ঢাকা   শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫ | ৩ মাঘ ১৪৩১
চট্টগ্রামে মাকে সাথে নিয়ে বাবাকে ১০ টুকরো করল দুই ছেলে : আরো একটি ক্লুলেস হত্যাকা-ের রহস্য উদ্ঘাটন করল পিবিআই

পিতার প্রতি এ কেমন নিষ্ঠুরতা!

Daily Inqilab রফিকুল ইসলাম সেলিম

২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম

মাকে সাথে নিয়ে বাবাকে হত্যার পর লাশ টুকরো টুকরো করে দুই ছেলে। সাথে ছিল এক পুত্রবধূও। এসব টুকরো ছড়িয়ে-ছিটিয়ে দেওয়া হয় বিভিন্ন স্থানে। যাতে হত্যাকা-ের আলামত গোপন করা যায়। তবে শেষ রক্ষা হয়নি- স্ত্রী ছেনোয়ারা বেগম (৫৩) ও বড় ছেলে মোস্তাফিজুর রহমান (৩২) ধরা পড়েছে। তার ছোট ছেলে শফিকুর রহমান ও তার স্ত্রী আনারকলি বেগম এখনও পলাতক। জন্মদাতা পিতার প্রতি সন্তানদের এমন নিষ্ঠুরতায় হতবাক সবাই। মর্মস্পর্শী এ খুনের ঘটনায় চলছে তোলপাড়।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্মকর্তাদের ভাষ্য- সম্পত্তির লোভে স্ত্রী, সন্তানেরা মিলে তাকে ঠান্ডা মাথায় খুন এবং লাশ ১০ টুকরো করে গুম করে। নির্মম খুনের শিকার মোহাম্মদ হাসান (৬১) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নের বড়ইতলী গ্রামের সাহাব মিয়ার ছেলে। পিবিআইয়ের সংগ্রহ করা তার জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) অস্থায়ী ঠিকানা লেখা আছে, সিলেট সদরের সাধুর বাজার সংলগ্ন রেলওয়ে কলোনির জামাল মিয়ার গ্যারেজ এলাকায়।

বৃহস্পতিবার রাতে নগরীর পতেঙ্গা বোট ক্লাবের অদূরে ১২ নম্বর ঘাট এলাকায় একটি ট্রলিব্যাগ পাওয়া যায়। কফি রঙের ট্রলিব্যাগে ছিল মানব শরীরের ২ হাত, ২ পা, কনুই থেকে কাঁধ এবং হাঁটু থেকে উরু পর্যন্ত অংশ। এ ঘটনায় পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদির বাদী হয়ে এক বা একাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

পিবিআই চট্টগ্রাম মেট্রোর বিশেষ পুলিশ সুপার নাইমা সুলতানা ইনকিলাবকে বলেন, ট্রলিব্যাগে লাশের খন্ড পাওয়ার ঘটনার ছাঁয়া তদন্ত শুরু করে পিবিআই। লাশের আঙ্গুলের ছাপ নিয়ে তার পরিচয় সনাক্ত করা হয়। এরপর টানা তদন্ত ও অভিযানে সূত্রবিহীন এই চাঞ্চল্যকর খুনের রহস্য উদঘাটন করা হয়। আটক তার স্ত্রী ও ছেলের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার লাশের বুকসহ শরীরের আরও কিছু অংশ উদ্ধার হলেও মাথা এখনও পাওয়া যায়নি। মাথার খোঁজে তল্লাশি অব্যাহত রেখেছে পিবিআই ।

পিবিআই চট্টগ্রাম মহানগর ইউনিটের সহকারী পুলিশ সুপার (এএসপি) একেএম মহিউদ্দিন সেলিম বলেন, গত ১৯ সেপ্টেম্বর রাতে নগরীর ইপিজেড থানার আকমল আলী সড়কের পকেট গেইট এলাকার জমির ভিলার ৭ নম্বর বাসায় হাসানকে খুন করা হয়েছে। ওই বাসায় হাসানের ছোট ছেলে তার স্ত্রী-সন্তানসহ থাকেন। আঙ্গুলের ছাপ এবং নিজস্ব সোর্সের মাধ্যমে প্রথমে হাসানের পরিচয় নিশ্চিত হই। এরপর আকমল আলী রোডে তার ছোট ছেলের বাসার সন্ধান পাই। ওই বাসার আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের পর পুরো বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হয়েছে।

