পি কে হালদারের কুমির খামার বিক্রি
১৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম
বাংলাদেশের বহুল আলোচিত আর্থিকখাতের শীর্ষ জালিয়াত প্রশান্ত কুমার হালদারের মালিকানাধীন একটি কুমিরের খামার বিক্রি করেছে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। ময়মনসিংহের ভালুকায় প্রায় ১৩ দশমিক ৮ একর জমির উপর প্রতিষ্ঠিত কুমিরের খামারটি সম্প্রতি এক নিলামে প্রায় ৩৮ কোটি টাকায় কিনেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উদ্দীপন’। কোম্পানির মতে, খামারটিতে বর্তমানে প্রায় ২ হাজার ৫০০ কুমির রয়েছে। ২০০৩ সালে রেপটাইলস ফার্ম লিমিটেড নামে দেশে প্রথমবারের মতো কুমির খামার প্রতিষ্ঠা করেন উদ্যোক্তা মুশতাক আহমেদ। প্রাথমিক উদ্দেশ্য ছিল, কুমিরের চামড়া রফতানি করা। ২০১৩ সালে পিকে হালদার ও তার সহযোগীরা মুশতাকের কাছ থেকে খামারটি কিনে নেন। ২০১৪ সালে খামারটি কুমিরের চামড়া রফতানি শুরু করে। একজন লেখক হিসেবে পরিচিত মুশতাক আহমেদ ফেসবুকে সরকার-বিরোধী লেখা পোস্ট করার অভিযোগে’ ২০২০ সালের মে মাসে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে গ্রেপ্তার হন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে গাজীপুরের কাশিমপুর কারাগারে হেফাজতে থাকা অবস্থায় তিনি মারা যান।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় অভিযুক্তদের একজন পিকে হালদার। জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন এবং অর্থ পাচারে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বর্তমানে, তিনি পলাতক। এ মামলায় আরও ১৪ জনকে আসামি করা হয়েছে।
ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমান বলেন, আমাদের ঋণ পুনরুদ্ধারের প্রচেষ্টার অংশ হিসেবে রেপটাইলস ফার্মের নিলাম করা হয়েছিল। খামারটি অধিগ্রহণের জন্য নিলামের সময় উদ্দীপন সর্বোচ্চ দরের প্রস্তাব দেয়।
তিনি বলেন, বকেয়া ঋণের পরিমাণ অনেক বেশি হলেও খামারটি প্রায় ৩৮ কোটি টাকায় বিক্রি হয়েছে, যা বেশ আশানুরূপ একটি দাম।
উদ্দীপনের একজন কর্মকর্তা খামারটি অধিগ্রহণের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা বর্তমানে নিলামের অর্থ পরিশোধের প্রক্রিয়ার মধ্যে আছি। নিয়ম অনুযায়ী মালিকানা হস্তান্তর করা হবে। ইউনাইটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস ফর প্রোগ্রামড অ্যাকশন, উদ্দীপন ১৯৮৪ সালে বিভিন্ন উন্নয়ন উদ্যোগের মাধ্যমে দুর্বল মানুষের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন বৃদ্ধির উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে উদ্দীপন পল্লী অ্যাম্বুলেন্স, কৃষি পাঠশালা, পাখি পল্লী, বীজ বল রোপণ, পারিবারিক চাষ, নারী-বান্ধব মডেল ফার্মেসি ইত্যাদির মতো নানা উদ্যোগ নিয়ে বিভিন্ন সামাজিক প্রকল্পে সক্রিয়ভাবে জড়িত।
৪ কোটি টাকার সম্পদ বন্ধক রেখে ৫৭ কোটি টাকা ঋণ
২০১৩ সালে কুমিরের খামারটি অধিগ্রহণের পর পিকে হালদার ও তার সহযোগীরা কুমির উৎপাদন সম্প্রসারণের জন্য একটি উদ্যোগ শুরু করেন। এই প্রচেষ্টার অংশ হিসেবে তারা ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে ৫৭ দশমিক ৮৭ কোটি টাকা ঋণ নেয়। এক্ষেত্রে রেপটাইল ফার্মের ১৩ দশমিক ৪০ একর জমি জামানত হিসেবে ব্যবহার করে তারা। ২০১৫ ও ২০১৬ সালে খামারের নামে এই ঋণ বাড়ানো হয়।
