ঢল-বর্ষণে ডুবছে ফসল সবজি, বাড়ছে ক্ষয়ক্ষতি
০৭ অক্টোবর ২০২৩, ১২:০১ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৩, ১২:০১ এএম
সারা দেশে ‘অসময়ে’ টানা মাঝারি থেকে ভারী এমনকি অতি ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। বিশেষজ্ঞগণ বলছেন, জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এবং ‘এল নিনো’র প্রভাবে ভরা বর্ষাকালের পরেই দেশজুড়ে অতি বর্ষণে বর্ষাকালীন অবস্থা তৈরি হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে ৪৭৬ মিলিমিটার। যা এ অঞ্চলে বর্ষা-পরবর্তী বৃষ্টিপাতে বাইশ বছরের রেকর্ড অতিক্রম। এ সময়ে ময়মনসিংহে ৩৪০, ঢাকায় ৮০, টাঙ্গাইলে ৮৮, বগুড়ায় ৮৩, নেত্রকোনায় ৩১১, সিলেটে ১৩৬, চট্টগ্রামে ১৯, কক্সবাজারে ৯১, যশোরে ৯৯, বরিশালে ১৩ মি.মি.সহ প্রায় সারা দেশে বৃষ্টিপাত হয়েছে। গত বৃহস্পতিবার রাজশাহীতে রেকর্ড ২৪৪ মি.মি., গতকাল সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ময়মনসিংহে ৩৭৮ মি.মি. রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। যা এসব অঞ্চলে গত দশ থেকে বিশ বছরের রেকর্ড ভঙ্গ।
আজ শনিবারও দেশের অনেক জায়গায় বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দেয়া হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সেই সাথে উত্তর-পূর্ব ভারতের বিশেষত সিকিমে অতি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের তোড়ে তিস্তার উজানে বাঁধ ভেঙে ধেয়ে আসছে ঢল-বান। হঠাৎ দ্বিমুখী পানির তীব্র চাপে দেশের অনেক জেলা-উপজেলায় ডুবে যাচ্ছে ফল-ফসলের বিস্তীর্ণ জমি। অনেক জায়গায় পানিতে তলিয়ে গেছে আগাম শীতকালীন শাক-সবজি, ক্ষেত-খামার। একের পর এক ঢল-বানের পানিতে নিমজ্জিত হওয়ায় বাড়ছে ফসলের ক্ষয়ক্ষতির মাত্রা। ডুবে যাচ্ছে মাঠ-ঘাট, রাস্তাঘাট, সড়ক, জনপদ।
আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, পশ্চিমবঙ্গ ও এর সংলগ্ন উত্তর-পশ্চিমা একটি সক্রিয় লঘুচাপের পাশাপাশি বাংলাদেশের উপর এবং উত্তর বঙ্গোপসাগরে বর্ষারোহী মৌসুমী বায়ুমালা হঠাৎ সক্রিয় হয়ে উঠেছে। এর ফলে বর্ষাকাল বিদায়ের পরই আশি^নের শেষে তথা শরৎ ঋতুর শেষ দিকে এসেই সমগ্র দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে।
কৃষিবিদগণ জানান, অব্যাহত টানা ভারী বৃষ্টিপাত ও ঢলের কারণে দেশের অনেক জায়গায় আগাম শীতকালীন শাক-সবজির ক্ষেত ডুবে যাবে। চাষাবাদও পিছিয়ে যাবে। উঠতি আমন ফসলের জন্য অনেক জেলার উঁচু জায়গায় এই বৃষ্টিপাত উপকারি হবে। তবে আশি^ন মাসের শেষে এসে অকালে এই বৃষ্টিপাত অব্যাহত থাকলে বিশেষত নিমাœঞ্চলে আমন ফসল ক্রমাগত তলিয়ে যেতে পারে। অন্যদিকে এ বছর ভরা বর্ষায় বৃষ্টিপাত হয়েছে স্বাভাবিকের চেয়ে প্রায় ৬৫ শতাংশ কম। এখন বর্ষা-পরবর্তী দেশে টানা বর্ষণের সুবাদে ভূগর্ভস্থ পানির স্তর বা স্টক রিচার্জ হচ্ছে। যা চাষাবাদে শুকনো মৌসুমে পানির চাহিদা মেটাবে।
এ দিকে উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি আপাতত বন্ধ এবং সমুদ্র স্বাভাবিক হয়ে আসায় গতকাল চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে দেওয়া সতর্কতা সঙ্কেত তুলে নেয়া হয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
পল্লী বিদ্যুৎ-এর বিল পরিশোধ সবচেয়ে সহজ বিকাশ-এ
জনগণের পাশে থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান
দেশপ্রেমিক গণমানুষের অবিসংবাদিত নেতা ছিলেন জিয়াউর রহমান: গয়েশ্বর রায়
লাকসামের যুবদলের আহবায়ক রাসেল বহিষ্কার
যেভাবে বিদেশি মিডিয়ার মুখ বন্ধ করতে চেয়েছিল হাসিনা
শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত
গৌরনদীতে বসত বাড়ির গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ আহত-৫
যে কারণে সফল হয়েছিলেন শহীদ জিয়াউর রহমান
মাদারীপুরে স্কুলে ল্যাব না থাকলেও শিক্ষক নিয়োগ
কৃষকের প্রয়োজন পানি: মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে সেচ সুবিধা না পেয়ে বিপর্যয়ের আশঙ্কা
দুর্যোগে নেতৃত্বহীনতায় জিয়াউর রহমানের আবির্ভাব - আবুল কালাম আজাদ সিদ্দিকী
ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা
আশুলিয়ায় বাস চাপায় নারী পোশাক শ্রমিক নিহত
জানুয়ারির প্রথম ১৮ দিন রেমিট্যান্স এলো ১৪,৭২৩ কোটি টাকা
জনগণ নয়, ভারতের সম্পর্ক ছিল একটি দলের সাথে - খোকন
মানিকগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন পালিত
ভোরের কাগজ কর্মীদের মানববন্ধন পাঁচদিনের আল্টিমেটাম সাংবাদিক নেতাদের
৬ শতাধিক কৃষকের জমিতে সরকারি পেয়াজের বীজ গজায়নি, লোকসানের ঘানি টানছেন কৃষকেরা
শিগগিরই ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা
চিকিৎসক হয়রানি যেন অতীতের ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনেরই প্রতিচ্ছবি: ডা. রফিকুল ইসলাম