পাকিস্তানে ঈদে মিলাদুন্নবীর পৃথক অনুষ্ঠানে হামলায় নিহত ৫৭
৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম
পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিলকে কেন্দ্র করে পৃথক বিস্ফোরণে অন্তত ৫৭ জন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গতকাল মাসতুং জেলার এক মসজিদের কাছে আত্মঘাতী বোমা হামলায় পুলিশের এক কর্মকর্তাসহ অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫০ জনেরও বেশি। মাসতুং জেলার সহকারী কমিশনার (এসি) আত্তাহুল মুনিম জানান, শুক্রবার আলফালাহ সড়কের মদিনা মসজিদের কাছে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় অংশগ্রহণ করতে মুসুল্লিরা জমায়েত হন। এর কিছু সময় পর বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ হামলার দায় নেয়নি কোনো জঙ্গি সংগঠন। জেলা স্বাস্থ্য কর্মকর্তা (ডিএইচও) আবদুল রাজ্জাক শাহি হতাহতের বিষয়টি ডনকে নিশ্চিত করেন।
সিটি স্টেশন হাউজ কর্মকর্তা (এসএইচও) মোহাম্মাদ জাভেদ লেহরি জানান, মৃতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তাও আছেন। তিনি এই বিস্ফোরণকে ‘আত্মঘাতী হামলা’ বলে অভিহিত করেন।
মাসতুং এর এসি মুনিম উল্লেখ করেন, পুলিশের ডেপুটি সুপার নাওয়াজ গিশকোরির গাড়ির কাছে এই বিস্ফোরণ ঘটে। এই কর্মকর্তার দায়িত্ব ছিল শোভাযাত্রার পাশে থেকে গাড়ি নিয়ে আগানো ও নিরাপত্তা নিশ্চিত করা।
বিস্ফোরণের পর ঘটনাস্থলের কিছু ছবি ও ভিডিওতে দেখা গেছে, বেশ কিছু রক্তাক্ত মরদেহ পড়ে আছে এবং তাদের অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতবিক্ষত হয়ে আছে। তবে এই ছবি ও ভিডিওগুলোর সত্যতা যাচাই করতে পারেনি ডন।
বেলুচিস্তানের অন্তর্বর্তীকালীন তথ্যমন্ত্রী জান আচাকযাই জানান, গুরুতর আহত ব্যক্তিদের কোয়েটায় স্থানান্তর করা হয়েছে এবং সব হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আচাকযাই বলেন, ‘শত্রুরা বিদেশি শক্তির আশীর্বাদ নিয়ে বেলুচিস্তানের ধর্মীয় সহনশীলতা ও শান্তি নষ্ট করতে চায়। এ বিস্ফোরণের ঘটনা সহ্য করার মতো নয়’।
তিনি আরো জানান, তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী আলি মারদান দমকি এ ঘটনার নেপথ্যের অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।
এদিকে বেলুচিস্তানের মাস্তুংয়ে ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিলে হামলায় ৫৩ জনের প্রাণহানির রেশ না কাটতেই পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাঙ্গুতে একটি মসজিদে ফের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় কর্মকর্তারা গতকাল বলেছেন, বিস্ফোরণে এক পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন এবং ১২ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে পুলিশ স্টেশন দোয়াবার প্যারামিটারের মধ্যে জুমার নামাজের খুতবার সময়। হাঙ্গুর জেলা পুলিশ কর্মকর্তা নিসার আহমেদ বলেন, মসজিদের ছাদ ধসে পড়ায় ধ্বংসস্তূপের নিচে ৩০-৪০ জন লোক আটকে পড়েছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।
আহমেদ বলেন, দুইজন আত্মঘাতী বোমা হামলায় জড়িত ছিল। একজন থানার গেট লক্ষ্য করে এবং অন্যজন মসজিদের ভেতরে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা ১২ জনকে নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে তিনি জানান।
খাইবার পাখতুনখোয়া মুখ্যমন্ত্রী আজম খান শহরের সব হাসপাতালে জরুরি অবস্থা জারি করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। কারণ তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে বিস্ফোরণের বিষয়ে প্রতিবেদন চেয়েছিলেন।
এটি ছিল এক দিনে পাকিস্তানে আঘাত হানা দ্বিতীয় সন্ত্রাসী হামলা। গত এক বছর ধরে পাকিস্তানে ব্যাপক আকারে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বিশেষ করে বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখাওয়ায় আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য নিরাপত্তা বাহিনী এবং বেসামরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা বেড়েছে।
এ মাসের শুরুর দিকে, পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস) দ্বারা সংকলিত একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, আগস্ট মাসে দেশ জুড়ে জঙ্গি হামলায় তীব্র বৃদ্ধি রেকর্ড করা হয়েছে এবং ৯৯টি সন্ত্রাসী ঘটনা ঘটেছে।
রিপোর্ট অনুসারে, এ হামলার ফলে ১১২ জন মারা গেছে এবং ৮৭ জন আহত হয়েছে। বেশিরভাগ হামলাই নিরাপত্তা বাহিনী এবং বেসামরিকদের লক্ষ্য করে। সূত্র : ডন অনলাইন ও জিও নিউজ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কমলনগরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩
কুড়িগ্রামে জেলা বিএনপির ১২টি ইউনিট বিলুপ্ত ঘোষণা
তারাকান্দায় বাসের ধাক্কায় আহত-৪
কুয়েটে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আইডিয়া কেস কম্পিটিশন ‘বিজব্যাটেল’
ভারতের ড্রেসিংরুম চ্যাপেল যুগের মতো বিধ্বস্ত: হরভজন
জুনে জাফর-২ ও পায়া উপগ্রহ উৎক্ষেপণ করবে ইরান
আন্দোলনের ইমেজ বিশ্বকে জানাতে হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
সাতক্ষীরা কালিগঞ্জে বাঁশ ও বেত শিল্প প্রায় বিলুপ্ত
দুই যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ৪ সিএনজি চালকের বিরুদ্ধে- গ্রেপ্তার- ১
হবিগঞ্জে সাড়ে ৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি শুরু
শুরু হয়েছে 'শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ সিজন–২ এর রেজিষ্ট্রেশন; কি থাকবে এবারের পর্বে?
২০বছরের অধিক সাজাখাটা বন্দিদের অবিলম্বে মুক্তি দিন প্রেসক্লাবের সামনে মানববন্ধনে নেতৃবৃন্দ
বাংলাদেশে ঢুকে গাছের ডাল কাটল বিএসএফ, সীমান্তে উত্তেজনা
নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ৬ জন গ্রেফতার, ড্রেজার জব্দ
ইরানের সুপ্রিম কোর্টের সামনে বন্দুকধারীর গুলিতে নিহত দুই বিচারক
কলাপাড়ায় প্রধান উপদেস্টার কায্যালয়ের সচিব, প্রকল্প পরিচালকের গাড়ী বহর আটকে দিল বিক্ষোভকারীরা
সাজিদ-নোমানের ঘূর্ণিতে ১৩৭ রানেই শেষ উইন্ডিজ
কেন মেলোনির সামনে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী?
ট্রাম্পের অভিষেকে যোগ দিচ্ছেন মুকেশ ও নীতা আম্বানি