ইবির বিভাগে শ্রেণিকক্ষ সঙ্কট
২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০২ এএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষ সঙ্কটের কারণে শিক্ষক লাউঞ্জে ক্লাস করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক এস এম আব্দুর রহিম। গতকাল শনিবার সকাল ৯টা থেকে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনের নিচ তলায় তিনি এ কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, ইইই ও ফার্মেসী বিভাগ ক্লাসরুম সঙ্কট থাকায় তারা ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ক্লাসরুম গুলোতে ক্লাস করতেন। নতুন ভবন হওয়ায় তাদের নতুন ক্লাসরুম দেওয়া হয়। কিন্তু পরে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি এবং বায়ো টেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ তাদের ক্লাস রুম জোর করে দখল করে নেয়। ক্লাসরুম সঙ্কটের বিষয়ে দুই মাস ধরে কর্তৃপক্ষকে অবগত করলেও কোনো ফল পাননি বলে অভিযোগ তাদের। এছাড়া প্রত্যেক ব্যাচে প্রায় ছয় মাসের জট, একটার বেশি ক্লাস করতে না পারা, ছয়টা ব্যাচের জন্য মাত্র দুইটা ক্লাসরুম রয়েছে বলে জানান তারা।
এদিকে সঙ্কট মোকাবিলার জন্য কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে শিক্ষক লাউঞ্জে ক্লাস শুরু করেন তারা। ক্লাস করতে গিয়ে হ্যারেজমেন্টের শিকারসহ গেটের সামনে বসে একজন শিক্ষক এক প্যাকেট বেনসন ও এক ডজন কলা নিয়ে বসে ছিলেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।
অবস্থান কর্মসূচি পালনকালে ইইই বিভাগের সহযোগী অধ্যাপক এস এম আবদুর রহিম বলেন, প্রতিদিনের মতো আজকে সকালে নাস্তা করার জন্য এসেছিলাম। এসে দেখি শিক্ষক লাউঞ্জ তালাবদ্ধ। ম্যানেজারকে বললাম এখানে তালা দেওয়া কেন? সে বলল, ক্যামেস্ট্রি বিভাগ তালা দিয়েছে। কেন তালা দিয়েছে সে জানেনা। শিক্ষক লাউঞ্জ একটা বিভাগ দখল করে নিবে কেন? এটা তো অন্য কোনো ব্যাপার নয় এটা শিক্ষক সংশ্লিষ্ট ব্যাপার। শিক্ষক সমিতির রুমটা দখল করে নিয়েছে এটা আমার আত্মসম্মানে লেগেছে বিধায় এখানে বসে আছি। লাউঞ্জ উদ্ধার না করা পর্যন্ত এখান থেকে উঠব না।
তিনি বলেন, আমি শিক্ষক সমিতির সভাপতি-সম্পাদক, শাপলা ফোরামের সভাপতি-সম্পাদক শিক্ষকদের যে গ্রুপ আছে সেখানে জানিয়েছি। এখন পর্যন্ত কেউ কোনো ফিডব্যাক দেয়নি। কেউ ফোনও দেয়নি। আমার কাছে মনে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় যে সমস্যাগুলো হচ্ছে এটা পূর্বপরিকল্পিত। যেহেতু সামনে নির্বাচন সেহেতু আশুভশক্তি ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন জায়গা থেকে উস্কিয়ে দিচ্ছে। যার ফল হচ্ছে দখল। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেহেতু আমার শিক্ষক লাউঞ্জ লাগবে।
এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, শিক্ষক সমিতির অফিসের সামনে কেউ অবস্থান কর্মসূচি পালন করেছে এরকম আমার জানা নেই। অফিসের কেউ আমাকে এ বিষয়ে অবগত করেনি।
ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি প্রফেসর ড. শরিফ মো. আল-রেজা বলেন, সায়েন্স ফ্যাকাল্টিতে আমরা এক সময় সেশনজটমুক্ত বিভাগ ছিলাম। রিসোর্সের দিক থেকে আমাদের শিক্ষকরা অনেক এগিয়ে। শিক্ষার্থীরা আমাদের বিভাগে আসবে আর ক্লাস হবে না এই ক্যালচার আমাদের নেই। ২০২২-২৩ সেশন ভর্তি হওয়ার ফলে ৬টা সেশন রানিং রয়েছে। ৬টা সেশনের জন্য দুইটা ক্লাস রুম থাকায় রুম সঙ্কটে ভুগছে শিক্ষার্থীরা। আমরা প্রশাসনকে কয়েকবার জানিয়েছি। পরে আমাদের শিক্ষার্থীরা ভিসি স্যারের সাথে দেখা করেন। তিনি তাদের আশ্বস্ত করলেও এখনো কোনো পদক্ষেপ নেয়নি। ফলে বাধ্য হয়ে শিক্ষার্থীরা হইতো ওই রুমে তালা দিয়েছে। আমি এটা পরে শুনেছি। আশা করি সঙ্কটের বিষয়ে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিবেন। শিক্ষকের অবস্থান কর্মসূচির বিষয়ে তিনি বলেন, আমি এ বিষয়ে কিছু জানিনা। আমাকে কোনো শিক্ষক এ বিষয়ে ফোন দেয়নি।
এ বিষয়ে প্রো ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেন, এটা সমাধান করার জন্য কমিটি করে দেওয়া হয়েছে। শিক্ষক সমিতির সভাপতি-সম্পাদক, সায়েন্স ফ্যাকাল্টির তিনজন ডিন নিয়ে এ কমিটি করা হয়েছে। তারা এখনো আমাদের রিপোর্ট দেয়নি। রিপোর্ট দিলে সমাধান হয়ে যাবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সুরেক্স এর কমিটি পরিচিতি ও বার্ষিক বনভোজন ৭ ফেব্রুয়ারি
বকেয়া বেতনের দাবিতে নবীনগর- চন্দ্রা মহাসড়ক অবরোধ
বিএনপি চাঁদাবাজের দল নয়: দিপু হায়দার
তারকা হওয়ার সব গুনাবলী আছে নাহিদ রানার মধ্যে: আর্থার
গুমের তদন্ত করে বিচারের প্রতিশ্রুতি: অন্তর্বর্তী সরকারের প্রশংসা করল হিউম্যান রাইটস ওয়াচ
বাংলাদেশের একটি আইসিসি ট্রফি দরকার: আর্থার
নেপালি মেয়েকে ব্ল্যাকমেইল যুবককে গ্রেফতার সিআইডির
ওমরাহ পালন করতে গিয়ে মতলবের বৃদ্ধের মৃত্যু
বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত থামবো না: ডা. শফিকুর রহমান
ফজর ও আসরের নামাজের পর জানাযার নামাজ পড়া প্রসঙ্গে।
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত
মেহেরপুরে উদীচীর দ্বি-বার্ষিক সম্মেলন পণ্ড
ডিমলায় ‘স্বপ্ন পূরণের প্রত্যয়ে আমরা, সামাজিক সংগঠন বাংলাদেশ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
কুয়েটে ‘ওবিই কারিকুলাম ডিজাইন টিচিং লার্নিং বিষয়ক প্রশিক্ষণ
দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন দিয়ে দেশটাকে স্থিতিশীলতায় নিয়ে আসুন : এ্যানি
ভোট ডাকাতি করে ওবায়দুল কাদের চারবার এমপি হয়েছিল: ফখরুল ইসলাম
কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
মতলবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
চবি ছাত্রদলের প্রীতিভোজে হামলার অভিযোগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
ব্রাহ্মণপাড়ায় এইচএমপিভি সচেতনতায় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রচারণা