চট্টগ্রামে পৃথক ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী ও প্রবাসী খুন
১৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম
চট্টগ্রাম নগরীর খুলশী ও জেলার বাঁশখালী উপজেলায় পৃথক ঘটনায় এক তরুণ ও এক প্রবাসী খুন হয়েছেন।
কিশোর গ্রুপের বিরোধের জের ধরে এলোপাতাড়ি ছুরিকাঘাতে নগরীতে তরুণ খুন হন। শুক্রবার রাতে খুলশী থানার পাহাড়তলী ওয়ার্ডের সেগুনবাগান ক্যান্টিনগেট এলাকায় এ খুনের ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান সুজন (২০) ওই এলাকার বাসিন্দা। সে নগরীর কাট্টলী মোস্তাফা হাকিম ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরে।
নগর পুলিশের উপ কমিশনার (উত্তর) মোখলেছুর রহমান সাংবাদিকদের বলেন, নিহত সুজন এবং তাকে যে ছুরিকাঘাত করেছে উভয়ে পূর্বপরিচিত এবং সমবয়সী বন্ধু। তাদের মধ্যে পূর্বশত্রুতা ছিল। এর জের ধরেই এ হত্যাকা- ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি।
স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় উঠতি বয়সের কিশোর-তরুণদের দু’গ্রুপের মধ্যে দ্বন্দ্বের জেরে এ হত্যাকা- ঘটেছে। এদের মধ্যে একটি অংশ উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ও নগর যুবলীগের সহ-সভাপতি ওয়াসিম উদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
খুলশী থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, ছুরিকাঘাতে আহত সুজনকে সোহান নামে তার এক বন্ধু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কী কারণে হত্যাকা- ঘটেছে সেটা আমরা খতিয়ে দেখছি। সোহানকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে বাঁশখালীর বিরোধপূর্ণ জমিতে ধান রোপণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বাহারছড়া ইউনিয়নের চাপাছড়ি গ্রামের দুলা মিয়া (৬০) মারা গেছেন। গতকাল শনিবার ভোর ৪টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত দুলামিয়া চাপাছড়ি গ্রামের মৃত আবুল খাইরের ছেলে। দীর্ঘদিন প্রবাসে থাকার পর সম্প্রতি তিনি দেশে ফেরেন বলে জানা গেছে। এর আগে শুক্রবার দুপুর ২টায় দুই পক্ষের সংঘর্ষে দুলামিয়া গুরুতর আহত হন। তাকে প্রথমে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, বাহারছড়া ইউনিয়নের চাপাছড়ি গ্রামে দুলামিয়াদের সঙ্গে হেলাল উদ্দিনদের জমি দখল নিয়ে বিরোধ চলে আসছিল। এই নিয়ে প্রসাশন ও আদালতে বিচারাধীন রয়েছে। গত ৮ সেপ্টেম্বর দুপুরে ধান রোপণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ ঘটনায় দুই পক্ষের ১০-১২ জন আহত হন। পাল্টাপাল্টি মামলা দায়েরও হয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কিশোরগঞ্জে ভূয়া মানবাধিকার চক্রের ৯ সদস্য আটক
ভারতের বক্তব্যে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র প্রতিক্রিয়া
লক্ষ্মীপুরে জামায়াত নেতা ফয়েজ হত্যা : শেখ হাসিনাসহ ৪১ জনের নামে ট্রাইব্যুনালে অভিযোগ
ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক বালিতে বায়ু দূষণ, অতিষ্ঠ জনসাধারণ
‘কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে নিজেদেরকে মর্যদাশীল করা সম্ভব’
ডা. ফয়েজ হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
সাইফের শরীরে একাধিক অস্ত্রোপচার, ডাকাত সন্দেহে আটক ৩
জুলাই গণঅভ্যুত্থানের শহীদের গেজেট প্রকাশ
টুইটারের পর এবার টিকটক কিনছেন মাস্ক?
বর্ধিত ১৫% ভ্যাট প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে রেস্তোরা মালিক সমিতির মানববন্ধন
গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সউদী আরব
সংখ্যালঘু শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার
বাম চোখের পরিবর্তে ডান চোখে অপারেশন, চিকিৎসক গ্রেফতার
টিউলিপকে দুর্নীতিবাজ বলে আখ্যা দিলেন ইলন মাস্ক
এনআইডি স্বরাষ্ট্রে নেওয়ার আইন বাতিল করতে প্রস্তাব
প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে না এলডিপি
ফুডি অ্যাপে ডোমিনোজের পিৎজা অর্ডার করলেই ৪০% ছাড়!
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলায় গ্রেপ্তার নিয়ে যা জানালেন দুই উপদেষ্টা
ভোরে মিলল রাস্তার পাশে শিশু সাফওয়ানের লাশ
রেস্তোরাঁ, ওষুধ ও আইএসপিতে ভ্যাট আরোপ থেকে পিছিয়ে আসতে পারে সরকার