হত্যার পর শরীরের অংশবিশেষ বস্তায় ভরে বের করার বিষয়টি ফুটেজে স্পষ্ট হয়েছে। আর এটা বের করছিলেন হাসানের ছোট ছেলে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে আমরা জানতে পারি, গত ১৯ সেপ্টেম্বর রাতে ওই বাসায় হাসানের স্ত্রী ও বড় ছেলে ছিলেন। হাসানের অবস্থানও রাতে সেখানে ছিল। পিবিআই কর্মকর্তারা জানান, আটক হাসানের স্ত্রী ও বড় ছেলের দেওয়া তথ্যে নগরীর আকমল আলী সড়কের খালপাড়ে একটি খাল থেকে বস্তাবন্দি অবস্থায় টেপে মোড়ানো শরীরের একটি খন্ড উদ্ধার করা হয়েছে। সেখানে মাথার সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।

পিবিআই জানায়, মোহাম্মদ হাসান ২৭ বছর ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন। কোথায় ছিলেন সেটা তার স্ত্রী-সন্তানেরা জানতেন না। হাসানকে মৃত দেখিয়ে তার ছেলে-মেয়েরা এনআইডি তৈরি করেন। হঠাৎ করে ছয় মাস আগে তিনি ফিরে আসেন। বাঁশখালীতে হাসানের পৈতৃক কিছু জমিজায়গা আছে। স্ত্রী-সন্তানেরা সেগুলো তাদের নামে লিখে দিতে চাপ দেন হাসানকে। কিন্তু হাসান সম্পত্তি লিখে দিতে সম্মত ছিলেন না। এতে ক্ষিপ্ত হয়ে তার স্ত্রীসহ দুই ছেলে ও পুত্রবধূরা মিলে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে।

পরিকল্পনা অনুযায়ী হত্যাকা-ের ১০ দিন আগে চিকিৎসার নামে হাসানের স্ত্রী নগরীতে ছোট ছেলের বাসায় আসেন। ঘটনার দিন বড় ছেলে মোস্তাফিজুর রহমানকেও সেই বাসায় ডেকে আনা হয়। হাসানকেও ডেকে নেওয়া হয় সেখানে। রাতে খাওয়া-দাওয়া শেষে জমি-জমা দুই ছেলের নামে লিখে দেওয়ার প্রসঙ্গটি আবারও তোলেন তারা। এ নিয়ে তাদের মধ্যে বাকবিত-া হয়। এর একপর্যায়ে স্ত্রী, দুই ছেলে এবং ছোট ছেলের স্ত্রী মিলে হাসানকে শ^াসরোধ করে হত্যা করে। এরপর ঘরের একটি কক্ষে নিয়ে লাশ টুকরো টুকরো করা হয়। প্রতিটি টুকরো স্কচ টেপ দিয়ে মুড়িয়ে ট্রলিব্যাগ ও বস্তায় ভরা হয়। আটটি টুকরো ট্রলিব্যাগে ভরে ফেলে দেওয়া হয় পতেঙ্গার ১২ নম্বর ঘাটে। মাথাসহ শরীরের অন্যান্য অংশে ফেলা হয় আকমল আলী সড়কের বিভিন্ন খালে।

পিবিআই কর্মকর্তারা জানান, ট্রলিব্যাগটি উদ্ধারের পর আশপাশ এলাকার অন্তত ৩৩টি সিসি ক্যামেরা ফুটেজের তথ্য বিশ্লেষণ করে আকমল আলী রোড পকেট গেইট জমির ভিলার সন্ধান পাওয়া যায়। যেখানে হাসানের ছোট ছেলে শফিকুর স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন। গত ১৯ সেপ্টেম্বর হাসানকে জমির ভিলায় তার ছোট ছেলের বাসায় খুন করে লাশটি কাটা হয়েছিল। সে বাসায় ওইদিন হাসান, তার স্ত্রী, বড় ছেলে সবাই ছিলেন। ওই ভবনের বাসিন্দারাও হাসানকে ঘরে যেতে দেখেছিলেন। কিন্তু তার স্ত্রী, সন্তানরা বাসা থেকে বের হলেও হাসানকে কেউ বের হতে দেখেননি। সিসিটিভি ফুটেজেও তাদের আসা-যাওয়ার দৃশ্য দেখা যায়।

গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থেকে হাসানের স্ত্রী ও বড় ছেলেকে শুক্রবার হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পিবিআই। এক পর্যায়ে হাসানকে খুনের কথা স্বীকার করেন তারা। হাসানের বড় ছেলের দেয়া তথ্যে বাসার কাছে খাল থেকে বস্তা ভর্তি গলার নিচ থেকে কোমর পর্যন্ত কাটা অংশ উদ্ধার করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, লাশের এ অংশটি খালে ফেলে হাসানের ছোট ছেলে। এর আগে ছোট ছেলে বাসা থেকে ট্রলিব্যাগটি নিয়ে বের হওয়ার দৃশ্যও দেখা গেছে।

