ভোটের আগে বাড়ছে না জ্বালানি তেলের দাম
১২ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম
আন্তর্জাতিক বাজারে পরিশোধিত জ্বালানি তেলের দাম ওঠানামা করলেও বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে জ্বালানী তেলে দাম কমছে না এবং বৃদ্ধিও হচ্ছে না। তবে সংসদ নির্বাচনের পর প্রতিমাসে জ্বালানি তেলের দাম সমন্বয় করার প্রস্তুতি নিয়েছে সরকার। জ্বালানি তেলের আমদানি ব্যয় ডলারে হিসাব করে তা তখনকার এক্সচেঞ্জ রেট অনুযায়ী টাকায় কনভার্ট করে আমদানি ব্যয় নির্ধারণ করা হবে। এর সঙ্গে শুল্ক-কর, ডিলার কমিশন ও চার্জ, পরিবহন ফি এবং কিছু মুনাফা যুক্ত করে দাম নির্ধারণ করা হবে।
এদিক জ্বালানি তেল ব্যবসায়ী ও শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে সম্প্রতি তাদের কমিশন বাড়িয়েছে সরকার। এর জন্য জ্বালানি তেলের বিপণন প্রতিষ্ঠান, পরিবহন ও ডিলারদের কমিশনে কিছু সমন্বয় হয়েছে। তবে, খুচরা বাজারে জ্বালানি তেলের দাম পরিবর্তিত হয়নি।
গতকাল বুধবার জ্বালানি খাতের পরিস্থিতি সম্পর্কে আরও বিস্তারিত জানতে আইএমএফ মিশন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন(বিপিসি) ও পেট্রোবাংলার সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। আগামী ২০২৪ সালের জানুয়ারীতে জাতীয় নির্বাচনের পর পরিশোধিত জ্বালানি তেলের আমদানি ব্যয়ের সঙ্গে স্থানীয়ভাবে শুল্ক-কর, পরিবহনসহ অন্যান্য চার্জ ও ফি যুক্ত করে প্রতিমাসে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে বলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে জানিয়েছে জ্বালানি বিভাগ। সম্প্রতি আইএমএফ এর সঙ্গে এক বৈঠকে এ তথ্য জানিয়েছে জ্বালানি বিভাগ। ঋণদাতা সংস্থাটির পক্ষ থেকে দৈনিক ভিত্তিতে দাম সমন্বয় করা হবে কি-না এতে সম্মতি দেয়নি জ্বালানি বিভাগ।
জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানান,জ্বালানি তেলের আমদানি ব্যয় ডলারে হিসাব করে তা তখনকার এক্সচেঞ্জ রেট অনুযায়ী টাকায় কনভার্ট করে আমদানি ব্যয় নির্ধারণ করা হবে। এর সঙ্গে শুল্ক-কর, ডিলার কমিশন ও চার্জ, পরিবহন ফি এবং কিছু মুনাফা যুক্ত করে দাম নির্ধারণ করা হবে। ইমপোর্ট প্যারিটি প্রাইসের ভিত্তিতে ফর্মুলা প্রণয়ন করা হচ্ছে। অর্থাৎ, আমদানি ব্যয় অনুযায়ী দেশের বাজারে জ্বালানি তেলের দাম ওঠানামা করবে। তবে এক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে পরিশোধিত জ্বালানি তেলের দাম বিবেচনায় নেওয়া হবে। কারণ হিসেবে তারা বলছেন, বাংলাদেশ যত জ্বালানি তেল আমদানি করে তার ৭০% পরিশোধিত তেল। এই ফর্মুলা প্রণয়নে ভারতের জ্বালানি তেলের দরও বিবেচনায় রাখা হয়েছে। প্রতিবেশি দেশটির সঙ্গে জ্বালানি তেলের চোরাচালান বন্ধে বাংলাদেশে তেলের দাম ভারতের বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হবে।
