পরস্পরের কূটনীতিককে বহিষ্কার করল অটোয়া-দিল্লি
২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৫ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৫ এএম
ব্রিটিশ কলাম্বিয়ায় জনপ্রিয় শিখ নেতা হারদীপ সিং নিজ্জার হত্যার পেছনে ভারত সরকারের হাত থাকতে পারে বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দেশটির গোয়েন্দা সংস্থার হাতে এ সংক্রান্ত তথ্য রয়েছে বলে জানান তিনি। এ নিয়ে দু’দেশের কূটনীতিককে পাল্টাপাল্টি বহিষ্কার করেছে কানাডা ও ভারত। এ অভিযোগ তদন্তের পরিপ্রেক্ষিতে কানাডা ভারতের যে কূটনীতিককে বহিষ্কার করেছে তিনি কানাডায় ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান ছিলেন। এদিকে কূটনৈতিক দ্বন্দ্বের জেরে গতকাল কানাডার একজন শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করেছে নয়াদিল্লি।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, কানাডার সঙ্গে দিন দিন ভারতের সম্পর্ক অবনতির দিকেই যাচ্ছে। চলতি সপ্তাহেই মোদি সরকারের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিতের ঘোষণা দেয় কানাডা। সেই ক্ষত এখনও সারেনি। এরইমধ্যে এবার ভারত সরকারকে নিয়ে অভিযোগ করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
জাস্টিন ট্রুডো বলেন যে, এটি ‘অগ্রহণযোগ্য’ এবং কানাডার পররাষ্ট্রমন্ত্রী বলেন যে, অটোয়া একজন শীর্ষ ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করেছে। গত কয়েক সপ্তাহ ধরে, কানাডিয়ান নিরাপত্তা সংস্থাগুলো সক্রিয়ভাবে ভারত সরকারের এজেন্ট এবং একজন কানাডিয়ান নাগরিক হরদীপ সিং নিজার হত্যার মধ্যে সম্ভাব্য যোগসূত্রের বিশ্বাসযোগ্য অভিযোগগুলো অনুসরণ করছে। কানাডার মাটিতে একজন কানাডিয়ান নাগরিককে হত্যার সাথে বিদেশি সরকারের যেকোন সম্পৃক্ততা আমাদের সার্বভৌমত্বের অগ্রহণযোগ্য লঙ্ঘন। সম্ভাব্য সবচেয়ে জোরালো শর্তে, আমি ভারত সরকারকে এ বিষয়টির গভীরে যাওয়ার জন্য কানাডাকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি, আমরা কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ বরদাস্ত করব না। এবং ফলস্বরূপ আজ থেকে আমরা কানাডা থেকে একজন শীর্ষ ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করেছি।
সংবাদমাধ্যম সিএনএন ও এনডিটিভি জানিয়েছে, কানাডায় ভারতের এক শীর্ষ কূটনীতিককে বহিষ্কারের জেরে কানাডার সিনিয়র কূটনীতিককে বহিষ্কার করেছে ভারত। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আগামী পাঁচ দিনের মধ্যে বহিষ্কৃত কানাডার কূটনীতিককে ভারত ত্যাগ করার জন্য বলা হয়েছে।’
মঙ্গলবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আমরা কানাডার পার্লামেন্টে তাদের প্রধানমন্ত্রীর বক্তব্য দেখেছি এবং এটিকে প্রত্যাখ্যান করছি। এছাড়া কানাডার পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যও প্রত্যাখ্যান করছি আমরা।’ বিবৃতিতে বলা হয়, ‘কানাডায় যেকোনো ধরনের সহিসংতায় ভারত সরকারের সংশ্লিষ্টতার দাবি অদ্ভুত এবং উদ্দেশ্যপ্রণোদিত।’
পার্লামেন্টে দেয়া এক বক্তব্যে ট্রুডো বলেন, ব্রিটিশ কলাম্বিয়ায় জনপ্রিয় শিখ নেতা হারদীপ সিং নিজ্জার হত্যার পেছনে ভারত সরকারের হাত থাকতে পারে। এ সংক্রান্ত নথি দেশটির গোয়েন্দা সংস্থাগুলোর হাতে এসেছে বলেও উল্লেখ করেন তিনি। একইসঙ্গে, কানাডার ভেতর নিজ নাগরিকের হত্যার পেছনে বিদেশি কোনো সরকার জড়িত থাকলে তা দেশটির সার্বভৌমত্ব বিরোধী কর্মকা- হিসেবে বিবেচিত হবে বলেও মন্তব্য করেন ট্রুডো।
পার্লামেন্টে তিনি আরো বলেন, সম্প্রতি ভারতে অনুষ্ঠিত জি২০ সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইস্যুটি নিয়ে আলোচনা করেছেন। ট্রুডো আশা করেন ভারত সরকার এ বিষয়ে তাদেরকে সহায়তা করবে। চলতি বছরের জুনে ব্রিটিশ কলাম্বিয়ায় একটি শিখ উপাসনালয়ের সামনে গুলি করে হত্যা করা হয় হারদীপ সিং নিজ্জাকে। কানাডায় থাকা ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন খালিস্তান টাইগার ফোর্সের প্রধান তিনি। ভারতীয় গণমাধ্যম বলছে, দীর্ঘদিন ধরে হারদীপকে খুঁজছিল ভারতের গোয়েন্দারা। তার বিরুদ্ধে ভারতে সন্ত্রাসী কর্মকা- ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ রয়েছে। এমনকি তার মাথার দাম ১০ লাখ রুপি পর্যন্ত ঘোষণা করেছিল ভারত সরকার। সূত্র : নিউইয়র্ক টাইমস ও বিবিসি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বিএনপিকে আরও সুসংগঠিত করতে হবে: ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
নওফেল পরিবারের ২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ
ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন
গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ফরিদপুরে প্রিন্সিপালের ওপর অতর্কিত হামলা
প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিটি গঠিত
‘সম্মিলিতভাবে কাজ করলে পুলিশের প্রতি জনগণের পূর্ণ আস্থা ফিরে আসবে’
অসহায় শীতার্তদের মাঝে রূপালী ব্যাংকের কম্বল বিতরণ
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই: ফখরুল ইসলাম
মীরসরাইয়ে অবৈধ বেহুন্দি ও মশারি জাল জব্দ
গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের চিত্র প্রদর্শনী করছে তরুণ কলাম লেখক ফোরাম
মারা গেলেন আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী
নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড
ফ্যাসিস্ট হাসিনার দোসর ১৩ হত্যার নির্দেশদাতা নাসিমের খুঁটির জোর কোথায়?
যে কারণে ছাত্রদের ঘোষণাপত্র দিতে মানা করেছিলেন ড. ইউনূস
মানিকগঞ্জে এলজিইডির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
বাংলাদেশে কখনো স্বৈরাচারের শাসন জনগণ মেনে নিবেনা: আমিনুল হক
প্রতিনিয়ত মোশাররফ করিমের থেকে শিখি: মম
অবৈধ ৭টি কয়লা তৈরির চুল্লি গুড়িয়ে দিয়েছে বরগুনার জেলা প্রশাসন