খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যেই বিদেশে যেতে দিচ্ছে না সরকার
১২ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যেই সরকার বিদেশে যেতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়ে তার চিকিৎসকদের সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে দেশবাসীর মতই দলের সকল পর্যায়ের নেতা-কর্মী-সমর্থকরা উদ্বিগ্ন।
উনার অসুস্থতার বিষয়টা আমরা বার বার আপনাদের সামনে তুলে ধরেছি, জনগণকে সামনে এবং বিদেশে গণতান্ত্রিক বিশ্বকেও আমরা জানিয়েছি। দেশনেত্রী খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারটা সম্পূর্ণভাবে এখন যেভাবে আছে তাতে করে এটা পরিস্কার যে, তারা বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চায়। চিকিৎসার সুযোগ না দেয়ার মানে কি? হত্যা করা। গতকাল বুধবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, নির্বাচনগুলোতে প্রধান প্রতিপক্ষের প্রধান নেত্রী যাতে অংশগ্রহণ করতে না পারে তার ব্যবস্থা করছে সরকার। ২০১৮ সালের নির্বাচনের পূর্বেই কিন্তু তারা তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে নিয়েছে। যেহেতু সামনে নির্বাচন আছে দেশনেত্রী যাতে বাইরে যেতে না পারেন এবং সুচিকিৎসা করে সুস্থ হয়ে দেশে এসে আবার তিনি জনগণকে সঙ্গে চলাফেরা করতে না পারে সেই লক্ষ্যে তারা তাকে এভাবে হত্যা করতে চায়।
খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে পাঠানোর বিষয়ে দলের অবস্থান তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার বিষয়টি আমরা আপনাদের জানিয়েছি, বিশ্বের সকল গণতান্ত্রিক বিশ্বকে জানিয়েছি। তার মুক্তির জন্য আমরা ‘একটার পর একটা’ কর্মসূচি দিচ্ছি। আপনাদেরকে একটা জিনিস অনুধাবন করতে হবে, আমাদের দল একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি। আমরা শান্তিপূর্ণ গণআন্দোলনে বিশ্বাসী, মানুষকে সঙ্গে নিয়ে আমরা এগুচ্ছি। এটি একটি ফ্যাসিবাদী সরকার। লড়াইটা কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াই, গণতান্ত্রিক শক্তির লড়াই।
সরকার দেশকে সাংঘর্ষিক অবস্থার দিকে ঠেলে দিচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তাদের লক্ষ্যটাই হচ্ছে যে, দেশে একটা সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি করে আবার সেই ’১৪ ও ’১৮‘র মতো নির্বাচন করা। তারা ভাবছে, একতরফা নির্বাচন, কোনো ভোটার উপস্থিত হবে না, তারা সেইভাবে নির্বাচিত হবে। কিন্তু এবার সেটা সম্ভব হবে না।
তিনি বলেন, আমরা খুব পরিস্কার করে বলে দিয়েছি যে, এভাবে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হতে পারে না, আমরা বলে দিয়েছি যে, এই সরকারকে পদত্যাগ করতে হবে, এই সংসদ বিলুপ্ত করতে হবে। নির্বাচন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের দাবি একটাই, এই সরকারকে সরতে হবে এবং এছাড়া বাংলাদেশের কোনো মুক্তি নেই। নট অনলি ফর ইলেকশন, তাদের পদলেহনকারী কয়েকটা দল ছাড়া কোন রাজনৈতিক দলই বলছে না যে, নির্বাচন সুষ্ঠু হয়েছে। জনগণকে জিজ্ঞাসা করুন তাহলে আপনারা বুঝতে পারবেন।
