ফরিদপুরের বিভাগীয় রোডমার্চ-পরবর্তী নেতা-কর্মী সমর্থকদের বাড়ছে শক্তি ও সাহস
০৫ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম
ফরিদপুর অঞ্চলের রোডমার্চ পরবর্তী গতকাল বুধবার ফরিদপুর, রাজবাড়ী জেলা সদর, ভাঙ্গা, নগরকান্দা, শিবচর, টেকেরহাট, মোস্তফাপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলা সদরসহ ৮ থেকে ৯টি উপজেলা সদর, ইউনিয়ন পর্যায় এবং বড় বড় হাট-বাজারে, বিএনপির নেতা-কর্মী, সমর্থক, সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষক, আইনজীবী, মুক্তিযোদ্ধা এবং এনজিও পর্যায়সহ তৃনমুল পর্যায়ের মানুষদের সাথে কথা বলেছিলেন- আনোয়ার জাহিদ ফরিদপুর জেলা সংবাদদাতা, আবুল হাসান সোহেল স্টাফ রিপোর্টার মাদারীপুর। উল্লেখিত, শ্রেণীর মানুষের সাথে কথা বলে যা পাওয়া গেল তা তুলে ধরা হলো।
ফরিদপুর বিভাগীয় বিএনপি রোডমার্চ শেষ হয়েছে গত মঙ্গলবার। এ রোডমার্চকে কেন্দ্র করে বৃহত্তর ফরিদপুরসহ থেকে প্রায় ৩২টি উপজেলার সদরের প্রত্যেকটি ইউনিয়নের বিএনপি নেতা-কর্মীদের মধ্যে বইছে আনন্দ উচ্ছ্বাস এবং ঈদের মতো খুশি। এতদিন ঘরে ঘুমিয়ে থাকা তথা, থানা পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ের যত ধরনের নেতা-কর্মী সমর্থক আছেন, সকলের মধ্যেই এই কর্মসূচিতে ব্যাপক সাড়া জাগিয়েছেন। তাদের সকলের মুখেই একটি আওয়াজ এ সরকার পতন হবে কবে? এক দফা দাবিতে রাজবাড়ী গোয়ালন্দ, ফরিদপুর, নগরকান্দা, তালমা ভাঙ্গা, টেকেরহাট, বরইতলা, মোস্তোফাপুর, মাদারীপুর এবং শরীয়তপুরের সকল পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য রেখেছে রোডমার্চ পরবর্তী। রোডমার্চ যেন এ অঞ্চলের মানুষের ভিতরে নতুন একটি দিগন্তের নতুন একটি অধ্যায় থেকে শক্তির সঞ্চার করে দিয়ে গেল।
এই অঞ্চলের সকল পর্যায়ের নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের ভিতরে যে ভীতি ছিল, সেই ভীতি ভেঙে দলের প্রতি ভালাবাসার জোয়ার বইছে। সকলের মধ্যে একটি নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সকলের জানার আগ্রহ বেগম জিয়া মুক্তি পাবে কবে? তাকে কি আদৌ কোনো চিকিৎসার ব্যবস্থায় বিদেশে তাকে পাঠানো সম্ভব হবে? গত সোমবারের ফরিদপুরে পথসভা, সমাবেশ এবং গণসংযোগে কর্মী এবং সমর্থকদের মধ্যে নেমে এসেছে উৎসাহ ও উদ্দীনের ঢল। বিভাগীয় রোড মার্চে দলের নেতা-কর্মীদের প্রত্যাশা ছিল সর্বস্তরের স্বতঃস্ফূর্ত জনতার ঢল নামবে। ঠিক তাই নেমেছে। ফরিদপুরে গোয়ালন্দ মোড় থেকে শরীয়তপুর পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার পথে টানা ৬ থেকে ৭ ঘণ্টার যানজটে আটকা পড়েছিল দূর-দূরান্তের হাজার হাজার পরিবহন এবং মাল গাড়ি। পথে পথে রোডমার্চে অংশ নেওয়া হাজার হাজার নেতাকর্মী সমর্থকদের স্বাগত জানিয়েছেন এলাকাবাসী এবং গাড়িতে আটকে পড়া দুরদুরান্তের যাত্রী ও পথচারীরাও। এই বিষয়টি ছিল খুবই লক্ষণীয় একটা বিষয়। বৃহত্তর ফরিদপুর অঞ্চলের তথা ফরিদপুর বিভাগীয় বিএনপি রোডমার্চ ছিল আগামী দিনের রাজনীতির একটি নতুন বার্তা।
