ঢাবির হলে জমে আছে পানি
২৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম
রাজধানীতে টানা বৃষ্টিপাতের কারণে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বিদ্যুতায়িত পানিতে চারজনের মৃত্যুর সংবাদও প্রকাশিত হয়েছে। পানিবদ্ধতা তৈরি হয়েছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়েও। বৃহস্পতিবার বিকেল থেকে টানা বৃষ্টিতে জমে থাকা পানি গতকাল শুক্রবার সন্ধ্যায়ও নামেনি।
গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও শাহনেওয়াজ হল সরেজমিনে দেখা যায়, হলগুলোতে বিদ্যুৎ, বিশুদ্ধ পানি ও খাবার নিয়েও সমস্যায় পড়েছে শিক্ষার্থীরা। হলগুলোর নিচতলায় ও সামনে হাঁটু পানি থাকায় প্রায় দুই হাজার শিক্ষার্থী পানি বন্দী রয়েছে।
বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলেও পানি জমলেও গতকাল বিকেলের মধ্যে প্রায় সব হলের পানি নেমে গেলেও এই তিন হলের পানি নামেনি। বৃহস্পতিবার রাত থেকেই শিক্ষার্থীরা ব্যাপক ভোগান্তিতে পড়েছে। বিদ্যুৎ না থাকায় খাবার, পানিতে সমস্যায় পড়তে হয়েছে শিক্ষার্থীদের।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে টানা বৃষ্টির কারণে হলের নিচতলায় পানি উঠে এই পানিবদ্ধতা ও ভোগান্তির সৃষ্টি হয়। বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণ হওয়ায় রাত ১২টা থেকে বিদ্যুৎহীন অবস্থায় সময় পার করছেন বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থীরা। পাশের হল বঙ্গমাতা হলেও বিদ্যুৎ ছিল না। তবে এই হলের নিচতলায় তুলনামূলক একটু কম পানিবদ্ধতা তৈরি হয়। তবে উভয় হলের সামনে গতকাল সন্ধ্যা পর্যন্ত হাঁটুপানি দেখা যায়।
এ দিকে শিক্ষার্থীদের এই দুর্ভোগেও হল প্রশাসনকে শিক্ষার্থীদের পাশে না পাওয়ার অভিযোগ উঠেছে। পরিস্থিতি জানতে হলের প্রভোস্ট, আবাসিক শিক্ষক ও দায়িত্বরত শিক্ষকদের সাংবাদিকরা ফোন দিলে কথা বলতে রাজি হননি তারা। শিক্ষার্থীরা জানান, রাত ৯টার পর থেকে হলের ভেতরে পানি প্রবেশ শুরু হয়। হলগেটে হাঁটুসমান পানি জমেছে। রাত ১১টায় হলের নিচতলার গণরুমগুলোতে পানি প্রবেশ করতে থাকে। এ সময় হলে অবস্থানরত শিক্ষার্থীরা নিজেদের জিনিসপত্র নিয়ে ওপরের তলায় বন্ধু বা সিনিয়রদের রুমে অবস্থান নেন। বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে বিদ্যুৎবিচ্ছিন্ন থাকায় ভোগান্তির মাত্রা আরও বেড়ে গেছে।
এদিকে টানা বর্ষণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অনেক এলাকাই পানিতে তলিয়ে গেছে। ভিসি চত্বর থেকে নীলক্ষেত রোড, শাহনেওয়াজ হোস্টেল, নিউমার্কেট এলাকা, কলাভবন, সলিমুল্লাহ মুসলিম হল, পলাশী, শহীদুল্লাহ্ হল, কার্জন হলসহ অনেক স্থানেই হাঁটুসমান এবং স্থানভেদে কোমর পর্যন্ত পানি লক্ষ্য করা গেছে। কুয়েত মৈত্রী হল তুলনামূলক নিচু অবস্থানে হওয়ায় বেশি দুর্ভোগের সৃষ্টি হয়েছে। তবে রাত পেরিয়ে দিন হতে কিছু কিছু জায়গার পানি নেমে গেলেও সলিমুল্লাহ মুসলিম হল, কুয়েত মৈত্রী হল ও শাহনেওয়াজ হলের পানি নামেনি।
কুয়েত মৈত্রী হলের আবাসিক শিক্ষার্থীরা বলেন, নিচতলায় সব রুমে পানি ঢুকে গেছে, অফিসরুমেও পানি ঢুকে গেছে, প্রায় হাঁটুসমান পানি, ওয়াশরুমগুলো ডুবে যাওয়ায় নোংরা পানি মিশে গেছে, হলের বৈদ্যুতিক ট্রান্সফরমার ব্লাস্ট হয়ে আগুন লাগায় বিদ্যুৎ অফিসে ফোন করে বিদ্যুৎ লাইন বন্ধ করা হয়েছে, এখন হলে বিদ্যুৎ নেই।
