ঢাকা   শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫ | ৩ মাঘ ১৪৩১
পানিবদ্ধতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যু : ওয়ারীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

ভাগ্যক্রমে বাঁচল শিশু কিন্তু চার মৃত্যুর দায় কার?

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম

রাজধানীর মিরপুরে সড়কে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে চারজনের করুণ মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একই পরিবারের তিনজন মারা যাওয়ায় পুরো এলাকাজুড়ে চলছে মাতম। যদিও ভাগ্যক্রমে বেঁচে যায় সাত মাসের শিশু। স্থানীয়দের অভিযোগ, অবৈধ বিদ্যুৎ সংযোগের তার ছিঁড়েই ঘটেছে মর্মান্তিক এ দুর্ঘটনা। তবে দায় নিতে নারাজ বিদ্যুৎ অফিস।
গত বৃহস্পতিবার রাতে মুষলধারে বৃষ্টিতে ঢাকার অন্যান্য এলাকার মতো মিরপুরের শিয়ালবাড়ি এলাকার হাজি রোডও পানিতে তলিয়ে যায়। সেখান দিয়ে যাওয়ার সময় জমে থাকা হাঁটুপানিতে পড়ে এলাকার বাসিন্দা মো. মিজান (৩০), তার স্ত্রী মুক্তা (২৫), তাদের মেয়ে লিমা (৭) এবং সাত মাসের শিশুসন্তান হোসাইন বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় তাদের উদ্ধার করতে এগিয়ে যান অটোরিকশা চালক অনিক। তিনি বিদ্যুতায়িত হওয়ার বিষয়টি বুঝতে পারেননি। ফলে ওই পরিবারের সঙ্গে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
যে দোকানের সামনে এ ঘটনা, সেই ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শী মো. জামাল হোসেন সংবাদমাধ্যমকে বলেন, চোখের সামনেই ছটফট করতে দেখেছি। মাত্র ত্রিশ সেকেন্ডের মধ্যে চারজন মারা গেছেন। এ দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, পানিতে পড়ে যাওয়ার পর বিদ্যুতায়িত হয়ে সাত মাস বয়সী শিশু হোসাইন যখন হাবুডুবু খাচ্ছিল, তখন এক ব্যক্তি দেখে তার পা ধরে টেনে তোলেন। এরপর সেখানে থাকা নারীর হাতে তাকে তুলে দেয়ার পরই শিশুটিকে নিয়ে কান্নাকাটি আর ছোটাছুটি শুরু করেন ওই নারী। পরে তাকে গুরুতর আহতাবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়। এ ছাড়া অন্য এক জায়গায় চারজন পড়ে আছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে যায় মিজানের সাত মাসের ছোট্ট শিশু হোসাইন একই সঙ্গে হারিয়েছে বাবা-মা আর বড় বোনকে। আক্রান্ত হয়ে নিজেও ভর্তি হয়েছিল হাসপাতালে। বর্তমানে সে মিরপুরে স্বজনদের কাছে আছে। এ ঘটনায় পাগলপ্রায় তাদের পরিবার।
কিন্তু কীভাবে ঘটল এমন ঘটনা? স্থানীয়দের অভিযোগ, আশপাশের বেশকিছু গ্যারেজ ও বস্তির বেশির ভাগ বাড়িতেই অবৈধভাবে বৈদ্যুতিক সংযোগ নেয়া। সেগুলোর কোনো একটি তার ছিঁড়েই ঘটেছে মর্মান্তিক এই দুর্ঘটনা। যদিও স্থানীয়দের বেশির ভাগই ক্যামেরার সামনে এ বিষয়ে মুখ খুলতে নারাজ।
আর বিদ্যুৎ অফিসের দাবি, তাদের লাইনের কোনো তার ছিঁড়ে পড়েনি সেখানে। তবে অবৈধ সংযোগের বিষয়টি এড়িয়ে যান ডেসকোর রূপনগর বিদ্যুৎ অফিসের কমপ্লেইন সুপারভাইজার এস এম মুঞ্জুর রশিদ।
এই কর্মকর্তা বলেন, ঘটনার পরই আমাদের দল সেখানে যায়। দেখা যায় আমাদের লাইন সম্পূর্ণ নিরাপদ আছে। কোথাও কোনো তার ছিঁড়ে পড়েনি। দুর্ঘটনার জন্য দায়ীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান স্বজনরা। নিহত মিজানের গ্রামের বাড়ি বরিশালে। তিনি ঢাকায় শরবত, ঝালমুড়ি ইত্যাদি বিক্রি করে সংসার চালাতেন। স্ত্রী-সন্তানদের নিয়ে থাকতেন ঝিলপাড় বস্তিতে। আশপাশের কয়েক হাসপাতালে ঘুরলেও কোথাও বাচ্চাটিকে ভর্তি করানো যায়নি উল্লেখ করে বৃষ্টি (৩০) বলেন, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভর্তি করানো হয়। সেখান প্রাথমিক চিকিৎসা শেষে শুক্রবার সকালে হোসাইনকে ছেড়ে দেন চিকিৎসকেরা।
