বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকরা ফিরতে পারেনি
০৩ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম
বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকরা এখনো ফিরতে পারেনি। গত শুক্রবার টেকনাফ ফিরে যেতে প্রশাসনের মাইকিং কর্ণপাত না করে স্বেচ্ছায় সেন্টমার্টিনদ্বীপে থেকে যাওয়া ৩ শতাধিক পর্যটক টেকনাফে ফিরতে পারেননি। লঘুচাপের প্রভাবে আবহাওয়া অধিদফতর সতর্ক সঙ্কেত জারি করায় টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ নৌযান চলাচল বন্ধ থাকায় পর্যটকরা ফিরতে পারেননি।
সেন্টমার্টিনদ্বীপ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সেলিম হোসেন বলেন, গত বৃহস্পতিবার ও শুক্রবার সেন্টমার্টিনদ্বীপে বেড়াতে এসে আটকা পড়েছে প্রায় তিন শতাধিক পর্যটক। রোববার দুপুর পর্যন্ত আবহাওয়া অধিদফতর সতর্ক সঙ্কেত বলবৎ রাখায় তারা ফিরতে পারেননি। গতকালও টেকনাফ-সেন্টমার্টিন জাহাজ চলাচল স্বভাবিক হয়নি।
টেকনাফ আবহাওয়া কার্যালয় সূত্রে জানা যায়, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে। দুই দিন পর সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। ৩ অক্টোবর থেকে সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়বে। ৩ ও ৪ অক্টোবর সারা দেশে ভারী বৃষ্টি হতে পারে। এরপর বৃষ্টির প্রবণতা কমবে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আরো শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘু চাপে পরিণত হয়েছে। এটি নিম্নচাপে পরিণত হতে পারে। এটি বাংলাদেশের স্থলভাগ অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।
বিআইডব্লিউটি টেকনাফ ট্রাফিক সুপারভাইজার মো. জহির উদ্দিন ভূঁইয়া বলেন, সতর্ক সঙ্কেত বহাল থাকায় রোববার দ্বিতীয় দিনের মতো জাহাজ, সার্ভিস ট্রলারসহ সব নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। সতর্ক সঙ্কেত কেটে গেলে পুনরায় জাহাজ ও ট্রলার চলাচল শুরু হবে। তখন জাহাজ গিয়ে আটকে পড়া পর্যটকদের ফেরত আনবে। টেকনাফ-সেন্টমার্টিন নৌপথের সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ বলেন, গত শনিবার রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। এরপর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। রোববার দুপুর ১২টার পর সূর্যের মুখ দেখা যাচ্ছে। তবে সাগর উত্তাল থাকায় স্থানীয় প্রশাসন কোনো ধরনের নৌযান চলাচল করতে দিচ্ছে না। সেন্টমার্টিনদ্বীপে কর্মরত সৈকতকর্মী জয়নাল আবেদীন বলেন, সৈকতের বিপজ্জনক স্থানে লাল পতাকা টাঙানো হয়েছে, যাতে কোনো পর্যটক এ নির্দেশনা অমান্য করে গোসল করতে না নামে।
গত শুক্রবার বিকেলে সতর্ক সঙ্কেত জারি হওয়ার পর হোটেল-রিসোর্টে থাকা পর্যটকদের টেকনাফে চলে যাওয়ার জন্য জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হলেও পর্যটকরা গুরুত্ব দেননি। ফলে অনেকে দ্বীপে আটকে পড়েছে। আটকাপড়া এক পর্যটক বলেন, পরিবারসহ সেন্টমার্টিনদ্বীপে বেড়াতে এসে আটকে পড়ে গেলাম। পায়ে হেঁটে সমুদ্র সৈকত ঘুরা ও সমুদ্র স্নান ছাড়া আর কিছু করার নেই। কবে ফিরতে পারব জানি না। রোববার সন্ধ্যায় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, মৌসুমী বায়ুর প্রভাবে সাগরের সৃষ্ট লঘুচাপের কারণে বৈরী আবহাওয়া বিরাজ করছে। সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে সব ধরনের নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই দুর্ঘটনা এড়াতে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে যাবতীয় নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের যাতে কোনো অসুবিধা না হয়, সে ব্যবস্থা নিতে স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। সতর্ক সঙ্কেত প্রত্যাহার করা হলে জাহাজ গিয়ে আটকে পড়া পর্যটকদের ফেরত আনবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