নতুন গ্যাঁড়াকলে খালেদা জিয়াকে বিদেশ প্রেরণ
০১ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) জানিয়েছিলেন খালেদা জিয়ার ভাইয়ের আবেদনটি অল্প সময়ে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত দেয়া হবে।
এরপর থেকেই ক্ষণ গণনা শুরু বেগম খালেদা জিয়ার মুক্তিকামীদের। যে কোনো মুহূর্তে আসতে পারে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নততর চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর ঘোষণা-এমন আশায় বুক বাঁধেন তারা। কিন্তু না। আইনমন্ত্রীর সেই ‘অল্প সময়’ আসেনি গত ২ দিনেও। কথা পাল্টে গতকাল শনিবার আবার আইনমন্ত্রী জানিয়েছেন, আজ রোববার এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানা যাবে। ফলে কারামুক্তির সম্ভাবনা দেখা দিলেও নতুন ক্যাড়াকলে নিপতিত হয়েছে বেগম খালেদা জিয়ার বিদেশ প্রেরণ তথা কারামুক্তি। আইনমন্ত্রী আনিসুল হক গতকাল বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার জন্য করা আবেদনের বিষয়ে মতামত জানানো হবে আগামীকাল রোববার (১ অক্টোবর)। গত ২৫ সেপ্টেম্বর বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে ছোট ভাই শামীম এস্কান্দার নতুন একটি আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠান। আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনি মতামতের জন্য পাঠিয়ে দেয় আইন মন্ত্রণালয়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো আবেদনটি হস্তগত হয়েছে মর্মে ২৬ সেপ্টেম্বর জানান আইনমন্ত্রী। এর পরদিন এই মর্মে খবর ছড়িয়ে পড়ে যে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নততর চিকিৎসার জন্য জার্মান পাঠানো হচ্ছে! দলের পক্ষ থেকে ঢাকাস্থ জার্মান হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জার্মান সরকারও বেগম খালেদা জিয়ার মতো গণতন্ত্রকামী আপোষহীন নেত্রীকে চিকিৎসা সেবা প্রদানে আগ্রহী হাই কমিশন থেকে জানানো হয়। এ তথ্যের ভিত্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যে, যেকোনো মূহূর্তে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি ঘটছে। এবং উন্নত চিকিৎসার জন্য তাকে জার্মানিতে নেয়ার প্রস্তুতি চলছে।
কিন্তু না। পরপরই মার্কিন সংবাদ সংস্থা ‘ভয়েস অব আমেরিকা’র সঙ্গে একান্ত সাক্ষাৎকারে যুক্তরাজ্যে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিদেশে চিকিৎসার অনুমতি নিতে হলে আবার খালেদা জিয়াকে কারাগারে যেতে হবে।
এদিকে, প্রধানমন্ত্রীর স্বরের সঙ্গে স্বর মিলিয়ে সরকারের প্রধান আইন কর্মকর্তা এ এম আমিনউদ্দিনও বলেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার আবেদন করতে হলে কারাগারে যেতে হবে। তিনি বলেন, বিদেশে উন্নত চিকিৎসা নিতে হলে তাদের নতুন করে আবেদন করতে হবে। তখন আগের আদেশ বাতিল হয়ে যাবে। আদেশ বাতিল হয়ে গেলে তিনি (খালেদা জিয়া) বাইরে থাকতে পারবেন না।
যদিও সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক ২৫ সেপ্টেম্বর বলেন, বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য আদালতের অনুমতির প্রয়োজন নেই। কারণ তার মুক্তি দেয়া হয়েছে নির্বাহী আদেশে। কাজেই বাকি সব পদক্ষেপও এই আদেশের আওতায়ই হওয়া সম্ভব।
তিনি বলেন, ফৌজদারি কার্যবিধির-৪০১ ধারা অনুযায়ী, সরকার চাইলে শর্ত সাপেক্ষে বা শর্ত ছাড়া যেকোনো বন্দিকে মুক্তি দিতে পারে। খালেদা জিয়াকে প্রথম মুক্তি দেয়া হয়েছে দু’টি শর্ত দিয়ে। তার মধ্যে একটি হচ্ছে তিনি বাড়িতে থাকবেন এবং দ্বিতীয়টি হচ্ছে তাকে দেশেই চিকিৎসা নিতে হবে। আইনমন্ত্রী যা বলছেন যে, শর্ত পরিবর্তন করা যাবে না। সেটা আসলে এরইমধ্যে পাঁচবার বদলানো হয়েছে। প্রথমত ৬ মাসের মুক্তি দেয়া হয়েছিল, তারপর সেটা যখন আবার ৬ মাসের জন্য বাড়াচ্ছে সেটার জন্য তো নতুন করে নির্বাহী আদেশ হচ্ছে, তার মানে সিম্পলি সরকার চাইলে ঢাকায় চিকিৎসা করার জায়গায় ঢাকা শব্দটা বাদ দিলেই হলো। এটি আদালতের ব্যাপার নয়। খালেদা জিয়ার বিরুদ্ধে আদালত এরই মধ্যে তার রায় দিয়েছেন। আদালতের কাছে কয়েকবার তার জামিনও চাওয়া হয়েছে এবং সেটি নাকচ করা হয়েছে। তার মানে আদালতের ‘চ্যাপ্টার’ সেখানেই শেষ হয়ে গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নেয়ার ক্ষেত্রে আইনি জটিলতা রয়েছে। তাই আইন মেনেই পরবর্তী ব্যবস্থা নিতে হবে।
গতকাল শনিবার কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে আইডিইবির জেলা ও সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের দুই দিনব্যাপী প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, খালেদা জিয়া কয়েকটি মামলায় দ-প্রাপ্ত আসামি। তিনি কারাগারে ছিলেন। কিন্তু তার স্বজনদের আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তার দ-াদেশ স্থগিত করে বাসায় থেকে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন। যাতে তিনি উন্নত চিকিৎসা পান সে ব্যবস্থা করা হয়েছে। দ-প্রাপ্তদের বিষয়ে কোনো আবেদন করলে বিধান অনুযায়ী সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করতে হয়। বিধি মোতাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনি মতামতের জন্য সেটি আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর প্রশ্নে সরকারের মানবিকতা প্রত্যাশা করছে তার পরিবার। এ কথা বলেছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
গতকাল শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনমন্ত্রী আনিসুল হকের আহ্বানের পরিপ্রেক্ষিতে বিদেশে চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। আইনমন্ত্রী বলেছিলেন, খালেদা জিয়াকে বিদেশ চিকিৎসার জন্য নতুন করে সরকারের কাছে আবেদন করতে হবে। আইনমন্ত্রীর এ আহ্বানের প্রেক্ষিতেই আবেদন করেছে খালেদা জিয়ার পরিবার। আবেদনটি এখনো নিষ্পত্তি হয়নি। তিনি বলেন, জীবনরক্ষার জন্য এখনো সরকারের কাছে মানবিকতা প্রত্যাশা করছে খালেদা জিয়ার পরিবার।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