শিশু হোসাইনের দাদা নাসির হাওলাদার বলেন, বৃহস্পতিবার সকালেই মিজান পরিবারসহ বরিশাল থেকে লঞ্চে করে ঢাকায় ফিরেছেন। এরপর তিনি যান শ্বশুরবাড়িতে। সেখানে থেকে সন্ধ্যার পর বাসায় ফিরছিলেন। পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তার নাতি হোসাইনের হাত ও পিঠে আঘাত লেগেছিল। সে এখন তার নানির কাছে আছে। নিহত অনিকের বাবা বাবুল মিয়া বলেন, মিজান যখন বিদ্যুৎস্পৃষ্ট হন, তখন তার কাঁধে ছিল হোসাইন। তিনি হোসাইনকে বাঁচানোর জন্য একদিকে ছুড়ে মারেন। অনিক পানির মধ্য থেকে শিশুটিকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
স্থানীয়রা অভিযোগ করে বলছেন, এ ঘটনাটি ঘটে ঝিলপাড় বস্তির বিপরীত পাশের রাস্তায়। রাস্তার বিদ্যুতের খুঁটি থেকে অনেক অবৈধ সংযোগ বস্তিতে গেছে। বৃষ্টি ও বাতাসের কারণে একটি অবৈধ সংযোগের লাইন রাস্তায় পড়ে যায়। রাস্তায় যখন জলাবদ্ধতা সৃষ্টি হয় তখন আর ওই তারটি দেখা যায়নি। সেই ছিঁড়ে পড়া লাইনেই বিদ্যুতায়িত হয়ে মারা যায় চারজন। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি অবৈধ বিদ্যুৎ সংযোগের কারণেই ঘটেছে। বস্তিতে অনেক অবৈধ বিদ্যুৎ সংযোগ রাস্তার এই পার থেকে নেওয়া। এসব অবৈধ সংযোগ লাইনের মধ্যে থেকে একটি ছিঁড়ে পানিতে পড়ে যায়। আমরা দাবি জানাচ্ছি, এ অবৈধ বিদ্যুৎ সংযোগের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে যেন প্রশাসন কঠোর ব্যবস্থা নেয়।
এ বিষয়ে মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, অবৈধ বিদ্যুৎ সংযোগের বিষয়টি আমরা জানতে পেরেছি। এ বিষয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে। এ ছাড়া নিহতদের স্বজনরা আমাদের কাছে একটি অভিযোগ করেছেন অবহেলাজনিত মৃত্যুর বিষয়ে। অভিযোগটি মামলা আকারে দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে শুরু করে এই ৪ মৃত্যুর পেছনে আর কারো কোনো দায় আছে কি না সেটি আমরা তদন্ত করে দেখব।
ওয়ারিতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু: রাজধানীর ওয়ারীর মেথর পট্টিতে বিদ্যুৎস্পৃষ্টে দেলোয়ার হোসেন (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দেলোয়ার হোসেনকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আজিজুল বলেন, আমরা ঠিকাদারের অধীনে দিন মজুরিতে শ্রমিক হিসেবে কাজ করি। দুপুরের দিকে দেলোয়ারসহ আমরা কয়েকজন শ্রমিক ওয়ারী থানাধীন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৮ নং ওয়ার্ডের চন্দ্র মোহন বসাক লেনে ড্রেন সংস্কারের কাজ করছিলাম। এ সময় শাবল দিয়ে মাটি খুঁড়তে গিয়ে হঠাৎ মাটির নিচ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পর্শে অচেতন হয়ে যান দেলোয়ার। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, দেলোয়ার সুনামগঞ্জের ধর্মপাশা থানা এলাকার বাসিন্দা। তিনি ওয়ারীর জয়কালী মন্দির এলাকায় ভাড়া বাসায় থাকতেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বিএনপিকে ধুয়ে দিলেন সাংবাদিক মাসুদ কামাল
তাপমাত্রা কমে বাড়বে শীত
বাংলাদেশ-ভারতকে অতীত কবর দিয়ে নতুন করে শুরু করতে হবে: সুনন্দা কে দত্ত রায়
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের খসড়া অনুমোদন
মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা
আরও

