চট্টগ্রামে পুলিশ হেফাজতে সাবেক দুদক কর্মকর্তার মৃত্যু : দুই এএসআই প্রত্যাহার তদন্ত শুরু
০৬ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম
নগরীর চান্দগাঁও থানায় গ্রেফতারের পর পুলিশ হেফাজতে দুর্নীতি দমন কমিশন-দুদকের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহর মৃত্যুর ঘটনায় দুই পুলিশ সদস্যকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ তাদের থানার দায়িত্ব থেকে প্রত্যাহার করে দামপাড়া নগর পুলিশ লাইনে সংযুক্ত করার আদেশ দেন।
দুই পুলিশ কর্মকর্তা হলেন- এএসআই মো. ইউসুফ আলী ও এটিএম সোহেল রানা। চান্দগাঁও থানায় কর্মরত ওই দুই পুলিশ কর্মকর্তা দুদকের সাবেক কর্মকর্তাকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে থানায় নিয়েছিলেন। সিএমপির কর্মকর্তারা জানান, থানায় নেওয়ার পর সাবেক ওই দুদক কর্মকর্তার মৃত্যুর ঘটনা তদন্ত হচ্ছে। তদন্তটা যাতে নির্মোহ ও নিরপেক্ষ হয়, সে জন্য তাদের ক্লোজ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সাবেক দুদক কর্মকর্তাকে গ্রেফতার এবং পরে তার মৃত্যুর ঘটনার তদন্ত শুরু হয়েছে। সিএমপি কমিশনার কর্তৃক গঠিত তিন সদস্যের কমিটি গতকাল তাদের কাজ শুরু করে। এর আগে বুধবার বিকেলে সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় তিন সদস্যের কমিটিকে তদন্ত করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। নগর গোয়েন্দা পুলিশের উত্তর জোনের উপ-কমিশনারকে প্রধান করে কমিটিতে নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (উত্তর) এবং বিশেষ শাখার সহকারী কমিশনারকে সদস্য করা হয়েছে।
সিএমপির উপ কমিশনার (উত্তর) মোখলেছুর রহমান বলেন, দুদকের সাবেক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় উনার পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনের মধ্যে স্বাভাবিকভাবেই কিছু প্রতিক্রিয়া তৈরি হয়েছে। গ্রেফতারের ক্ষেত্রে বিধিবর্হিভ‚ত কোনো কাজ করা হয়েছে কিনা এবং থানায় নিয়ে যাওয়ার পর তার সঙ্গে নিয়মবর্হিভ‚ত কোনো আচরণ করা হয়েছে কিনা- সেটা নির্ণয়ের জন্য পুলিশ কমিশনার তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন। মঙ্গলবার রাতে নগরীর চান্দগাঁও থানা পুলিশ দুদকের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহকে গ্রেফতার করে। তার বাসা নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, হুমকিধমকি ও মানহানির অভিযোগে আদালতে দায়ের হওয়া একটি মামলায় পরোয়ানামূলে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়েছিল। তাকে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে বসানোর পর তিনি অসুস্থবোধ করতে থাকেন। তাকে থানার পাশে একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
তবে শহীদুল্লাহর পরিবারের পক্ষ থেকে সাংবাদিকদের কাছে অভিযোগ করা হয়েছে, গ্রেফতারের সময় তার সঙ্গে নির্দয় আচরণ করা হয়েছে। তাকে কোন প্রকার পরোয়ানা ছাড়াই বাসা থেকে জোর করে তুলে নেওয়া হয়। তিনি অসুস্থ বলার পরও পুলিশ কোন কথা শোনেনি। এমনকি তাকে প্রয়োজনীয় ও জরুরি ওষুধও নিতে দেওয়া হয়নি। পরিবারের সদস্যরা এটিকে হত্যা হিসাবেও উল্লেখ করেন। #
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কেশবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত
ইউরোপকে আরেকটি জ্বালানি সংকটে ফেলেছে ইউক্রেন-যুক্তরাষ্ট্র: হাঙ্গেরি
নোবিপ্রবি তৃতীয় জাতীয় সায়েন্স ফেস্ট এর সমাপনী অনুষ্ঠিত
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ভূমি দ্রুত অধিগ্রহণসহ নিজস্ব ক্যাম্পাস নির্মাণের দাবীতে মানববন্ধন
রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে বিপুল সংখ্যক আফ্রিকান সেনা
এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত
হুগলির গঙ্গায় ডুবে আছে বাংলাদেশি জাহাজ
সুন্দরগঞ্জে আওয়ামী লীগ নেতার দখলে থাকা ১১ বিঘা জমি ১৮ বছর পর উদ্ধার
‘ওবায়দুল কাদেরের প্রশ্রয়ে কাদের মির্জা এলাকাকে সন্ত্রাসের জনপদ বানিয়েছিল’
ঝিনাইদহে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ
শেরপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত
ভোটার হালনাগাদে রোহিঙ্গা বিষয়ে সতর্ক থাকার নির্দেশ ডিসি : ফৌজিয়া খান
সরাসরি ইলিশ বিক্রি করলে দাম কমানো সম্ভব: মৎস্য উপদেষ্টা
চট্টগ্রামকে উড়িয়ে জয়ের ধারায় বরিশাল
"১৯ বছর পর রাণীনগরে মোসারব হোসেন গোল্ডকাপ ফাইনাল, মাঠে হেলিকপ্টারে খেলোয়াড়দের আগমন"
বরিশালে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন সফল করতে সার্বিক সহযোগিতা প্রত্যাশা
কুড়িগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
জেলেদের দিক নির্ণয়ের জন্য বরগুনায় লাইট হাউজ স্থাপন
চুপিসারে বিয়ে করলেন সংগীত তারকা দর্শন রাওয়াল
বিডিআর হত্যাকাণ্ড : বিস্ফোরক মামলায় ২ শতাধিক আসামির জামিন