যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কেরটানাপোড়েন নেই
২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন আশাবাদ ব্যক্ত করে বলেছেন যে, যুক্তরাষ্ট্র ছাড়াও জাতিসংঘের স্থায়ী সদস্য দেশগুলো এবারের সাধারণ অধিবেশনে যোগ না দিলেও ৭৮তম অধিবেশন সফল হবে। এজন্য বাংলাদেশ সকল দেশের সাথে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করছে। কেননা, বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে এবারের অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জন্য তো বটেই।
ড. মোমেন আরো বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কোন টানাপোড়েন নেই, বরং শেখ হাসিনার সরকারের সাথে ‘সম্পর্ককে আরো গভীর করতে চান জো বাইডেন। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে সরকার সব পদক্ষেপই নিচ্ছে। রাতের ভোট হওয়ার মতো অভিযোগ আর হতে দেয়া হবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘে যোগদান ও কর্মকান্ড নিয়ে নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ম্যানহাটানের লটে নিউইয়র্ক প্যালেস-এর একটি কক্ষে আয়োজিত সাংবাদিকদের ব্রিফিংকালে উপরোক্ত কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা এ হোটেলেই অবস্থান করছেন। সংবাদ সম্মেলনে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আব্দুল মুহিতসহ মিশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, বিশ্বস্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডা. আধানম গ্যাব্রিয়াসুর সাথে বৈঠকের মধ্য দিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘের সাধারণ অধিবেশনের কর্মকান্ড শুরু হয়েছে। বৈঠকে জানানো হয় যে, প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) বাংলাদেশে কমিউনিটি হেলথ কমপ্লেক্স তৈরি করেছেন। এগুলোর ফলে আমাদের দেশের স্বাস্থ্যখাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রের মধ্যে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়া অন্য দেশগুলোর রাষ্ট্রপ্রধান এবারের অধিবেশনে যোগ না দেয়ায় ৭৮তম অধিবেশন কতটুকু সফল হবে- ইনিকিলাব প্রতিনিধির এমন এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, প্রশ্নটি গুরুত্বপূর্ণ। তবে আমরা আশাবাদী যে, অধিবেশন সফল হবে। বাংলাদেশ সকল দেশের সাথে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করছে। তবে বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে যে অবিশ্বাস আর বিভেদ-দূরত্ব বাড়ছে তা দূর হওয়া দরকার।
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে উল্লেখ করে ড. মোমেন বলেন, এজন্য সরকার প্রয়োজনীয় সকল প্রস্তুতি নিচ্ছে। ভোট কারচুপি কমিয়ে আনতে কম্পিউটারাইজ ভোটার আইডি করা হচ্ছে। যাতে নাম ও ছবি থাকবে এবং ভোট দিতে গেলে তা দেখা যাবে। এতে একজনের ভোট আরেকজন দিতে পারবে না।
অপর এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, যুক্তরাষ্ট্র আমাদের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে যে, এটির কিছুটা অপব্যবহার হচ্ছে। সুতরাং, আমরা এটি নিয়ে কাজ করেছি। যুক্তরাষ্ট্রের ভিসা নীতি সম্পর্কে ড. মোমেন বলেন, যারা নির্বাচন বানচাল করবে তাদের জন্যই যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি ঘোষণা করেছে।
উল্লেখ্য, ‘বিশ্বাস, পুনর্গঠন ও বিশ্ব সংহতির পুনরুদ্ধার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার থেকে নিউইয়র্কে আন্তর্জাতিক এই সংস্থাটির সদর দফতরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক। এদিন ব্রাজিলের প্রেসিডেন্টের বক্তব্যের মাধ্যমে শুরু হবে প্রেসিডেন্টশিয়াল ইভেন্ট। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখবেন ২২ সেপ্টেম্বর শুক্রবার। এছাড়াও ২২ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় ম্যানহাটনের ম্যারিয়ট মার্কাস হোটেলের বলরুমে নিউয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর সম্মানে আয়োজিত প্রবাসী নাগরিক সংবর্ধনা সভায় যোগ দেবেন শেখ হাসিনা।
এবারের অধিবেশনে আন্তর্জাতিক উন্নয়ন ও জলবায়ু ইস্যুর পাশাপাশি ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইস্যু প্রাধান্য পাবে। আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সাধারণ সভার আলোচনা। অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের দেড় শতাধিক রাষ্ট্র ও সরকার প্রধান যোগ দিলেও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রের মধ্যে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যোগ দিচ্ছেন এই অধিবেশনে। এবার আসছেন না চীন, রাশিয়া, ফ্রান্স ও যুক্তরাজ্যের সরকার প্রধানগণ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ফরিদপুরে প্রিন্সিপালের ওপর অতর্কিত হামলা
‘সম্মিলিতভাবে কাজ করলে পুলিশের প্রতি জনগণের পূর্ণ আস্থা ফিরে আসবে’
অসহায় শীতার্তদের মাঝে রূপালী ব্যাংকের কম্বল বিতরণ
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই: ফখরুল ইসলাম
মীরসরাইয়ে অবৈধ বেহুন্দি ও মশারি জাল জব্দ
গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের চিত্র প্রদর্শনী করছে তরুণ কলাম লেখক ফোরাম
মারা গেলেন আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী
নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড
ফ্যাসিস্ট হাসিনার দোসর ১৩ হত্যার নির্দেশদাতা নাসিমের খুঁটির জোর কোথায়?
যে কারণে ছাত্রদের ঘোষণাপত্র দিতে মানা করেছিলেন ড. ইউনূস
মানিকগঞ্জে এলজিইডির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
বাংলাদেশে কখনো স্বৈরাচারের শাসন জনগণ মেনে নিবেনা: আমিনুল হক
প্রতিনিয়ত মোশাররফ করিমের থেকে শিখি: মম
অবৈধ ৭টি কয়লা তৈরির চুল্লি গুড়িয়ে দিয়েছে বরগুনার জেলা প্রশাসন
ময়মনসিংহে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের লটারি অনুষ্ঠিত
পাঠ্যবইয়ে শহীদ আবু সাঈদের মৃত্যুর ভুল তারিখ সংশোধন, জড়িতদের শোকজ
টাঙ্গাইল হাসপাতালে চোর সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা
স্থানীয় খেলোয়াড়দের পারফরমেন্স এবারের বিপিএলকে জাঁকজমক করেছে: আশরাফুল
কুয়েট ১ম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বিরলে বিরল প্রজাতির লক্ষীপেঁচা উদ্ধার