হাসানের স্ত্রী, সন্তানরাও বাসা থেকে চলে যাবার ফুটেজ পাওয়া গেছে। তাদের নিতে এসেছিল হাসানের মেয়ের জামাই। তবে হত্যাকা-ের সাথে জামাইয়ের সম্পৃক্ততা আছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতার হাসানের স্ত্রী ও ছেলেকে আজ আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সাবেক এমপিকে সতর্কবার্তা, বিএনপি চাঁদাবাজের দল নয় - কৃষকদল নেতা

সাবেক এমপিকে সতর্কবার্তা, বিএনপি চাঁদাবাজের দল নয় - কৃষকদল নেতা

তারকা হওয়ার সব গুনাবলী আছে নাহিদ রানার মধ্যে: আর্থার

তারকা হওয়ার সব গুনাবলী আছে নাহিদ রানার মধ্যে: আর্থার

গুমের তদন্ত করে বিচারের প্রতিশ্রুতি: অন্তর্বর্তী সরকারকে হিউম্যান রাইটস ওয়াচের প্রশংসা

গুমের তদন্ত করে বিচারের প্রতিশ্রুতি: অন্তর্বর্তী সরকারকে হিউম্যান রাইটস ওয়াচের প্রশংসা

বাংলাদেশের একটি আইসিসি ট্রফি দরকার: আর্থার

বাংলাদেশের একটি আইসিসি ট্রফি দরকার: আর্থার

নেপালি মেয়েকে ব্ল্যাকমেইল যুবককে  গ্রেফতার সিআইডির

নেপালি মেয়েকে ব্ল্যাকমেইল যুবককে গ্রেফতার সিআইডির

ওমরাহ পালন করতে গিয়ে মতলবের বৃদ্ধের মৃত্যু

ওমরাহ পালন করতে গিয়ে মতলবের বৃদ্ধের মৃত্যু

বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত থামবো না: ডা. শফিকুর রহমান

বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত থামবো না: ডা. শফিকুর রহমান

ফজর ও আসরের নামাজের পর জানাযার নামাজ পড়া প্রসঙ্গে।

ফজর ও আসরের নামাজের পর জানাযার নামাজ পড়া প্রসঙ্গে।

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত

মেহেরপুরে উদীচীর দ্বি-বার্ষিক সম্মেলন পণ্ড

মেহেরপুরে উদীচীর দ্বি-বার্ষিক সম্মেলন পণ্ড

ডিমলায় ‘স্বপ্ন পূরণের প্রত্যয়ে আমরা, সামাজিক সংগঠন বাংলাদেশ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ডিমলায় ‘স্বপ্ন পূরণের প্রত্যয়ে আমরা, সামাজিক সংগঠন বাংলাদেশ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কুয়েটে ‘ওবিই কারিকুলাম ডিজাইন টিচিং লার্নিং বিষয়ক প্রশিক্ষণ

কুয়েটে ‘ওবিই কারিকুলাম ডিজাইন টিচিং লার্নিং বিষয়ক প্রশিক্ষণ

দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন দিয়ে দেশটাকে স্থিতিশীলতায় নিয়ে আসুন : এ্যানি

দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন দিয়ে দেশটাকে স্থিতিশীলতায় নিয়ে আসুন : এ্যানি

ভোট ডাকাতি করে ওবায়দুল কাদের চারবার এমপি হয়েছিল: ফখরুল ইসলাম

ভোট ডাকাতি করে ওবায়দুল কাদের চারবার এমপি হয়েছিল: ফখরুল ইসলাম

কুড়িগ্রামের উলিপু‌রে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত‌্যু

কুড়িগ্রামের উলিপু‌রে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত‌্যু

মতলবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মতলবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

চবি ছাত্রদলের প্রীতিভোজে হামলার অভিযোগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

চবি ছাত্রদলের প্রীতিভোজে হামলার অভিযোগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ব্রাহ্মণপাড়ায় এইচএমপিভি সচেতনতায় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রচারণা

ব্রাহ্মণপাড়ায় এইচএমপিভি সচেতনতায় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রচারণা

জেলা প্রশাসক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভালুকা উপজেলা

জেলা প্রশাসক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভালুকা উপজেলা

গৌরনদীতে দাদাবাড়ি বেড়াতে এসে শিশু খুনের  ঘটনায়  ২ নারীসহ গ্রেফতার  ৪

গৌরনদীতে দাদাবাড়ি বেড়াতে এসে শিশু খুনের ঘটনায় ২ নারীসহ গ্রেফতার ৪