বিএনপি মহাসচিব বলেন, এভাবে নির্বাচন করে কোনো লাভ নেই। বিগত দুইটা নির্বাচন করেছে এরপর সমগ্র পৃথিবী বলছে যে, তোমার নির্বাচন ঠিক হয়নি। এই নির্বাচন করে কি হবে? যে নির্বাচন কেউ গ্রহন করে না। জোর করে তো কিছু হতে পারে না। এবারও কোনো লাভ হবেনা। অসম্ভব।
সরকার পদত্যাগের একদফার আন্দোলন সস্পর্কে তিনি বলেন, এই সংগ্রাম প্রতিদিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আমরা বিশ্বাস করি, এই সরকার জনগণের রুদ্ধ্ররোষের শিকার হয়ে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য হবে।
যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, তারা এসেছেন এখানে ইলেকশন অবজারভার পাঠাবে কি পাঠাবে না সেটা দেখার জন্য, এখানে নির্বাচনের পরিস্থিতি আছে কিনা সেটা দেখতে এসেছে। বিষয়টা খুব পরিস্কার তারা কোনো মতামত দেননি। আমরা যেটা তাদের বলেছি, যে অবস্থা সৃষ্টি হয়েছে এই অবস্থায় কোনো নির্বাচন হতে পারে না। সি মাস্ট রিজাইন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা না দেয়া ছাড়া এখানে কোনো নির্বাচন হতে পারে না।
সংলাপের পথ বিএনপি বন্ধ করেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, এটা বাজে কথা, এটা কত বড় মিথ্যা কথা আপনারা ভালো করেই জানেন। আমরা বরাবরই বলে এসেছি যে, একটা বিষয় আলোচনা হতে পারে, অন্য কোনো বিষয় না, সেটা হচ্ছে নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের বিষয়ে আলোচনা ছাড়া আর কোনো বিষয় আলোচনা হতে পারে না। তবে সেটা অবশ্যই সরকারকে আগে ঘোষণা দিতে হবে যে, আমরা মেনে নেবো এবার আসো নিরপেক্ষ নির্দলীয় সরকারের বিষয় কথা বলি কিভাবে হতে পারে। বাট সি মাস্ট রিজাইন।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।###
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়া সেনানিবাসে সাঁজোয়া কোরের ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দিলেন সেনা প্রধান
গাজীপুরে এ্যাপারেলস্ কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১২
ব্যবহারকারীদের আশ্বাস ট্রাম্পের, যুক্তরাষ্ট্রে ফের চালু টিকটক
পদ্মায় ধরা পড়লো ৪২ কেজির মহা বিপন্ন বাঘাইড় মাছ
আরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিয়ালের প্রেসিডেন্ট পেরেজ
সিলেটে প্রখ্যাত আলেম ইসহাক আল মাদানির ইন্তেকাল!
গাজার ধ্বংসস্তূপে নতুন স্বপ্ন বুনছেন যুদ্ধবিধ্বস্ত মানুষ
গাজা চুক্তিকে যেকারণে ‘হামাসের জয়’ বলছে ইসরায়েলি গণমাধ্যম
সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিনঃ মিশা
গাজায় ব্যাংক সেবা পুনরায় চালুর প্রস্তুতি শুরু ফিলিস্তিনি কর্তৃপক্ষের
বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পোশাক
লক্ষ্মীপুরে ড্রামট্রাকের চাপায় প্রাণ গেল দুই অটোরিকশা যাত্রীর
মানিকগঞ্জে পদ্মায় বড়শিতে ধরা পরল ৯ কেজি ওজনের বোয়াল
রাজশাহী নার্সিং কলেজের ১৪ শিক্ষার্থী ফেল করে অধ্যক্ষের কক্ষে তালা দিলেন
মেলানিয়া ট্রাম্প বাজারে আনলেন নিজস্ব ক্রিপ্টোকারেন্সি
সাবেক এমপি মোস্তফা জালাল গ্রেপ্তার
শরীয়তপুর পৌরসভার বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
সাইফ ইস্যুতে মেজাজ হারালেন অভিনেতা জাকি শ্রফ
হাজীগঞ্জে কুমড়ার বাম্পার ফলন দাম না পেয়ে কৃষকরা হতাশ
ইবিতে 'কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও শৃঙ্খলা বিধানে করণীয়' শীর্ষক কর্মশালা