বিদ্যুতের অধিগ্রহণকৃত জমি যাচ্ছে সৌরবিদ্যুতে
২৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম
আগামী ২০৪১ সালের মধ্যে ৪০ ভাগ ক্লিন এনার্জি থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বায়ুবিদ্যুৎ, বর্জ্যবিদ্যুৎ, জলবিদ্যুৎসহ অন্যান্য নবায়নযোগ্য জ্বালানি থেকেও বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম শুরু করা হচ্ছে। ২০৩০ সালে সোলার থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। এ কারণে কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রর নামে অধিগ্রহণ করা জমি সৌর বিদ্যুৎ উৎপাদনে কাজে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ইতোমধ্যে বিদ্যুৎ বিভাগ এবং ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্সের (আইএসএ) মধ্যে কান্ট্র্রি পার্টনারশিপ এগ্রিমেন্ট (সিপিএ) চুক্তি সই করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের পক্ষে চুক্তিতে সই করেন বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান এবং আইএসএর পক্ষে সই করেন এর মহাপরিচালক অজয় মাথুর। আইএসএর সহযোগিতায় সৌর বিদ্যুৎ প্রকল্পগুলো, পাইলট প্রকল্পগুলো নির্ধারিত সময়েই সাফল্যের মুখ দেখবে। রুফটপ সোলারকে উৎসাহিত করতে নেট মিটারিং গাইডলাইন প্রণয়ন করা হয়েছে। কৃষিতেও সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ বাড়ানো নেয়া হচ্ছে।
দেশে দেড় লাখ মেগাওয়াট বায়ু ও ১ লাখ ৯১ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস (আইইইএফএ) বাংলাদেশের বিদ্যুৎ খাতের ওপর এক প্রতিবেদন প্রকাশ করেছে। সৌরবিদ্যুৎ উৎপাদনের ব্যয়ও কমছে। জাতিসংঘের পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল রিনিউবেল এনার্জি এজেন্সির (আইআরইএনএ) এক প্রতিবেদনে বলা হয়, সৌরবায়ুবিদ্যুতের উৎপাদন ব্যয় বছরে গড়ে ১৩ শতাংশ হারে কমছে। বর্তমানে বিশ্বে সৌরবিদ্যুতের উৎপাদন ব্যয় ইউনিটপ্রতি ৫ টাকা ৭৮ পয়সা। অবশ্য বাংলাদেশে তা সাড়ে ৮ টাকার মতো।
এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ইনকিলাক বলেন, বাংলাদেশ কার্বন নিঃসরণকে বিশেষ গুরুত্ব দিয়েছে। ২০৪১ সালের মধ্যে ৪০ ভাগ ক্লিন এনার্জি থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সোলার থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। তিনি বলেন, সৌর প্রকল্পগুলোতে দ্রুত সাফল্য পেতে প্রয়োজন প্রযুক্তি ও অর্থায়ন। নবায়নযোগ্য ও ক্লিন জ্বালানিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সোলার রুফটপ বা ভাসমান সোলার প্রকল্পের চ্যালেঞ্জগুলো চিহ্নিত করা হয়েছে। সোলারের ব্যবহার বাড়ানোর জন্য রোডম্যাপ প্রণয়ন করে সে অনুযায়ী কাজ করা হবে।
জানা গেছে, চুক্তির আওতায় সোলার রোডম্যাপ প্রণয়ন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটকে ২ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন ১২টি ট্রলি মাউন্টেড সোলার ইরিগেশন সিস্টেম প্রদান, ২ কিলোওয়াট ক্ষমতার ১২টি পোর্টেবল সোলার প্যাডি থ্র্যাশার এবং ১.৫ কিলোওয়াট ক্ষমতার সোলার ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট সরবরাহ, ২২ কিলোওয়াট ক্ষমতার ২টি রুফটপ সোলার স্থাপন এবং যে কোনো একটি রেলওয়ে প্ল্যাটফর্মে রুফটপ সোলার প্রকল্প স্থাপন, ফ্লোটিং সোলার প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি সম্পাদন ও ফ্লোটিং সোলার প্রকল্প স্থাপনে সহায়তা করবে। প্রকল্পের আওতায় পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রনাধীন ২টি ম্যানুয়াল স্লুইচ গেটকে ফ্লোটিং সোলারের মাধ্যমে অটো স্লুইচ গেটে রূপান্তর, প্রয়োজনীয় মানবসম্পদ উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধি, তথ্য বিনিময় এবং সর্বোত্তম অনুশীলনকে উৎসাহিত করা, মানসম্পন্ন সৌরপণ্যের প্রসার, প্রযুক্তিগত এবং অর্থনৈতিক সক্ষমতা সুদৃঢ়করণ এবং উদ্ভাবনী প্রযুক্তি স্থাপনের জন্য একটি সৌর প্রযুক্তি অ্যাপ্লিকেশন রিসোর্স সেন্টার স্থাপন ও অপারেশনে সহায়তা করবে আইএসএ।