ইন্টারন্যাশনাল লিজিং সূত্রে জানা গেছে, ঋণের জামানত হিসেবে ব্যবহৃত বন্ধকী জমির বিক্রয়মূল্য ছিল ৪ কোটি ২৮ লাখ টাকা। বর্তমানে বকেয়া ঋণ প্রায় ১০৮ কোটি টাকা; এটি এখন খেলাপি অবস্থায় রয়েছে। ২০১৯ সাল থেকে ফার্মের ব্যবস্থাপনায় থাকা ব্যক্তিদের অনুপস্থিতির কারণে বকেয়া ঋণ পুনরুদ্ধার করতে পারছিল না ইন্টারন্যাশনাল লিজিং। তাছাড়া সময়ের সাথে সাথে খামারে কুমিরের সংখ্যা কমেছে, যা মূলত অব্যবস্থাপনার কারণে কুমিরের খাদ্য ঘাটতি এবং ফার্মের আর্থিক সঙ্কটের সাথে জড়িত।
ইন্টারন্যাশনাল লিজিংয়ের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ পরিস্থিতি মোকাবেলায় ছয় সদস্যের একটি পরিচালনা পরিষদ গঠন করেছে। বর্তমানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কুমির বিশেষজ্ঞ এনাম হক ফার্মের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মশিউর রহমান বলেন, নতুন বোর্ড কাজ শুরুর পর থেকে খাদ্য নিরাপত্তা, নিবিড় পরিচর্যা এবং কুমিরের আধুনিক চিকিৎসার ক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছে এবং তা সফলভাবে বাস্তবায়নও করেছে। এছাড়া উন্নত প্রযুক্তিগত পদ্ধতি গ্রহণের ফলে কুমিরের প্রজনন ক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নতুন বোর্ড আসার আগে খামারটিতে ১ হাজার ৭৩০টি কুমির ছিল; এখন আছে ২ হাজার ৪৫৮টি বলে উল্লেখ করেন তিনি।
রেপটাইলস ফার্ম
২০০৪ সালে মালয়েশিয়া থেকে আমদানিকৃত ৭৫টি কুমির নিয়ে প্রতিষ্ঠিত হয় রেপটাইলস ফার্ম লিমিটেড। ফার্মের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুসারে, কুমিরের প্রজনন মৌসুমে প্রতি বছর কৃত্রিম উপায়ে প্রায় ১০০টি কুমিরের বাচ্চা উৎপাদন করে। বিভিন্ন জিনিস যেমন ব্যাগ, বেল্ট, জুতা তৈরিতে ব্যবহার করা হয় কুমিরের চামড়া। এছাড়া এর হাড় সুগন্ধি তৈরিতে ব্যবহৃত হয়, দাঁত ব্যবহৃত হয় গয়না এবং অন্যান্য বিলাসবহুল পণ্য তৈরিতে। এ প্রাণীর পেটের দিকের চামড়া প্রতি সেন্টিমিটার বিক্রি হয় ১৫ ডলারে। এমনকি কুমিরের গোশত প্রতি কেজি ৪০ ডলার থেকে ৫০ ডলার পর্যন্ত দামে বিদেশে রফতানি ও বিক্রি করা হয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
দেশের মানুষ আর ভোট বিহীন সরকার দেখতে চায় না - আবুল কালাম আজাদ সিদ্দিকী
সর্বদলীয় সভায় অংশগ্রহণে এখনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি
কিশোরগঞ্জে ভূয়া মানবাধিকার চক্রের ৯ সদস্য আটক
ভারতের বক্তব্যে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র প্রতিক্রিয়া
লক্ষ্মীপুরে জামায়াত নেতা ফয়েজ হত্যা : শেখ হাসিনাসহ ৪১ জনের নামে ট্রাইব্যুনালে অভিযোগ
ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক বালিতে বায়ু দূষণ, অতিষ্ঠ জনসাধারণ
‘কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে নিজেদেরকে মর্যদাশীল করা সম্ভব’
ডা. ফয়েজ হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
সাইফের শরীরে একাধিক অস্ত্রোপচার, ডাকাত সন্দেহে আটক ৩
জুলাই গণঅভ্যুত্থানের শহীদের গেজেট প্রকাশ
টুইটারের পর এবার টিকটক কিনছেন মাস্ক?
বর্ধিত ১৫% ভ্যাট প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে রেস্তোরা মালিক সমিতির মানববন্ধন
গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সউদী আরব
সংখ্যালঘু শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার
বাম চোখের পরিবর্তে ডান চোখে অপারেশন, চিকিৎসক গ্রেফতার
টিউলিপকে দুর্নীতিবাজ বলে আখ্যা দিলেন ইলন মাস্ক
এনআইডি স্বরাষ্ট্রে নেওয়ার আইন বাতিল করতে প্রস্তাব
প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে না এলডিপি
ফুডি অ্যাপে ডোমিনোজের পিৎজা অর্ডার করলেই ৪০% ছাড়!
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলায় গ্রেপ্তার নিয়ে যা জানালেন দুই উপদেষ্টা