পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে ৫১তম জশনে জুলুস ২৮ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৯ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৬ এএম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে চট্টগ্রামে ৫১তম ঐতিহাসিক জশনে জুলুস আগামী ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট আয়োজিত এ র্যালিতে এবার অর্ধ কোটি ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা। জুলুসে নেতৃত্ব দেবেন দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোটের হুজুর সৈয়দ মুহাম্মদ তাহের শাহ (ম.জি.আ.)। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাজ্জাদানশিন পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (ম.জি.আ.) ও শাহজাদা আল্লামা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ (ম.জি.আ.)।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনজুমান ট্রাস্টের সেক্রেটারী জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন জুলুসের যাবতীয় প্রস্তুতি তুলে ধরেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, এ জুলুস এখন এখন চট্টগ্রামের ঐতিহ্যে রূপ নিয়েছে। মানুষ চায় জুলুস বিশ্ব ঐতিহ্য হিসেবে স্থান পাবে। গিনেজ বুক অব ওয়ার্ল্ডে স্থান পেলে চট্টগ্রামও সম্মানিত হবে। তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
এবার জুলুস জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন আলমগীর খানকাহ-এ কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়া থেকে সকাল ৮টায় শুরু হবে। বিবিরহাট, মুরাদপুর, মির্জাপুল, কাতালগঞ্জ, চকবাজার অলিখাঁ মসজিদ, প্যারেড মাঠের পশ্চিম পাশ হয়ে, চট্টগ্রাম কলেজ, গণি বেকারি, খাস্তগীর স্কুল, আসকার দীঘি, কাজীর দেউড়ি, আলমাস, ওয়াসা, জিইসি, দুই নম্বর গেইট হয়ে জামেয়া মাদরাসা মাঠে (জুলুস ময়দান) মাহফিলে মিলিত হবে। সেখানে জোহরের নামাজের পর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আনজুমান ট্রাস্টের অ্যাডিশনাল সেক্রেটারি মো. শামসুদ্দিন, গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, জামেয়ার প্রিন্সিপাল আল্লামা আবদুল আলিম রিজভি, পরিচালনা পর্ষদ সভাপতি আবু ইয়াহিয়া মো. মহসিন, গাউসিয়া কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার, নগর সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ, উত্তর জেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মাস্টার হাবিব উল্লাহ, ট্রাস্টের কর্মকর্তা মো. মাহবুবুল আলম, এনামুল হক বাচ্চু, জুলুস মিডিয়া কমিটির কো-অর্ডিনেটর দিলশাদ আহমেদ, আবু তালেব বেলাল প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯৭৪ সালের ১২ রবিউল আউয়াল বাংলাদেশে প্রথম জুলুসের সূচনা হয় আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহর (রহ.) দিক-নির্দেশনায়। চট্টগ্রামের বলুয়ার দীঘির পাড় খানকাহ থেকে আনজুমানের তৎকালীন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নূর মোহাম্মদ আলকাদেরির নেতৃত্বে জুলুসটি বের হয়েছিল। আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ.) চট্টগ্রামে জুলুসের নেতৃত্ব দেন ১৯৭৬ সালে। সেই থেকে ১৯৮৬ সাল পর্যন্ত তার নেতৃত্বে জুলুস জনসমুদ্রে রূপ নিতে থাকে। ১৯৮৭ সাল থেকে তিনি আর বাংলাদেশে আসেননি। তখন থেকে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন সৈয়দ মুহাম্মদ তাহের শাহ। এটি তার নেতৃত্বে ৩৫তম এবং আনজুমান ট্রাস্টের ৫১তম আয়োজন।
প্রতিবারের মত এবারও আগামী ২৫ সেপ্টেম্বর সোমবার ঢাকায় জশনে জুলুস অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৯টায় মুহাম্মদ জয়েন্ট কোয়ার্টারস্থ কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদরাসা প্রাঙ্গণ থেকে জুলুসে নেতৃত্ব দেবেন আল্লামা তাহের শাহ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জুলাই বিপ্লবে আহত ১৪ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে : পররাষ্ট্র মন্ত্রণালয়
আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ পদে এখনো ভারতীয়রা
ভারতে নির্যাতনের ভিডিও বাংলাদেশের সা¤প্রতিক ঘটনা হিসেবে প্রচার
দাদাবাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে বালুদস্যুদের গুলিবর্ষণ
নরসিংদীতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন
রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
রাজবাড়ীতে আ.লীগ দুই নেতা কারাগারে
কমলগঞ্জে ৮২ শতক সরকারি খাস জমি উদ্ধার
প্রিমিয়ার ভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন চসিক মেয়র
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
বিএনপি নেতা কায়কোবাদের দারুল উলূম হাটহাজারীসহ বিভিন্ন মাদরাসা পরিদর্শন
মাদারীপুরে পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত
গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন
নওফেল পরিবারের ২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ
নিজ বাড়িতে ক্ষতিগ্রস্ত বন্ধুদের থাকার ব্যবস্থা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
ট্রাভেল ব্যান্ড হ্যালির ধুমকেতুর দুই গান