৮ হাজার একর জমির মধ্যে এলএনজি টার্মিনাল এবং মাতারবাড়ী ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র ছাড়া বাকি জমি পড়ে রয়েছে। সব মিলিয়ে এখানে ৬ হাজার একর জমি সৌর বিদ্যুৎ উৎপাদনের জন্য পাওয়া যাবে। সরকার চাইলে এখানে অন্তত ২ হাজার ৪০০ মেগাওয়াটের সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে পারবে। তবে বিষয়টি কতটা কারিগরিভাবে যথাপোযুক্ত সেই বিবেচনা করা হচ্ছে। কারণ একবারে একটি জায়গা থেকে এত বিপুল পরিমাণ বিদ্যুতের উৎপাদন কমে গেলে তা গ্রিডের ওপর কী প্রভাব ফেলবে সে বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। এছাড়া পটুয়াখারীর পায়রায় দুটি ১৩২০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কথা ছিল। কিন্তু শেষে সুন্দরবনের কথা চিন্তা করে সরকার দ্বিতীয় প্রকল্প থেকে সরে আসে। এতে করে সেই জায়গাটিও ফাঁকা পড়ে রয়েছে। এদিকে কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রর নামে অধিগ্রহণ করা জমি এবার সৌর বিদ্যুৎ উৎপাদনের জন্য দেওয়ার ছেড়ে দেয়া হচ্ছে। এ প্রক্রিয়া দ্রুত করতে চায় সরকার। কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রর জন্য অধিগ্রহণ করে রাখা জমি সৌর বিদ্যুৎ উৎপাদনে ছেড়ে দেওয়া হচ্ছে। কক্সবাজারের মাতারবাড়ী ও বাগেরহাটের রামপালে ইতোমধ্যে কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রের জন্য অধিগ্রহণ করে রাখা জমি সৌর বিদ্যুৎ উৎপাদনে ব্যবহারের জন্য ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ মন্ত্রণালয় ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) থেকে এ তথ্য জানা গেছে। সরকার সৌর বিদ্যুতের উৎপাদন বৃদ্ধির চেষ্টা করছে। এজন্য সব চাইতে বড় সমস্যা জমির সংস্থান করা। কিন্তু সরকারের হাতেই অধিগ্রহণ করা কয়েক হাজার একর জমি রয়েছে যেগুলো ব্যবহার করে সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা যায়। কক্সবাজারের মহেশখালীতে পিডিবি ও সিঙ্গাপুর যৌথ উদ্যোগে ১ হাজার ২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র তৈরির পরিকল্পনা নেয়। একই এলাকায় পিডিবি নিজেও ১৩২০ মেগাওয়াটের আরও একটি কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়। এছাড়া পিডিবি ও টিএনবি মালয়েশিয়া যৌথ উদ্যোগে ১ হাজার ২০০ মেগাওয়াট, পিডিবি, সিএইডিএইচকে ও চীনের যৌথ উদ্যোগে ১ হাজার ২০০ মেগাওয়া, বিপিডিবি ও কেপকো, কোরিয়া জয়েন্ট ভেঞ্চারে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কথা ছিল। পিডিবি সবগুলো প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ মূলধনী কোম্পানিও গঠন করেছিল। এজন্য মহেশখালীতে ৮ হাজার একর জমি অধিগ্রহণ করা হয়েছিল। জমি এখন পড়ে রয়েছে। কয়লাচালিত বিদ্যুৎ প্রকল্প বাতিল করায় ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগ চলে গেছে। সরকার জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির চেষ্টা করছে।
বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা ইনকিলাবকে জানান, জমি অধিগ্রহণ করাই রয়েছে। ইতোমধ্যে সরকার বিষয়টি চিন্তা করছে কীভাবে এই জমি ব্যবহার করা যায়। কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়নি। সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানি এই প্রকল্পগুলো নির্মাণ করবে নাকি পিডিবি আগে যাদের সঙ্গে যৌথমূলধনী কোম্পানি করেছে তারাই প্রকল্প নির্মাণ করবে সে বিষয়ে সিদ্ধান্ত হলেই বিপুল পরিমাণ জমি ব্যবহার করা হবে। ইতোমধ্যে সউদী আরব এবং চীনের কয়েকটি প্রতিষ্ঠান দেশে সৌর বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। সরকারের কাছে তারা প্রকল্প নির্মাণের চন্য জমিও চেয়েছে।
##
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
৯ বছর পর দেশে ফিরে স্ত্রীকে পেলেন ঝুলন্ত অবস্থায়
চীনে জন্মহার হ্রাস, অর্থনীতিতে বিপর্যয়ের শঙ্কা
বিএনপিকে ধুয়ে দিলেন সাংবাদিক মাসুদ কামাল
যুক্তরাজ্য-ইউক্রেন ১০০ বছরের ‘যুগান্তকারী’ চুক্তি
লস অ্যাঞ্জেলেসে দাবানল নিয়ন্ত্রণে আসছে, ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশিরাও
কেন চোখের পানি ধরে রাখতে পারেনি ফারিয়া?
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধুর মৃত্যু
তাপমাত্রা কমে বাড়বে শীত
এলএন-এর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ, কলম্বিয়ায় শান্তি আলোচনা বাধাগ্রস্ত
ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি হলেন ইউসুফ হোসেন
ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে পড়েছিল মোটরসাইকেল আরোহীর চূর্ণ-বিচূর্ণ লাশ
জুলাই গণঅভ্যুত্থানের শহীদরাই আজকের বাংলাদেশ- কক্সবাজারে শিল্প উপদেষ্টা
অতিরিক্ত সময়ে এন্দ্রিকের জোড়া গোলে জিতে শেষ আটে রিয়াল
গ্রিক সাইপ্রিয়ট প্রশাসনকে অস্ত্র বিক্রয়ের মার্কিন সিদ্ধান্তে টিআরএনসি-এর ক্ষোভ ও উদ্বেগ
নরসিংদীতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮
পাবনায় জনজীবনে ভয়াবহ হচ্ছে ভার্চুয়াল আসক্তি
মাঝ আকাশে ভেঙে টুকরো ইলন মাস্কের ‘স্টারশিপ’
বাংলাদেশ-ভারতকে অতীত কবর দিয়ে নতুন করে শুরু করতে হবে: সুনন্দা কে দত্ত রায়
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের খসড়া অনুমোদন
সাইফ ইস্যুতে কেজরিওয়ালের বিস্ফোরক মন্তব্য, পাল্টা প্রতিক্রিয়া বিজেপি নেতার