ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু
০৫ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম
ফেনীতে নিজঘরে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। পূর্ব-বিরোধের জেরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে তাদের হত্যা করা হয় বলে দাবি স্বজনদের। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিদেরকে আইনের আওতায় আনার জোর দাবি জানান। গত মঙ্গলবার রাতে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ড মধ্যম বিরিঞ্চি ফকিরবাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সপ্তম শ্রেণির ছাত্র মাইদুল ইসলাম শাহাদাত ও রাহাদুল ইসলাম গোলাপ দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। চোখের সামনে দুই ছেলের মৃত্যু শোকে পাগল প্রায় মা পলি আক্তার ও বাবা রনি। এ ঘটনায় পুরো ফেনী শহরজুড়ে শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে খাবার খেয়ে মা-বাবা একরুমে ও তাদের দুই সন্তান পাশের রুমে ঘুমিয়ে পড়ে। গত মঙ্গলবার রাত ১টার দিকে তাদের দুই সন্তানের রুমে আগুন লাগে। ভিতর থেকে সন্তানদের চিৎকার শুনে মা-বাবার ঘুম ভেঙে যায়। ভিতর থেকে দরজার খিলি লাগানো থাকায় তারা রুমে ঢুকতে পারেনি। তবে তারা আগুন নেভানোর জন্য অনেক চেষ্টা করেছেন। পরে তাদের চিৎকারে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হোন। মুহুর্তেই দুই ছেলে আগুনে পুড়ে যায়, পরে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপতালে নিলে তাদের মৃত্যু হয়।
নিহতদের বাবা রনি বলেন, গত শনিবার আমাদের এক প্রতিবেশি চাচা মারা য়ায়। উনার স্বজনরা বিনা অনুমতিতে আমাদের পারিবারিক কবরস্থানে লাশ দাফন করতে গেলে আমরা বাধা দিই। পরে আমার বড়ভাইকে তারা মারধর করে। এরপর থেকে তারা একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে। তিনি বলেন, আমার দুই ছেলেকে পেট্রল মেরে আগুন লাগিয়ে হত্যা করা হয়েছে। এ হত্যাকা-ের সাথে সরাসরি জড়িত রয়েছে প্রতিবেশি আনোয়ার, জনি, আরাফাত, জয়নাল, ফারুক ও বাদল। তিনি হত্যাকা-ের সুষ্ঠু বিচার দাবি করেন। প্রতিবেশীদের মধ্যে কয়েকজন জানান, তাদের ঘরে আগুন জ্বলতে দেখে আমরা ঘর থেকে বেরিয়ে এসে আগুন নেভানোর জন্য বালতি করে পানি নিয়ে গেলে দেখি ঘরের বাহির থেকে দরজায় তালা মারা ও রশি দিয়ে বাধা ছিল। এতেই বুঝা যায় তাদেরকে দুর্র্বৃত্তরা ঘরে আগুন দিয়ে মারার পরিকল্পনা করেছিল পূর্ব থেকে।
ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, রাতে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের দগ্ধকৃত লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া কোরের '৯ম কর্ণেল কমান্ড্যান্ট' অভিষেক অনুষ্ঠিত
দ. কোরিয়ায় ইয়ুনের আটক বাড়ানোর পর আদালতে হামলা ও বিক্ষোভ
শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে ট্রাম্প
ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা, ইসরাইলি বিমানবন্দর বন্ধ
৬০০ টাকা কেজি দরে ইলিশ বেচবে সরকার, পাওয়া যাবে যেখানে
লাইফ সাপোর্টে কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
স্পেনের এনজিওগুলো ইলন মাস্কের বিরোধিতায় এক্স ছেড়ে যাচ্ছে
যে দেশ বা সমাজে ন্যায়বিচার নেই, সে জাতিকে ধ্বংস করে দেন আল্লাহ: আল্লামা মামুনুল হক
গাজায় প্রতিদিন ঢুকবে ৬০০ ট্রাক ত্রাণ
যুদ্ধবিরতির আনন্দে গাজায় কর্মরত সাংবাদিকদের আবেগ-উল্লাস
ফের শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
লিমায় স্প্যানিশ বিজয়ী ফ্রান্সিসকো পিজারোর মূর্তি পুনঃস্থাপন
আবারও পেছাল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি
‘প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলকভাবে করতে হবে’
রাজনীতির মধ্যে ঢুকতে চায় না ইসি, ভোটার তালিকা হালনাগাদ শুরু সোমবার
টিকটকের যুক্তরাষ্ট্রে পরিষেবা বন্ধ, আইনি নিষেধাজ্ঞার প্রভাব
ইউল্যাবের হাল্ট প্রাইজ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ
স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছিলেন হাসিনা : দ্য হিন্দু
আওয়ামী দুঃশাসনের যেন পুনরাবৃত্তি না হয়: রিজভী আহমেদ
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির ভরাডুবি, আ.লীগের জয়জয়কার