জ্বালানি তেলের ভোক্তা পর্যায়ে দাম নির্ধারণে কিছুটা মুনাফা যুক্ত করার কারণ সম্পর্কে জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানান, সরকার বেসরকারি খাতে রিফাইনারি স্থাপন ও জ্বালানি তেল বিপণন নীতিমালা করছে। এটি হলে সারাদেশে সরকারি ও বেসরকারিখাতের জ্বালানি তেল একই মূল্যে বিক্রি হবে। তাই মূল্য নির্ধারণের সময় বেসরকারি কোম্পানিগুলোর জন্য মুনাফা নির্ধারণ করে মূল্য নির্ধারণ করা হবে। ফলে সরকারও তার সুফল পাবে। আইএমএফ এর ৪.৭ বিলিয়ন ডলার ঋণের শর্ত হিসেবে আগামী বছরের মার্চ থেকে নতুন ফর্মুলায় দাম নির্ধারণ করার কথা রয়েছে। আর গত সেপ্টেম্বরের মধ্যে পেট্রোলিয়াম পণ্যের ক্ষেত্রে একটি ‹পর্যায়ক্রমিক ফর্মুলা-ভিত্তিক মূল্য সমন্বয় প্রক্রিয়া› চালু করার শর্ত ছিল আইএমএফ›র। সরকার সেপ্টেম্বর থেকে দাম সমন্বয়ের ঘোষণা দিলেও বর্তমানে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে নির্বাচনের আগে সমন্বয় করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে জ্বালানি বিভাগ।
জ্বালানি বিভাগ ডিজেলের বিক্রয় মূল্যের ২.৮৫%, কেরোসিনে ২%, পেট্রোলে ৪.৩৪% এবং অকটেনে ৪.২৮% কমিশন নির্ধারণ করেছে। পরিবহন ভাড়াও শতকরা হারে নির্ধারণ করা হয়েছে। বর্তমানে জ্বালানি তেল আমদানিতে ৩৫% কর ও ভ্যাট রয়েছে। সর্বশেষ গত বছরের ৩০ আগস্ট সরকার নির্বাহী আদেশে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১০৯ টাকা, প্রতি লিটার পেট্রোল ১২৫ টাকা ও প্রতি লিটার অকটেন ১৩৫ টাকা নির্ধারণ করেছে। এরপরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে ওঠানামা হলেও সরকার দাম পরিবর্তন করেনি। সউদী আরামকোর ঘোষিত ভোক্তামূল্য অনুযায়ী বর্তমানে বিইআরসি ভোক্তা পর্যায়ে এলপিজির দাম নির্ধারণ করছে।
বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান ইনকিলাবকে বলেন, জ্বালানি তেলের দাম বাজারের সাথে সমন্বয় করে নির্ধারণ করা যৌক্তিক। কারণ বর্তমানে আন্তর্জাতিক বাজারে দাম কমলেও সরকার দেশে কমায় না। আবার দাম বেড়ে গেলে দেশে সমন্বয় করতে দেখা যায়। কিন্তু আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে দাম নির্ধারণের ফর্মুলা চালু হলে বাজারের অন্যান্য পণ্যের মত জ্বালানি তেলের দামেও একটা ওঠানামা থাকবে। বাংলাদেশে জ্বালানি তেলের ওপর শুল্ক কর অনেক বেশি উল্লেখ করে তিনি বলেন, উচ্চ শুল্ক থাকলে সাধারণ ভোক্তা, উৎপাদন, রপ্তানিকারক, আমদানি শিল্পের খরচ বেড়ে যাবে। যা মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে। এজন্য দাম নির্ধারণের এই ফর্মুলাতে শুল্ক পুননির্ধারণের সুযোগ থাকতে হবে। যাতে আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে গেলেও দেশের মানুষকে স্বস্তি দিতে শুল্ক কমানো যায়।