দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন নয়
১৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। তারা ২০১৮ সালে নির্বাচনে রাতে দিনের ভোট বাক্সে ডুকিয়ে সরকার গঠন করেছে এটা সকলের কাছে সম্পূর্ণ পরিস্কার। তাহলে কিভাবে সরকারকে বৈধ সরকার বলা যায়। এ সরকার একপ্রকার অবৈধ সরকার। তিনি বলেন, এ অবৈধ সরকারের অধীনে সংখ্যাঘরিষ্ট সংসদ সদস্যদেরকে নিয়ে যে সংবিধানের ধারা পরিবর্তন করে জাতীয় সরকারের নির্বাচন,তত্ত্ববধায়ক সরকারের নির্বাচন বলেন সব বাদ দিয়ে দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে তার যে রুপরেখা তৈরি করেছিল। আমরা আপনাদের অধীনে ২০১৪-১৮ সালের নির্বাচন দেখেছি। কিন্তু এ নির্বাচন কি বাংলাদেশে স্বচ্ছ হয়েছে,দুর্নীতিমুক্ত হয়েছে? যদি নাই হয়ে থাকে তাহলে আপনি আবার বারবার বলছেন ২৩ সালের শেষ ২৪ সালের প্রথমে জাতীয় নির্বাচন আপনারা করতে চান বা দলীয় সরকারের অধীনে স্বচ্ছ নির্বাচন করবেন এটা সম্পূর্ণ ধোঁকাবাজি অযৌক্তিক কথা। গতকাল সোমবার বাদ আছর ফেনী ঐতিহাসিক মিজান ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন।
পীর সাহেব বলেন, দেশের টাকা পাচার করে কানাডায় আজ বেগম পাড়া তৈরি করেছেন। গোটা বিশ্বের ব্যাংকের ভিতরে যতটাকা রাখা হয়েছে, বাংলাদেশ টাকা রাখার বিষয়ে প্রথম হয়েছে। এ টাকা আমাদের বাংলাদেশের জনগণের কষ্টার্জিত সম্পদ। সেই সম্পদ আপনারা দেশ থেকে পাচার করে বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। আপনারা এখন উন্নয়নের কথা বলছেন বেশ ভালো কথা। আপনারা যদি উন্নয়ন করেই থাকেন তাহলে ছোট্ট একটা নির্বাচন দেয়ার ব্যাপারে আপনাদের এত গড়িমসি কেন অনিহা কেন? তিনি আরো বলেন,আপনারা সামনে নির্বাচনকে কেন্দ্র করে মানুষ খুন করার পরিবেশ তৈরি করছেন,কারাগারে ডুকাবার পথ তৈরি করছেন। আমরা বলতে চাই,জাতীয় সরকারের অধীনে যদি জাতীয় নির্বাচন দেয়া হয়,যদি আপনারা ভালো কাজ করে থাকেন তাহলে জনগণ আপনাদেরকে ভোট দেবে। আপনারা ক্ষমতায় যাবেন এতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের এ ন্যায্য দাবি,আমাদের এ যৌক্তিক দাবি হচ্ছে জাতীয় সরকারের অধীনে নিরপেক্ষ স্বচ্ছ জাতীয় একটি নির্বাচন আমরা চাইতেছি। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে আমরা যাবো না।
বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে বর্তমান সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন, অথর্ব প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন, দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি রোধ করে জনদুর্ভোগ লাঘবের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সভাপতি মাওলানা নুরুল করিমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁইয়াার সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। এতে আরো উপস্থিত ছিলেন, মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, আলহাজ জান্নাতুল ইসলাম, মাওলানা খলিলুর রহমান, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় নেতা মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক অসহায় হতদরিদ্র প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ
শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
কুষ্টিয়ায় চালের বাজার মনিটরিংয়ে ডিসি
১৯ জানুয়ারি ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সম্মেলন সফলের আহ্বান
ঘোষণাপত্রকে কেন্দ্র করে যেন ফাটল সৃষ্টি না হয় : সালাহউদ্দিন
জুলাই-আগস্ট নৃশংসতা: জাতিসংঘে পূর্ণাঙ্গ তথ্য পাঠিয়েছে সরকার
ইসলামি আদর্শের প্রতি বিদ্বেষ রেখে কোন দল ক্ষমতার চিন্তা করতে পারবে না: এএমএম বাহাউদ্দীন
দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে পদোন্নতি
বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে সৈয়দপুরে রেস্তোরাঁ মালিকদের মানববন্ধন
ব্যর্থ ও দুর্নীতিবাজদের ক্ষমতায় চায় না: ইসলামী আন্দোলন
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
চাঁদাবাজির তকমা থেকে পরিবহন সেক্টরকে বের হতে হবে : শিমুল বিশ্বাস
ফরিদপুরের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হলেন জাফর ইকবাল
প্রথম ম্যাচের অর্থ পুরস্কার দাবানলে ক্ষতিগ্রস্তদের দিলেন ফ্রিটজ
শুধু ঘোষণাপত্র নয়, ১৬ বছরের আন্দোলনের স্বীকৃতি চায় ১২ দলীয় জোট
‘আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস’ হতে হবে সংবিধানের অন্যতম মূলনীতি - খেলাফত মজলিস
পাহাড় কাটা মনিটরিংয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করার উদ্যোগ নিয়েছে সরকার : রিজওয়ানা হাসান
মেট্রোরেলের শুক্রবারের সময়সূচি পরিবর্তন
লৌহজংয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নবাব সলিমুল্লাহ অসংখ্য নেতা তৈরির মৌলিকক্ষেত্র সৃষ্টি করেছেন : বাংলাদেশ মুসলিম লীগ