বঙ্গমাতা হলের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাওয়াতুল জান্নাত জানান, লরাত সাড়ে এগারোটার পর থেকে কারেন্ট নাই, কখন আসবে তার কোনো ঠিক নাই। পানি আর কতক্ষণ থাকবে সেইটাও জানিনা। হলে কানায় কানায় পরিপূর্ণ পানিতে। হল থেকে বাইরে যাওয়ার কোনো অবস্থা নাই। কারেন্ট না থাকায় স্বাভাবিকভাবেই লিফটও বন্ধ ফোনে ও চার্জ কম। জীবনের প্রথম এইরকম এক্সপেরিয়েন্স করতেছি। রাতে ঠিক যতটুকু পানি দেখে ঘুমিয়েছিলাম সকালে উঠেও ততটুকুই পানি আছে মনে হচ্ছে। মনে হচ্ছে আমরা কোনো মহাসাগরে একটা বড়ো জাহাজে বসবাস করতেছি যেদিকেই তাকাই সেদিকেই পানি।
পানি অপসারণের ব্যপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাসুদুর রহমান বলেন, জরুরি ভিত্তিতে টেম্পোরারি বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। পানি নিষ্কাশনে সিটি করপোরেশনের তিনটি টিম কাজ করছে কিন্তু পানি সরাবে কীভাবে? প্রথমত, প্রচন্ড বৃষ্টিপাত হয়েছে, প্রায় ১১৩ মিলিমিটার। এই সিজনে দুই-তিন ঘন্টায় এত বৃষ্টি কখনো হয় নি। দ্বিতীয়ত, এই পানিগুলো যে সরবে কোথায় সরবে? নিচু এলাকাগুলো ভরা, বুড়িগঙ্গায় যে পানিগুলো নামবে ড্রেনেজের অবস্থা ভালো না। এই জন্য এগুলো আটকে গেছে। মাইক্রোড্রেনেজ সিস্টেমটাও ভালো না।
মৈত্রী হলের শিক্ষার্থীদের পানি ও বিদ্যুৎ সঙ্কটের ব্যাপারে তিনি বলেন, আমরা তাদের খাবার পানি ওয়াসার গাড়ি দিয়ে নিয়ে আসার ব্যবস্থা করতেছি। আর বিদ্যুৎ এর লাইন তো পানির নিচে, এখানে বিদ্যুৎ এর কাজ করতে গেলেও দুর্ঘটনা ঘটতে পারে। বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীর সাথে কথা হলো, একটা অস্থায়ী ব্যবস্থা করার চেষ্টা করতেছি।###
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
হুতি আক্রমণের বার্ষিকীতে সংহতির আহ্বান আমিরাত নেতাদের
৯ বছর পর দেশে ফিরে স্ত্রীকে পেলেন ঝুলন্ত অবস্থায়
চীনে জন্মহার হ্রাস, অর্থনীতিতে বিপর্যয়ের শঙ্কা
বিএনপিকে ধুয়ে দিলেন সাংবাদিক মাসুদ কামাল
যুক্তরাজ্য-ইউক্রেন ১০০ বছরের ‘যুগান্তকারী’ চুক্তি
লস অ্যাঞ্জেলেসে দাবানল নিয়ন্ত্রণে আসছে, ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশিরাও
কেন চোখের পানি ধরে রাখতে পারেনি ফারিয়া?
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধুর মৃত্যু
তাপমাত্রা কমে বাড়বে শীত
এলএন-এর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ, কলম্বিয়ায় শান্তি আলোচনা বাধাগ্রস্ত
ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি হলেন ইউসুফ হোসেন
ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে পড়েছিল মোটরসাইকেল আরোহীর চূর্ণ-বিচূর্ণ লাশ
জুলাই গণঅভ্যুত্থানের শহীদরাই আজকের বাংলাদেশ- কক্সবাজারে শিল্প উপদেষ্টা
অতিরিক্ত সময়ে এন্দ্রিকের জোড়া গোলে জিতে শেষ আটে রিয়াল
গ্রিক সাইপ্রিয়ট প্রশাসনকে অস্ত্র বিক্রয়ের মার্কিন সিদ্ধান্তে টিআরএনসি-এর ক্ষোভ ও উদ্বেগ
নরসিংদীতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮
পাবনায় জনজীবনে ভয়াবহ হচ্ছে ভার্চুয়াল আসক্তি
মাঝ আকাশে ভেঙে টুকরো ইলন মাস্কের ‘স্টারশিপ’
বাংলাদেশ-ভারতকে অতীত কবর দিয়ে নতুন করে শুরু করতে হবে: সুনন্দা কে দত্ত রায়
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের খসড়া অনুমোদন