আরও পড়ুন

৯ বছর পর দেশে ফিরে স্ত্রীকে পেলেন ঝুলন্ত অবস্থায়

৯ বছর পর দেশে ফিরে স্ত্রীকে পেলেন ঝুলন্ত অবস্থায়

চীনে জন্মহার হ্রাস, অর্থনীতিতে বিপর্যয়ের শঙ্কা

চীনে জন্মহার হ্রাস, অর্থনীতিতে বিপর্যয়ের শঙ্কা

বিএনপিকে ধুয়ে দিলেন সাংবাদিক মাসুদ কামাল

বিএনপিকে ধুয়ে দিলেন সাংবাদিক মাসুদ কামাল

যুক্তরাজ্য-ইউক্রেন ১০০ বছরের ‘যুগান্তকারী’ চুক্তি

যুক্তরাজ্য-ইউক্রেন ১০০ বছরের ‘যুগান্তকারী’ চুক্তি

লস অ্যাঞ্জেলেসে দাবানল নিয়ন্ত্রণে আসছে, ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশিরাও

লস অ্যাঞ্জেলেসে দাবানল নিয়ন্ত্রণে আসছে, ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশিরাও

কেন চোখের পানি ধরে রাখতে পারেনি ফারিয়া?

কেন চোখের পানি ধরে রাখতে পারেনি ফারিয়া?

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধুর মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধুর মৃত্যু

তাপমাত্রা কমে বাড়বে শীত

তাপমাত্রা কমে বাড়বে শীত

এলএন-এর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ, কলম্বিয়ায় শান্তি আলোচনা বাধাগ্রস্ত

এলএন-এর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ, কলম্বিয়ায় শান্তি আলোচনা বাধাগ্রস্ত

ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি হলেন ইউসুফ হোসেন

ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি হলেন ইউসুফ হোসেন

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে পড়েছিল মোটরসাইকেল আরোহীর চূর্ণ-বিচূর্ণ লাশ

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে পড়েছিল মোটরসাইকেল আরোহীর চূর্ণ-বিচূর্ণ লাশ

জুলাই গণঅভ্যুত্থানের শহীদরাই আজকের বাংলাদেশ- কক্সবাজারে শিল্প উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থানের শহীদরাই আজকের বাংলাদেশ- কক্সবাজারে শিল্প উপদেষ্টা

অতিরিক্ত সময়ে এন্দ্রিকের জোড়া গোলে জিতে শেষ আটে রিয়াল

অতিরিক্ত সময়ে এন্দ্রিকের জোড়া গোলে জিতে শেষ আটে রিয়াল

গ্রিক সাইপ্রিয়ট প্রশাসনকে অস্ত্র বিক্রয়ের মার্কিন সিদ্ধান্তে টিআরএনসি-এর ক্ষোভ ও উদ্বেগ

গ্রিক সাইপ্রিয়ট প্রশাসনকে অস্ত্র বিক্রয়ের মার্কিন সিদ্ধান্তে টিআরএনসি-এর ক্ষোভ ও উদ্বেগ

নরসিংদীতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮

নরসিংদীতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮

পাবনায় জনজীবনে ভয়াবহ হচ্ছে ভার্চুয়াল আসক্তি

পাবনায় জনজীবনে ভয়াবহ হচ্ছে ভার্চুয়াল আসক্তি

মাঝ আকাশে ভেঙে টুকরো ইলন মাস্কের ‘স্টারশিপ’

মাঝ আকাশে ভেঙে টুকরো ইলন মাস্কের ‘স্টারশিপ’

বাংলাদেশ-ভারতকে অতীত কবর দিয়ে নতুন করে শুরু করতে হবে: সুনন্দা কে দত্ত রায়

বাংলাদেশ-ভারতকে অতীত কবর দিয়ে নতুন করে শুরু করতে হবে: সুনন্দা কে দত্ত রায়

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের খসড়া অনুমোদন

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের খসড়া অনুমোদন

সাইফ ইস্যুতে কেজরিওয়ালের বিস্ফোরক মন্তব্য, পাল্টা প্রতিক্রিয়া বিজেপি নেতার

সাইফ ইস্যুতে কেজরিওয়ালের বিস্ফোরক মন্তব্য, পাল্টা প্রতিক্রিয়া বিজেপি নেতার