে হবে আমাদের। গত শনিবার রাতে যখন হাসপাতাল থেকে আমার স্ত্রীকে পুলিশ নিয়ে গেলো সন্তান উদ্ধারে সহযোগিতার জন্য, তখন একটু শুনেছিলাম, সন্তানের সন্ধান পাওয়া গেছে। কিন্তু পুরোপুরি বিশ্বাস হচ্ছিল না। রোববার ফজরের নামাজের পর যখন সন্তান এবং সন্তানের মাকে পুলিশ হাসপাতালে নিয়ে আসল তখন আমার চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না। আমার কি যে আনন্দ হচ্ছিল! বলার মত না।
এদিকে বাচ্চা উদ্ধারের সংবাদে ছড়িয়ে পড়লে ঢাকা মেডিকেল হাসপাতালে অনেকের মাঝে স্বস্তি ফিরে আসে। কারণ এই চুরির ঘটনায় হাসপাতাল প্রশাসন থেকে সবার ওপরে অনেক চাপ বিরাজ করছিল বলে একটি সূত্র দাবি করেছে।
ঢাকা মেডিকেল হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, রাতে জানতে পেরেছি চুরি যাওয়া শিশুটিকে পুলিশ উদ্ধার করেছে। খুব আনন্দের সংবাদ ব্যক্তিগতভাবে আমিও খুব দুঃখিত ছিলাম। কারণ কোনো মায়ের কোল খালি হোক এটা কেউ চায় না। তিনি বলেন, আমি আবারও বলছি চুরি হওয়ার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীতে যতরকম সহযোগিতা করা দরকার সব রকম সহযোগিতা আমাদের হাসপাতাল থেকে করা হয়েছে।
এদিকে রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদ বলেন, চুরি যাওয়ার ঘটনায় নুসরাত শম্পাসহ একই পরিবারের ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এই শম্পাও হাসপাতালে একটি সন্তান জন্ম দিয়েছেন। ১০৬ নম্বর ওয়ার্ডের চুরি যাওয়া নবজাতকটি পাশের বিছানায় ছিলেন তিনি। হিরন-শাহিনা দম্পতি তাদের সন্তান চুরির বিষয়ে প্রথম থেকেই তাকে সন্দেহ করেছিলেন। পুরো বিষয়গুলো তদন্ত করা হচ্ছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- নুসরাত শম্পা ও তার স্বামী নাজমুল হোসেন তুষার, শাশুড়ি নাহার বেগম ও ননদ নাদিরা ওরফে খুরশিদা। গত শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে সরাসরি শিশু চুরির ঘটনায় তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত ২৮ সেপ্টেম্বর শাহিনার পুত্র শিশুর জন্ম হয়। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হওয়ায় বুকের দুধ পান করাতে পারছিলেন না মা শাহিনা। পাশের ওয়ার্ডে ছিলেন শম্পা। তার সন্তান ছিলো আইসিইউতে ভর্তি ছিল। এসময় শাহিনার নবজাতককে দুগ্ধ পান করাতে এগিয়ে আসেন শম্পা। আর দুগ্ধ পান করানোর ফাঁকে গত ৩১ আগস্ট নিজের শিশুকে আইসিইউতে রেখে শাহিনার সন্তান নিয়ে পালিয়ে যান শম্পা।
গতকাল রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, শম্পার শিশুটির বেঁচে থাকার নিশ্চয়তা না থাকায় তিনি শাহিনার নবজাতকটিকে চুরি করেন। এরপর শিশুটিকে নিয়ে আজিমপুর এলাকায় স্বামী তুষারের হাতে তুলে দিয়ে ফের হাসপাতালের বেডে এসে শুয়ে থাকেন। আর তুষার শিশুটিকে তাদের বাসায় নিয়ে যায়। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখে শম্পা নবজাতকটিকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছেন। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে চুরির বিষয়টি স্বীকার করে। শম্পা সিজারের রোগী। তিনি অসুস্থ থাকায় থানা পুলিশের হেফাজতে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
শীত আসতেই রাজনগরে শুরু হয়েছে নাচ-গান আর জুয়ার আসর
বিজিবি দিনাজপুর সেক্টরের উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ
বুড়িচংয়ে কাকদী নদীর পাড় কাটায় বাধঁ ভাঙ্গার আশঙ্কা বিরাজমান
বীজ সরবরাহে প্রতারণা উপরে সুন্দর গাছে আলু ফলন নেই
১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর
ভারতের মহাকুম্ভ মেলায় পবিত্র নদীতে স্নানের মহোৎসব , আধ্যাত্মিকতার মহাযজ্ঞ
কলাপাড়ায় বিএনপি'র দপ্তর সম্পাদকের বাসায় চুরি
কালীগঞ্জে ঐতিহ্যবাহী জামাই মেলায় মানুষের ঢল
রাজউক উত্তরা জোনাল অফিস স্থানান্তর আদেশের প্রতিবাদে মানববন্ধন
নিষিদ্ধ সংগঠন সহ-সভাপতি সজল ১ দিনের রিমান্ডে
কুলাউড়ায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ট্রাম্পের শপথের আগে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার
টেকনাফের কৃতিসন্তান সাইফুল্লাহকে পুলিশের এআইজি পদে পদায়ন
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেল ফরিদপুরের চার আলেম
টিকটক কিনছেন না মাস্ক, জল্পনা উড়াল চীনা সংস্থা
সাতক্ষীরায় নববধূকে নির্যাতন করে হত্যা! স্বামী আটক
ফরিদপুরে চুরি করতে গিয়ে দেখে ফেলায় বাড়ির কেয়ারটেকারকে হত্যা : গ্রেপ্তার ৩
হাজীগঞ্জে বিভিন্ন দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক
৪৩ বছর বয়সে ক্রিকেটে ফিরছেন অ্যান্ডারসন
ইসরায়েলে হুথি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র হামলায় ১১ জন আহত