পুলিশের গুলিতে গুলিবিদ্ধ যুবক হাসপাতালে
১৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম
রাজধানীর ডেমরায় পুলিশের ছোড়া গুলিতে এক যুবক আহত হয়েছে। গুলিবিদ্ধ ওই যুবকের নাম মিনহাজিন আবেদীন (২৭)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব শনিবার বলেন, শুক্রবার রাত ১০টায় আড়াইহাজার এলাকায় একটি ডাকাতির ঘটনা ঘটে। পরে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ডাকাতির ঘটনায় জড়িত সজীব নামের এক ব্যক্তি ডেমরার বামৈল এলাকায় অবস্থান করছে। পরে রাত ৪টার দিকে ডেমরা থানা পুলিশকে জানিয়ে সজীবকে গ্রেপ্তার করতে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
তিনি দাবি করেন, পুলিশ ঘটনাস্থলে সজীবসহ অন্যরা পুলিশকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। পুলিশ তখন আত্মরক্ষার্থে একটি গুলি করলে সেটি বাড়ির মালিকের ছেলে মিনহাজিন আবেদীনের পায়ে লাগে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। মিনহাজিন আবেদীনের ‘স্বভাব-চরিত্র ভালো নয়’ এমন দাবি করে পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, তিনি মাদক সেবন করেন।
জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা বলেন, আড়াইহাজার থানাধীন ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে শুক্রবার রাত ১০টার দিকে মাহবুব নামের এক ব্যক্তির মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। এ ছাড়া একই এলাকায় আহসান নামের এক ব্যক্তির দামি মুঠোফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ দুটি ঘটনা তদন্ত করতে গিয়ে সজীব নামের এক ব্যক্তির জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। তখন তাকে ধরতে ডেমরার বামৈল এলাকায় অভিযানে গেলে পুলিশ সদস্যদের ওপর রড, দাবঁটি দিয়ে হামলা করেন হাসিবুল, নাইম ও মিনহাজিন। আত্মরক্ষার জন্য পুলিশ রাবার বুলেট ছুড়লে মিনহাজিন গুলিবিদ্ধ হন। হাসিবুল ও নাইমকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মিনহাজিন বলেন, ১০ দিন আগে সজীব নামের ওই ব্যক্তি তাদের বাসা ভাড়া নেন। গভীর রাতে বাসায় পুলিশ আসার পর তিনি বাসা থেকে বের হওয়ার চেষ্টা করেন। তখন পুলিশ গুলি করে। সেটি তার ঊরুতে লাগে।
মিনহাজিনের স্ত্রী বৃষ্টি আক্তার বলেন, তার স্বামী মাদক সেবনসহ কোনো ধরনের অপরাধমূলক কর্মকা-ের সঙ্গে জড়িত নন। তার শ্বশুর আমেরিকায় থাকেন। ডেমরা থানার ওসি শফিকুর রহমান বলেন, শুক্রবার দিবাগত রাতে ডেমরা এলাকায় নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাপুলিশ আসামি গ্রেপ্তারের সময় একজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানতে পেরেছেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সর্বদলীয় সভায় অংশগ্রহণে এখনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি
কিশোরগঞ্জে ভূয়া মানবাধিকার চক্রের ৯ সদস্য আটক
ভারতের বক্তব্যে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র প্রতিক্রিয়া
লক্ষ্মীপুরে জামায়াত নেতা ফয়েজ হত্যা : শেখ হাসিনাসহ ৪১ জনের নামে ট্রাইব্যুনালে অভিযোগ
ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক বালিতে বায়ু দূষণ, অতিষ্ঠ জনসাধারণ
‘কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে নিজেদেরকে মর্যদাশীল করা সম্ভব’
ডা. ফয়েজ হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
সাইফের শরীরে একাধিক অস্ত্রোপচার, ডাকাত সন্দেহে আটক ৩
জুলাই গণঅভ্যুত্থানের শহীদের গেজেট প্রকাশ
টুইটারের পর এবার টিকটক কিনছেন মাস্ক?
বর্ধিত ১৫% ভ্যাট প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে রেস্তোরা মালিক সমিতির মানববন্ধন
গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সউদী আরব
সংখ্যালঘু শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার
বাম চোখের পরিবর্তে ডান চোখে অপারেশন, চিকিৎসক গ্রেফতার
টিউলিপকে দুর্নীতিবাজ বলে আখ্যা দিলেন ইলন মাস্ক
এনআইডি স্বরাষ্ট্রে নেওয়ার আইন বাতিল করতে প্রস্তাব
প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে না এলডিপি
ফুডি অ্যাপে ডোমিনোজের পিৎজা অর্ডার করলেই ৪০% ছাড়!
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলায় গ্রেপ্তার নিয়ে যা জানালেন দুই উপদেষ্টা
ভোরে মিলল রাস্তার পাশে শিশু সাফওয়ানের লাশ