ডেঙ্গুতে মৃত্যু-আক্রান্ত বাড়ছেই
২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম
এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এতে দেশে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯৩ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৮৬৫ জন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৮৪ হাজার ৭১৭ জনে। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১০ হাজার ৫৭২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৭৯৪ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ৭৭৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ৮৪ হাজার ৭১৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭৮ হাজার ১০৩ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৬ হাজার ৬১৪ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৩ হাজার ২৫২ জন। ঢাকায় ৭৩ হাজার ৭১৩ এবং ঢাকার বাইরে ৯৯ হাজার ৫৩৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এদিকে, বৃষ্টি পুরোপুরি না থামা পর্যন্ত ডেঙ্গু থেকে স্বস্তি পাওয়ার সুযোগ নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণ হয়েছে। প্রবল বৃষ্টিতে ডেঙ্গুর বাহক এডিস মশার ডিম ও লার্ভা ভেসে যায়। পাখা ভেঙে মারা যায় অনেক পূর্ণবয়স্ক মশা। এ কারণে মশার উপদ্রব, সেই সঙ্গে ডেঙ্গুর প্রকোপ কিছু দিনের জন্য কমতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তারা বলেছেন, বৃষ্টি থেমে থেমে না মুষলধারে হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ নয়। বৃষ্টিতেও তাপমাত্রা কমছে কি না সেটি গুরুত্বপূর্ণ। কারণ বৃষ্টি থামার পরই যদি গরম পড়ে যায়, তাহলে মশাও বাড়ার আশঙ্কা থাকে। কারণ ভারি বৃষ্টিতে মশার লার্ভা কমে ভেসে গেলেও নতুন করে মশার প্রজননস্থল তৈরি হয়। আর মশা প্রজননের উপযোগী তাপমাত্রা পাওয়া গেলে সঙ্গে সঙ্গে মশা বাড়তে থাকে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ কবিরুল বাশার বলেন, যে ভারি বৃষ্টি, এতে সাময়িক সময়ের জন্য হয়তো ডেঙ্গু কিছুটা কমতে পারে। কিন্তু আবার যদি থেমে থেমে বৃষ্টি হয়, তাহলে কিন্তু কমে আবার বাড়বে। গত মাসে এমন হয়েছে।
তিনি বলেন, ভারি বৃষ্টিতে যা হয়েছে, ছোট-বড় অনেক পাত্র যেখানে পানি জমে মশার লার্ভা তৈরি হয়েছিল, সেটা ভেসে গেছে। ভেসে গেলে নানা কারণে লার্ভা মারা যায়। এ ছাড়া ভারি বৃষ্টিতে উড়ন্ত মশার পাখা ভেঙে যায়। এতে অনেক মশা মারা পড়ে। এই দুই কারণে সপ্তাহের জন্য মশার উপদ্রব কিছুটা কমবে। আবার যদি থেমে থেমে বৃষ্টি হয়, উপযুক্ত তাপমাত্রা থাকে, তাহলে আবার বাড়বে। অর্থাৎ বৃষ্টি পুরোপুরি না থামা পর্যন্ত স্বস্তি নেই।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
তারকা হওয়ার সব গুনাবলী আছে নাহিদ রানার মধ্যে: আর্থার
গুমের তদন্ত করে বিচারের প্রতিশ্রুতি: অন্তর্বর্তী সরকারকে হিউম্যান রাইটস ওয়াচের প্রশংসা
বাংলাদেশের একটি আইসিসি ট্রফি দরকার: আর্থার
নেপালি মেয়েকে ব্ল্যাকমেইল যুবককে গ্রেফতার সিআইডির
ওমরাহ পালন করতে গিয়ে মতলবের বৃদ্ধের মৃত্যু
বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত থামবো না: ডা. শফিকুর রহমান
ফজর ও আসরের নামাজের পর জানাযার নামাজ পড়া প্রসঙ্গে।
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত
মেহেরপুরে উদীচীর দ্বি-বার্ষিক সম্মেলন পণ্ড
ডিমলায় ‘স্বপ্ন পূরণের প্রত্যয়ে আমরা, সামাজিক সংগঠন বাংলাদেশ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
কুয়েটে ‘ওবিই কারিকুলাম ডিজাইন টিচিং লার্নিং বিষয়ক প্রশিক্ষণ
দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন দিয়ে দেশটাকে স্থিতিশীলতায় নিয়ে আসুন : এ্যানি
ভোট ডাকাতি করে ওবায়দুল কাদের চারবার এমপি হয়েছিল: ফখরুল ইসলাম
কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
মতলবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
চবি ছাত্রদলের প্রীতিভোজে হামলার অভিযোগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
ব্রাহ্মণপাড়ায় এইচএমপিভি সচেতনতায় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রচারণা
জেলা প্রশাসক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভালুকা উপজেলা
গৌরনদীতে দাদাবাড়ি বেড়াতে এসে শিশু খুনের ঘটনায় ২ নারীসহ গ্রেফতার ৪
কম্বোডিয়ার পরিবর্তে অনৈতিক কাজে সউদী পাঠানোর প্রস্তাব পাসপোর্ট আটকে রেখে টাকা দাবি