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক ড. ইজাজ হোসেন বলেন, ফর্মুলা ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি ইতোমধ্যে এলপিজিতে অনুসরণ করা হচ্ছে। এতে কোন মাসে দাম বাড়ছে, আবার কোনো মাসে কমছে। অস্বাভাবিক কিছু না ঘটলে মোটামুটি একটা রেঞ্জের মধ্যে থাকছে। জ্বালানি তেলের বেলায়ও সেরকমই হবে। ফর্মুলা ভিত্তিক প্রাইস অ্যাডজাষ্টমেন্টের সুবিধা হচ্ছে দাম কমলে গ্রাহকরা কম দামে পণ্য পান। আবার বাড়লে সরকারকে লোকসান করতে হয় না। অনেক দেশ এভাবে মূল্য নির্ধারণ করছে। বাংলাদেশে এ ধরনের পদ্ধতি চালুর বিষয়ে অনেক আগে থেকেই বিশেষজ্ঞরা বলে আসছেন। কিন্তু এতদিন সরকার সেটা বিবেচনা করেনি। এখন আইএমএফের শর্ত বা সামগ্রিক বিবেচনায় সরকার সেটা করছে। এটা ইতিবাচক। জ্বালানি তেলের মূল্যের শতকরা হারে কর নির্ধারণ করা ঠিক হবে না।
এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় একটি গেজেট প্রকাশ করেছে, যেখানে তেল বিপণন কোম্পানি›গুলোর কাছে কত দামে জ্বালানি তেল বিক্রি করা হবে এবং এর সঙ্গে অন্যান্য খরচ কত হবে, সেই তালিকা দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, প্রতি লিটার ডিজেল ১০১ টাকা ৪৪ পয়সা, কেরোসিন ১০২ টাকা ৩১ পয়সা, অকটেন ১১৯ টাকা ৬২ পয়সা এবং পেট্রোল ১১৪ টাকা ৮৬ পয়সা দরে তেল বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর কাছে সরবরাহ করবে। অর্থাৎ, রাষ্ট্রায়ত্ত বিপণন প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা এই দরে জ্বালানি তেল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছ থেকে কিনবে। এর সঙ্গে ডিলারদের কমিশন, পরিবহন ব্যয়সহ অন্যান্য খরচ যোগ হয়ে খুচরা দাম নির্ধারিত হয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়া সেনানিবাসে সাঁজোয়া কোরের ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দিলেন সেনা প্রধান
গাজীপুরে এ্যাপারেলস্ কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১২
ব্যবহারকারীদের আশ্বাস ট্রাম্পের, যুক্তরাষ্ট্রে ফের চালু টিকটক
পদ্মায় ধরা পড়লো ৪২ কেজির মহা বিপন্ন বাঘাইড় মাছ
আরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিয়ালের প্রেসিডেন্ট পেরেজ
সিলেটে প্রখ্যাত আলেম ইসহাক আল মাদানির ইন্তেকাল!
গাজার ধ্বংসস্তূপে নতুন স্বপ্ন বুনছেন যুদ্ধবিধ্বস্ত মানুষ
গাজা চুক্তিকে যেকারণে ‘হামাসের জয়’ বলছে ইসরায়েলি গণমাধ্যম
সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিনঃ মিশা
গাজায় ব্যাংক সেবা পুনরায় চালুর প্রস্তুতি শুরু ফিলিস্তিনি কর্তৃপক্ষের
বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পোশাক
লক্ষ্মীপুরে ড্রামট্রাকের চাপায় প্রাণ গেল দুই অটোরিকশা যাত্রীর
মানিকগঞ্জে পদ্মায় বড়শিতে ধরা পরল ৯ কেজি ওজনের বোয়াল
রাজশাহী নার্সিং কলেজের ১৪ শিক্ষার্থী ফেল করে অধ্যক্ষের কক্ষে তালা দিলেন
মেলানিয়া ট্রাম্প বাজারে আনলেন নিজস্ব ক্রিপ্টোকারেন্সি
সাবেক এমপি মোস্তফা জালাল গ্রেপ্তার
শরীয়তপুর পৌরসভার বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
সাইফ ইস্যুতে মেজাজ হারালেন অভিনেতা জাকি শ্রফ
হাজীগঞ্জে কুমড়ার বাম্পার ফলন দাম না পেয়ে কৃষকরা হতাশ
ইবিতে 'কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও শৃঙ্খলা বিধানে করণীয়' শীর্ষক কর্মশালা