শেখ হাসিনাকে বিদায় না করে আইনজীবীরা ঘরে ফিরবে না : ময়মনসিংহে ব্যারিস্টার কায়সার কামাল
০৬ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম
শেখ হাসিনাকে বিদায় না করে ঘরে ফিরে যাবে না বলে মন্তব্য করেছেন ইউনাটেড ল ইয়ার্স ফ্রন্টের প্রধান সমন্বয়ক ও আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, আইনজীবীরা এক দফা দাবিতে রাস্তায় নেমেছে। দেশের কৃষক-শ্রমিক, মেহনতী জনতা ছাত্র-যুবক থেকে শুরু করে আইনজীবীরাও শেখ হাসিনার হাত থেকে রেহাই পাচ্ছে না। এই অবস্থা চলতে দেওয়া যায় না। অবিলম্বে ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ দাবি করছি। অন্যথায় দেশের আইনজীবী সমাজ শেখ হাসিনাকে বিদায় না করে ঘরে ফিরে যাবে না। গতকাল বিকাল ৩টায় ময়মনসিংহ বিভাগীয় আইনজীবীদের পদযাত্রা শেষে নগরীর নতুন বাজার হরিকিশোর রায় রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
এ সময় ব্যারিস্টার কায়সার কামাল আরো বলেন, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও শহীদ ইয়াহিয়া হত্যা মামলার আসামি মোয়াজ্জেম হোসেন বাবুলের নেতৃত্বে আমাদের আইনজীবী সমাবেশে আজ হামলার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমাদের নেতাকর্মীরা তাদের প্রতিহত করেছে। ন্যক্কারজনক এই ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানাই।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইউনাটেড ল ইয়ার্স ফ্রন্টের আহŸায়ক অ্যাড. জয়নাল আবেদীন বলেন, খালেদা জিয়াকে রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত ভাবে বন্দি করে রেখেছে। তার মুক্তির জন্য আমরা আন্দোলন করেছি। কিন্তু সরকার বেগম খালেদা জিয়াকে মেরে ফেলতে চায়। তারই প্রতিবাদে আজ আইনজীবীদের এই আন্দোলন। এই আন্দোলন বৃথা যাবে না, এই অবৈধ সরকার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। তিনি আরো বলেন, হামলা করে আন্দোলন ঠেকানো যাবে না। এই সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে। কারণ বর্তমান সরকার অবৈধ ও মাফিয়া সরকার, বিনা ভোটের সরকার। তাই সারাদেশের আইনজীবীদের নিয়ে আমরা পদযাত্রা করছি। এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে মানুষ ভোট দিতে পারবে না। বিগত কয়েকটি নির্বাচনেও মানুষ ভোট দিতে পারেনি। একারণেই বিএনপির ২১ দফা আজ এক দফায় পরিণত হয়েছে। অবিলম্বে সংসদ ভেঙে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে শেখ হাসিনাকে বিদায় নিতে হবে।
জানা যায়, সংসদ ভেঙে সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর ও বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে এই আইনজীবী সমাবেশ ও পদযাত্রা করেছে ময়মনসিংহ বিভাগীয় ইউনাটেড ল ইয়ার্স ফ্রন্ট। পদযাত্রার নেতৃত্ব দেন সংগঠনের আহŸায়ক অ্যাড. জয়নাল আবেদীন ও প্রধান সমন্বয়ক ব্যারিস্টার কায়সার কামাল। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. নূরুল হক। এতে আরো উপস্থিত ছিলেন ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্টের র্শীষ নেতা অ্যড. আব্দুল জব্বার, রুহুল কদ্দুস কাজল, কামরুল ইসলাম সজল, ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহŸায়ক এম.এ হান্নান খানসহ ময়মনসিংহ বিভাগের প্রায় পাঁচ শতাধিক আইনজীবী।
এর আগে দুপুর ২টায় জেলা আইনজীবী সমিতির ১ নম্বর হল রুমে সমাবেশ শুরু করলে তাদের বাধা দেয় আওয়ামী লীগপন্থি আইনজীবী ও ছাত্রলীগ নেতারা। এতে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এ সময় কোতোয়ালি থানা পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ভূমি দ্রুত অধিগ্রহণসহ নিজস্ব ক্যাম্পাস নির্মাণের দাবীতে মানববন্ধন
রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে বিপুল সংখ্যক আফ্রিকান সেনা
এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত
হুগলির গঙ্গায় ডুবে আছে বাংলাদেশি জাহাজ
সুন্দরগঞ্জে আওয়ামী লীগ নেতার দখলে থাকা ১১ বিঘা জমি ১৮ বছর পর উদ্ধার
‘ওবায়দুল কাদেরের প্রশ্রয়ে কাদের মির্জা এলাকাকে সন্ত্রাসের জনপদ বানিয়েছিল’
ঝিনাইদহে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ
শেরপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত
ভোটার হালনাগাদে রোহিঙ্গা বিষয়ে সতর্ক থাকার নির্দেশ ডিসি : ফৌজিয়া খান
সরাসরি ইলিশ বিক্রি করলে দাম কমানো সম্ভব: মৎস্য উপদেষ্টা
চট্টগ্রামকে উড়িয়ে জয়ের ধারায় বরিশাল
"১৯ বছর পর রাণীনগরে মোসারব হোসেন গোল্ডকাপ ফাইনাল, মাঠে হেলিকপ্টারে খেলোয়াড়দের আগমন"
বরিশালে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন সফল করতে সার্বিক সহযোগিতা প্রত্যাশা
কুড়িগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
জেলেদের দিক নির্ণয়ের জন্য বরগুনায় লাইট হাউজ স্থাপন
চুপিসারে বিয়ে করলেন সংগীত তারকা দর্শন রাওয়াল
বিডিআর হত্যাকাণ্ড : বিস্ফোরক মামলায় ২ শতাধিক আসামির জামিন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইউটার্নে নেই সতর্ক চিহ্ন, বাড়ছে দুর্ঘটনা
ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়ার মাহফিল
একশ’ মিটার ব্রিজ না থাকায় ১৫ কিলোমিটার ঘুরপথ, দুর্ভোগে শিক্ষার্থীসহ লাখো মানুষ