জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
১৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় অবৈভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের পর নিখোঁজ হয়েছেন মিজানুর রহমান (৫০)। তার পরিবারের দাবি, গরু আনতে গিয়ে বিএসএফের সদস্যরা তাকে গুলি করে হত্যা করেছে। শুক্রবার রাতে ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণগঞ্জ থানার নোনাগঞ্জ সীমান্তে ওই ঘটনাটি ঘটে বলে সূত্র জানিয়েছে। নিহত মিজানুর রহমান জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রামের ক্যাম্পপাড়ার আয়ুব আলীর জামাতা এবং ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার শেখ পাড়ার নবিছদ্দীনের ছেলে। বিয়ের পর তিনি শ্বশুর বাড়িতে থাকতেন। তার লাশ ভারতের কৃষ্ণনগর মহকুমা হাসপাতাল মর্গে রাখা হয়েছে ।
সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন জানান, মিজানুর রহমান কিছুদিন ধরে ভারতীয় গরু অবৈধভাবে আনা-নেয়ার সঙ্গে জড়িত ছিল। এছাড়াও তিনি সাম্প্রতিক সময়ে অবৈধভাবে মানুষ পারাপারের কাজও করত। গত বুধবার রাত ৮টার দিকে তিনি নিজে এবং তার সহযোগী কয়কেজন অবৈধভাবে ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণগঞ্জ থানার নোনাগঞ্জ সীমান্তে যান। সেখান থেকে ফেরার সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়েন। এতে তিনি মারা গেছেন বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে।
নিহত মিজানের স্ত্রী নাসিমা খাতুন বলেন, ভারতে যাওয়ার জন্য ওই দিন রাতে বেনীপুর গ্রামের মধু মন্ডলের ছেলে বাদল, আরিফের ছেলে জীবন ও কাওসার আলীর ছেলে ফারুক হোসেন তাকে বাড়ী থেকে ডেকে নিয়ে যায়। পরে তারা ফিরে আসলেও তার স্বামী মিজান ফিরে আসেনি। তার সঙ্গে থাকা বাদল তাকে বলেছে, তাদের বিএসএফ তাড়া করেছিল। সে সময় তারা চলে আসলেও মিজান আসতে পারেনি। বৃহস্পতিবার সকালে তারা তাকে ২ হাজার টাকা দিয়ে বলে, মিজান ফিরে আসবে। চিন্তার কোন কারন নেই। এই টাকা দিয়ে বাজার করে খাও। মিজান ভারতে তার মামার বাড়ী আছে, সুযোগ পেলেই চলে আসবে। কিন্তু তারা আমার স্বামীর সঙ্গে কথা বলাচ্ছে না। শুক্রবার বাদল বলে, ভারতে তার মামার বাড়ীতে মিজান নেই, সেটা আমরা পরে শুনেছি। শনিবার সকাল থেকে শোনা যাচ্ছে আমার স্বামী ভারতে মারা গেছেন। তবে একটি সূত্র থেকে জানা গেছে, মিজানের লাশ ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগর মহকুমা হাসপাতাল মর্গে রাখা আছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ এস.এম.জাবীদ হাসান জানান, মিজানুর রহমানের স্ত্রী থানায় এসে মৌখিকভাবে জানিয়েছেন তার স্বামীকে পাওয়া যাচ্ছে না। তবে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন বলে জানান।
এ ব্যাপারে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেনেন্ট কর্নেল মাসুদ পারভেজ জানান, শনিবার বেলা ১১টার সময় এক মহিলা মৌখিকভাবে তার স্বামী নিখোঁজের বিষয়টি তাদের কাছে জানিয়েছেন। এরপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) কাছে চিঠি দেয়া হয়েছে। তাতে জানতে চাওয়া হয়েছে- তারা কোনো বাংলাদেশিকে গুলি করেছে কি না ? বিএসএফের কাছ থেকে জানার পর আমরা বিষয়টি নিশ্চিত হতে পারবো। #
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
সিংগাইরে ভোক্তা অধিকারের অভিযানে অর্থদন্ড
ঢাকায় পাহাড়ি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
গোড়ারকান্দা দরবার শরীফের ওয়াজ মাহফিল ১৭-১৮ জানুয়ারি
সাটুরিয়ায় ৭০ কেজি জাটকা জব্দ করে এতিমখানায় বিতরন, দুই বিক্রেতাকে জরিমানা
মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি সাহাদত হোসেনের ইন্তেকাল
দুর্বার রাজশাহীকে বিসিবির কড়া বার্তা
কুষ্টিয়া সীমান্তে উদ্ধার ভূখণ্ডে সীমান্ত পিলার স্থাপন করবে বিজিবি
চীনের আধিপত্য রুখতে ট্রাম্পের পদক্ষেপ
সর্বদলীয় সভায় অংশ নিবেন বিএনপির সালাউদ্দিন আহমেদ
নারীর সঙ্গে মদ্দপ অবস্থায় পুলিশ-আ.লীগ ডান্স পার্টি ভাইরাল, ভিডিওতে যা আছে?
আশুলিয়ায় হিজড়াদের অশ্লীল মেলা বন্ধের দাবীতে এলাকাবাসীর গণসাক্ষর
কুতুবউদ্দিন আহমেদ বাংলাদেশে পূর্ব তিমুরের অনারারি কনসাল হিসেবে সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন
১৭ বছর পর কারামুক্ত বাবর
রোববার কার্যকর হবে গাজা যুদ্ধবিরতি চুক্তি, জানালেন কাতারের প্রধানমন্ত্রী
এবার ৩০ যুদ্ধবন্দির বিনিময়ে ২৪৬৬ সেনা ফেরত পেল রাশিয়া
দেশের মানুষ আর ভোট বিহীন সরকার দেখতে চায় না - আবুল কালাম আজাদ সিদ্দিকী
সর্বদলীয় সভায় অংশগ্রহণে এখনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি
কিশোরগঞ্জে ভূয়া মানবাধিকার চক্রের ৯ সদস্য আটক
ভারতের বক্তব্যে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র প্রতিক্রিয়া
লক্ষ্মীপুরে জামায়াত নেতা ফয়েজ হত্যা : শেখ হাসিনাসহ ৪১ জনের নামে ট্রাইব্যুনালে অভিযোগ