নেতাকর্মী সমর্থকদের মধ্যে যে আলোচনা ছিল, তার মধ্যে ছিল, বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন তথা এক দফা দাবিতে তারা সকলে রাস্তায় আছেন এবং থাকবেন। আন্দোলন সংগ্রামের ঐতিহ্যের অঞ্চল ফরিদপুর। দেশের অনেক বড় আন্দোলন সৃষ্টি হয়েছে এই জেলা থেকেই। এটা পূর্ব থেকেও হয়েছে। গতকালের তথা ৩ অক্টোবরের রোডমার্চ বেলা ২টায় রাজবাড়ী গোয়ালন্দ থেকে শুরু হয়ে রাত আনুমানিক প্রায় ১১টায় শরীয়তপুরে শেষ হয়।
এই রোডমার্চে ফরিদপুর থেকে শরীয়তপুর পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার যানজট হয়। রোড মার্চ নিয়ে ইনকিলাবের সাথে কথা হয়, ফরিদপুরের বীরমুক্তিযোদ্ধা মো. আমীনুর রহমান ফরিদ, আইনজীবী নাগিস খানম, ব্যবসায়ী জামাল, ডাক্তার আবজাল, সর্বজন শ্রদ্ধেয় মুরব্বি প্রফেসার এম এ সামাদের সাথে। তারা সকলেই ইনকিলাবকে বলেন, দেশের মানুষের শান্তির লক্ষে সকল রাজনৈতিক দলকে দেশের স্বার্থে ছাড় দিবে হবে। অমানবিক এবং একতরফা কিছুই মঙ্গলজনক নয়।
অপরদিকে, ইনকিলাবের কথা হয় শিবচর উপজেলার পাচ্চর বাজারের বিশিষ্ট সমাজসেবক মো. আবুল হোসেন হাওলাদার, শিক্ষক নেতা মো. তানভীর আহমেদ, ক্লিনিক ব্যবসায়ী মো. আবু তাহের, এনজিওকর্মী তমালিকা রায়, গ্রাম, ডাক্তার আশফাক মিয়া, অ্যাডভোকেট জাকারিয়া কাজল, মুদি দোকানদার রাব্বি, মোস্তফাপুরে হোটেল ব্যবসায়ী সানোয়ার, শরীয়তপুরের মাছ ব্যবসায়ী রনজিত মালোর সাথে। তারা ইনকিলাবে জানান, আমরা দেশের শান্তি চাই। সকলে মিলে মিশে দেশটাকে ভাল রাখুক এটাই কামনা করি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া কোরের '৯ম কর্ণেল কমান্ড্যান্ট' অভিষেক অনুষ্ঠিত
দ. কোরিয়ায় ইয়ুনের আটক বাড়ানোর পর আদালতে হামলা ও বিক্ষোভ
শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে ট্রাম্প
ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা, ইসরাইলি বিমানবন্দর বন্ধ
৬০০ টাকা কেজি দরে ইলিশ বেচবে সরকার, পাওয়া যাবে যেখানে
লাইফ সাপোর্টে কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
স্পেনের এনজিওগুলো ইলন মাস্কের বিরোধিতায় এক্স ছেড়ে যাচ্ছে
যে দেশ বা সমাজে ন্যায়বিচার নেই, সে জাতিকে ধ্বংস করে দেন আল্লাহ: আল্লামা মামুনুল হক
গাজায় প্রতিদিন ঢুকবে ৬০০ ট্রাক ত্রাণ
যুদ্ধবিরতির আনন্দে গাজায় কর্মরত সাংবাদিকদের আবেগ-উল্লাস
ফের শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
লিমায় স্প্যানিশ বিজয়ী ফ্রান্সিসকো পিজারোর মূর্তি পুনঃস্থাপন
আবারও পেছাল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি
‘প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলকভাবে করতে হবে’
রাজনীতির মধ্যে ঢুকতে চায় না ইসি, ভোটার তালিকা হালনাগাদ শুরু সোমবার
টিকটকের যুক্তরাষ্ট্রে পরিষেবা বন্ধ, আইনি নিষেধাজ্ঞার প্রভাব
ইউল্যাবের হাল্ট প্রাইজ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ
স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছিলেন হাসিনা : দ্য হিন্দু
আওয়ামী দুঃশাসনের যেন পুনরাবৃত্তি না হয়: রিজভী আহমেদ
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির ভরাডুবি, আ.লীগের জয়জয়কার