দেশজুড়ে অতিবৃষ্টি
০৬ অক্টোবর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৩, ১২:০২ এএম
আমনের জন্য উপকার, আগাম শাক-সবজির ক্ষতি হবে : বৃষ্টি প্রলম্বিত হলে আরো ক্ষতির শঙ্কা Ñকৃষির ডিজি
আশি^নের তৃতীয় সপ্তাহের শেষে অর্থাৎ পঞ্জিকার হিসাবে শরৎ ঋতুর শেষ দিকে ‘অসময়ে’ এসেই হঠাৎ জোরদার হয়ে উঠেছে বর্ষারোহী মৌসুমী বায়ু। আবহাওয়া বিভাগ জানায়, বাংলাদেশের ওপর এবং উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে। তাছাড়া উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ুর সক্রিয় প্রভাবে গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহ ঝড়ো হাওয়ার সম্মুখীন হতে পারে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখাতে বলা হয়েছে। এদিকে দেশের অভ্যন্তরে অকালে বৃষ্টির পাশাপাশি উত্তর-পূর্ব ভারতে অতিবৃষ্টিতে উজানের ঢল-বানের পানিও ধেয়ে আসছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় সমগ্র দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ছাড়াও অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়েছে। এ সময়ে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় রাজশাহীতে ২৪৪ মিলিমিটার। যা রাজশাহীতে গেল দশ বছরের মধ্যে সর্বোচ্চ বর্ষণের রেকর্ড। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ঘনঘোর মেঘের সাথে বর্ষণের ফলে শরতের শেষ পর্যায়ে এসে দেশে বর্ষাকালীন অবস্থা সৃষ্টি হয়। দেশের অনেক জেলা-উপজেলায় দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। সমুদ্রে মাছ শিকার বন্ধ রয়েছে।
এদিকে শরতের শেষদিকে এসে সারা দেশে মাঝারি থেকে ভারী ও অতি ভারী বর্ষণের কী প্রভাব-প্রতিক্রিয়া কৃষি-খামার খাতসমূহে পড়বে এ প্রসঙ্গে কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ^াস গতকাল সন্ধ্যায় দৈনিক ইনকিলাবকে বলেন, মূলত জলবায়-আবহাওয়াগত পরিবর্তনের কারণেই শরৎ শেষের এ সময়ে অস্বাভাবিক ভারী বৃষ্টিপাত হচ্ছে। সেই সাথে ভারতে অতিবৃষ্টির ফলে পাহাড়ি ঢলের পানি আসছে বিশেষত দেশের উত্তরাঞ্চলে। গত দু’তিন বছর যাবৎ দেখা যাচ্ছে ভরা বর্ষায় বৃষ্টিপাত হচ্ছে কম। অথচ প্রাক-বর্ষায় এবং ভরা বর্ষাকালের পরে বেশিই বৃষ্টি ঝরছে। যেমন- গেল ভাদ্র মাসেও অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে।
তিনি জানান, শরতের এই ‘অসময়ে’ সারা দেশে বর্ষণ ও অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের ফলে উঠতি আমনের জন্য উপরকার বয়ে আনবে। জমিতে পানির চাহিদা পূরণ হবে। ভূগর্ভস্থ পানিও রিচার্জ হবে ভালোভাবে। তবে দেশের অনেক জায়গায় আমন ফসল আকস্মিক প্লাবিত বা ডুবে যাওয়ারও খবর পাচ্ছি। চলতি বছর সারা দেশে ৬০ লাখ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। যা আগের বছরের চেয়ে ২৪ হাজার হেক্টর বেশি।
কৃষির ডিজি আরও শঙ্কা ব্যক্ত করেন, অকালে সমগ্র দেশে বৃষ্টিপাতের কারণে আগাম শীতকালীন শাক-সবজিসহ রবিশস্যের আবাদ, উৎপাদনে ক্ষতি হতে পারে। আজ (গতকাল) কৃষিমন্ত্রীসহ অসময়ের বৃষ্টিপাতের বিরূপ প্রভাব নিয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি আগামী ১৫ অক্টোবরের মধ্যেই যদি অকাল বৃষ্টিপাত থেমে যায় তাহলে কৃষিখাতে ততটা ক্ষতিকর প্রভাব পড়বে না। তবে এই বৃষ্টি যদি প্রলম্বিত হয় তাহলে কৃষিতে ক্ষয়ক্ষতির শঙ্কা রয়েছে।
গতকাল রাজশাহী ছাড়াও ফরিদপুর, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, নেত্রকোণাসহ দেশের অনেক শহর-নগর, হাট-বাজার-গঞ্জে, রাস্তাঘাট সড়কে পানি থৈ থৈ করে। এ সময়ে ঢাকায় ৫২ মি.মি., টাঙ্গাইলে ১৫০, ফরিদপুরে ১৬৬, পাবনায় ১১৬, সিরাজগঞ্জে ১০২, রংপুরে ৪৭, নেত্রকোণায় ১০৪, সিলেটে ১৩, চট্টগ্রামে ৪০, স›দ্বীপে ৮৬, চাঁদপুরে ৯৩, হাতিয়ায় ৬২, চুয়াডাঙ্গায় ১৫৪, কুষ্টিয়ায় ১২১, বরিশালে ২৮, ভোলায় ১১৭ মি.মি.সহ সমগ্র দেশে মাঝারি, ভারী ও হালকা বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া পুর্বাভাসে জানা গেছে, আজ শুক্রবার ও আগামীকাল শনিবারও দেশের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সুন্দরগঞ্জে আওয়ামী লীগ নেতার দখলে থাকা ১১ বিঘা জমি ১৮ বছর পর উদ্ধার
‘ওবায়দুল কাদেরের প্রশ্রয়ে কাদের মির্জা এলাকাকে সন্ত্রাসের জনপদ বানিয়েছিল’
ঝিনাইদহে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ
শেরপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত
ভোটার হালনাগাদে রোহিঙ্গা বিষয়ে সতর্ক থাকার নির্দেশ ডিসি : ফৌজিয়া খান
সরাসরি ইলিশ বিক্রি করলে দাম কমানো সম্ভব: মৎস্য উপদেষ্টা
চট্টগ্রামকে উড়িয়ে জয়ের ধারায় বরিশাল
"১৯ বছর পর রাণীনগরে মোসারব হোসেন গোল্ডকাপ ফাইনাল, মাঠে হেলিকপ্টারে খেলোয়াড়দের আগমন"
বরিশালে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন সফল করতে সার্বিক সহযোগিতা প্রত্যাশা
কুড়িগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
জেলেদের দিক নির্ণয়ের জন্য বরগুনায় লাইট হাউজ স্থাপন
চুপিসারে বিয়ে করলেন সংগীত তারকা দর্শন রাওয়াল
বিডিআর হত্যাকাণ্ড : বিস্ফোরক মামলায় ২ শতাধিক আসামির জামিন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইউটার্নে নেই সতর্ক চিহ্ন, বাড়ছে দুর্ঘটনা
ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়ার মাহফিল
একশ’ মিটার ব্রিজ না থাকায় ১৫ কিলোমিটার ঘুরপথ, দুর্ভোগে শিক্ষার্থীসহ লাখো মানুষ
জাপানি ভাষার লেভেল টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত
মুন্সীগঞ্জে তারুণ্যের উৎসবে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
আলফাডাঙ্গায় মধুমতী নদীর আড়াআড়ি বাঁধ অপসারণ করলেন ভ্রাম্যমাণ আদালত
কাউখালীতে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও বরের ৭ দিনের কারাদণ্ড