লজ্জা পাই দেশের কিছু উচ্ছিষ্টভোগী সম্পাদক-সাংবাদিকের কর্মকান্ডে
২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৬ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৬ এএম
দেশের কিছু প্রভাবশালী সাংবাদিক ও সম্পাদক সরকারের জুলুম, অত্যাচার নির্যাতন ও গণতন্ত্র হত্যাযজ্ঞকে সমর্থন করছেন বলে অভিযোগ তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কয়েকটি প্রভাবশালী পত্রিকা ও টিভি চ্যানেলের সরকারকে তোষামোদীর ভুমিকার চিত্র তুলে ধরে বলেছেন, রাষ্ট্র এখন অত্যাচার-নির্যাতনের কারখানা হয়ে গেছে। অথচ বড় বড় পত্রিকা ও চ্যানেলের সম্পাদকরা তারা আজ কী ভূমিকা পালন করছেন? তারা দেশের পরিস্থিতি সম্পর্কে জানার পরও যা করছেন তাতে আমরা লজ্জা পাই। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ওই সব পত্রিকা ও টিভি চ্যানেলের সম্পাদক-সাংবাদিকরা দেশের পরিস্থিতি আমাদের চেয়ে কম জানেন না। আমি লজ্জা পাই যখন টিভিতে দেখি তাদের প্রতিথযশা সম্পাদক ও সাংবাদিক প্রতিষ্ঠানে কর্মকর্তারা তারা যখন ভয়াবহ অত্যাচার নির্যাতন ও গণতন্ত্র হত্যাযজ্ঞের সমর্থন করে কথা বলেন। এটাই এখন হয়েছে, হচ্ছে। আমাদের (বিএনপি) নেতাদের হত্যা করা হয়েছে। গুম করা হয়েছে। ৬৪৮ জনকে গুম করা হয়েছে। সহস্রাধিক মানুষকে হত্যা করেছে। সম্পাদক মাহমুদুর রহমানকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। শফিক রেহমানকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। দেশে আছেন এমন অনেক সম্পাদককে কারাগারে থাকতে হয়েছে। অত্যাচার নির্যাতন এমন একটা পরিস্থিতিতে চলে গেছে এখান থেকে বেরিয়ে আসার জন সবাইকে এক সাথে কাজ করতে হবে। বার বার বলছি তাই জতীয় ঐক্যের দরকার।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অপ্রিয় হলেও সত্য রাষ্ট্র এখন অত্যাচার-নির্যাতনের কারখানা হয়ে গেছে। গণতন্ত্র নির্বাসনে। দেশ এখন ঘোর অন্ধকারে। সরকার এই রাষ্ট্রের তিনটি স্তম্ভই দখল করে নিয়েছে। রাষ্ট্রই জনগণকে নির্যাতন করছে। বাংলাদেশের আত্মাকে ধ্বংস করে দিয়েছে সরকার। তিনি বলেন, গণমাধ্যম এখন দুটি ভাগে বিভক্ত। এক ভাগ বর্তমান সরকারের উচ্ছিষ্টভোগী। আরেক ভাগ গণমাধ্যমের স্বাধীনতার জন্য সংগ্রাম করছেন। যাঁরা সংগ্রাম করছেন, তারা নানাভাবে নিষ্পেষিত। একটার পর একটা মামলা দিয়ে প্রতিহত করা হচ্ছে।
সংবাদকর্মীরা এখন নিজেরাই সেলফ সেন্সরশিপ (স্ব-আরোপিত নিয়ন্ত্রণ) করছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় পিছিয়েছে শতাধিকবার। সাংবাদিকদের গুম করে কয়েক মাস পরে ফেরত দেওয়া হচ্ছে। প্রথিতযশা সাংবাদিকদের গণতন্ত্র হত্যাকারীদের সমর্থনে কথা বলতে দেখলে লজ্জা লাগে।
বর্তমান সরকারকে ‘দানব’ উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, জাতীয় ঐক্য দরকার। ঘরে বসে থাকার সময় নেই। রাজপথে নেমে জনগণকে সঙ্গে নিয়ে এই দানবকে নামাতে হবে। অত্যাচার-নির্যাতন এখন এমন পর্যায়ে গেছে, সবাই মিলে একজোটে লড়াই না করলে কীভাবে বের হব, আমি নিজেও বুঝতে পারি না।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আছেন। গুরুতর অবস্থা। অন্য রাজনৈতিক নেতারা আজ আমাদের সঙ্গে শরিক হয়েছেন। সবাই কিন্তু আজ এগিয়ে এসেছেন। সুতরাং ঘরে বসে থাকার সময় নেই।
ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএফইউজের (একাংশ) সভাপতি এম আবদুল্লাহ, মহাসচিব নুরুল আমিন রোকন, সাবেক মহাসচিব এম এ আজিজ, রুহুল আমিন গাজী, ডিইউজের সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান সাজু, কবি আবদুল হাই শিকদার, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ ও ইলিয়াস খান প্রমুখ উপস্থিত ছিলেন। ##
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জুলাই বিপ্লবে আহত ১৪ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে : পররাষ্ট্র মন্ত্রণালয়
আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ পদে এখনো ভারতীয়রা
ভারতে নির্যাতনের ভিডিও বাংলাদেশের সা¤প্রতিক ঘটনা হিসেবে প্রচার
দাদাবাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে বালুদস্যুদের গুলিবর্ষণ
নরসিংদীতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন
রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
রাজবাড়ীতে আ.লীগ দুই নেতা কারাগারে
কমলগঞ্জে ৮২ শতক সরকারি খাস জমি উদ্ধার
প্রিমিয়ার ভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন চসিক মেয়র
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
বিএনপি নেতা কায়কোবাদের দারুল উলূম হাটহাজারীসহ বিভিন্ন মাদরাসা পরিদর্শন
মাদারীপুরে পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত
গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন
নওফেল পরিবারের ২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ
নিজ বাড়িতে ক্ষতিগ্রস্ত বন্ধুদের থাকার ব্যবস্থা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
ট্রাভেল ব্যান্ড হ্যালির ধুমকেতুর দুই গান