দেশকে ‘জাহান্নাম’ বলা বিচারপতিকে সতর্কীকরণ বেগম জিয়ার মুক্তি-শেখ হাসিনার পদত্যাগ দাবি : সুপ্রিম কোর্ট বারে পাল্টাপাল্টি কর্মসূচিতে বিএনপি-আ’লীগ

আদালতে রাজনীতি

Daily Inqilab বিশেষ সংবাদদাতা

১২ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং প্রধান মন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি, দেশটাকে জাহান্নামে পরিণত করা হয়েছে- মর্মে বিচারপতির মন্তব্য, বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে নালিশ, ব্যানার-পোস্টার লাগানোয় নিষেধাজ্ঞা, মিছিল-পাল্টা মিছিলে টালমাটাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে উচ্চ আদালতে। একের পর এক বিরোধী নেতা-কর্মীদের সাজা প্রদান, নতুন মামলায় গ্রেফতার, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা বেগম খালেদা জিয়ার মুক্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি-সব দাবি যেন মিলিত হয়েছে এক মোহনায়। ফলে সঙ্কট-সংকুল দেশের হাজারও সমস্যার ভিড়ে গতকাল বুধবার দৃষ্টি কেড়েছে উচ্চ আদালত অঙ্গন। সরকারবিরোধী আন্দোলনের নানা শ্লোগান, অনাকাক্সিক্ষত ব্যানার, ফেস্টুন, পোস্টারে যখন সুশোভিত সুপ্রিম কোর্ট কম্পাউন্ডের প্রতিটি দেয়াল ও বৃক্ষ-তখন ব্যানার পোস্টার সাঁটানোর ওপর নিষেধাজ্ঞা জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন। সব মিলিয়ে বিচারের সর্বোচ্চ পাদপিঠ পরিণত হয়েছে রাজনীতি চর্চার পাদপিঠে।

বিচারপতিকে তলব : মানবাধিকার সংগঠন ‘অধিকার’ সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিনের জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষীয় আইনজীবীর উদ্দেশে বিচারপতি ইমদাদুল হক আজাদের হাইকোর্ট বেঞ্চ বলেছিলেন, দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন। এই মন্তব্য ঘিরে মঙ্গলবার সুপ্রিমকোর্ট অঙ্গন ছিলো আলোচনা-সমালোচনা মুখর। কারাগারে স্থাপিত বিশেষ আদালতের শুনানি থেকে ছুটে এসে অ্যাটর্নি জেনারেল এএম আমিনউদ্দিন প্রকাশিত ঘটনার বিস্তারিত তুলে ধরেন। শপথবদ্ধ একজন বিচারপতি দেশের বিষয়ে এ মন্তব্য করতে পারেন না। এটি সংবিধান পরিপন্থি। ওই বিচারপতির বিরুদ্ধে প্রধান বিচারপতির কাছে আশু ব্যবস্থা গ্রহণের আবেদন জানান তিনি। পরে সাংবাদিকদের কাছে অ্যাটর্নি জেনারেল বলেন, বিচারপতি মো: ইমদাদুল হক আজাদ অসাংবিধানিক বক্তব্য দিয়ে শপথ ভঙ্গ করেছেন। আমি প্রধান বিচারপতিকে বিষয়টি জানিয়েছি। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করেছেন বলেও জানান অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, বিভিন্ন অনলাইন পত্রিকার সংস্করণে একজন বিচারপতির মন্তব্য সম্বলিত প্রতিবেদনটি দেখলাম। একটি মামলার ফৌজদারি আপিল শুনানিকালে বিচারপতির এ ধরনের মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। এ ধরনের মন্তব্য করে ওই বিচারপতি সংবিধানবলে যে শপথ নিয়েছিলেন তা ভঙ্গ করেছেন। এ ধরনের মন্তব্য সম্পূর্ণ অসাংবিধানিক এবং অত্যন্ত গর্হিত। যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমি আশা করি, প্রধান বিচারপতি এ বিষয়ে ব্যবস্থা নেবেন। কারণ এ ধরনের মন্তব্য করলে দেশের মানুষের কাছে বিচার বিভাগ সম্পর্কে ভিন্ন ধারণা হতে পারে। যা আমাদের জন্য ক্ষতিকর।

তিনি আরও বলেন, আমি দেখতে পাচ্ছি ইতোমধ্যে বিভিন্ন মানুষ বিচার বিভাগ নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করছেন। এখন বিচারক যদি এ ধরনের মন্তব্য করেন তখন এটা আরো বেশি যড়যন্ত্রকারীদের কাজে দেবে।
হাইকোর্টের একজন বিচারপতি যে অসাংবিধানিক শব্দ ব্যবহার করেছেন, সংবিধানের বাইরে গিয়ে বক্তব্য দিয়েছেন, সে কারণে প্রধান বিচারপতি ব্যবস্থা নেবেন বলে আমি মনে করি। অনলাইন পত্রিকার কপি প্রধান বিচারপতির কাছে পৌঁছে দেয়া হয়েছে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। এ ঘটনার পরপরই বিচারপতি ইমদাদুল হক আজাদকে মঙ্গলবার বিকেলে খাস কামরায় তলব করেন প্রধান বিচারপতি।

গতকাল বুধবার অ্যাটর্নি জেনারেল এএম আমিনউদ্দিন সাংবাদিকদের জানান, ওই বিচারপতিকে খাস কামরায় ডেকেছিলেন প্রধান বিচারপতি। কথাবার্তায় তাকে আরও যতœশীল হওয়ার পরামর্শ দিয়েছেন।

নাইকো দুর্নীতি মামলায় বিদেশি সাক্ষীর বৈধতা চ্যালেঞ্জ : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় বিদেশি সাক্ষীর বৈধতা চ্যালেঞ্জ করে রিট ফাইল করা হয়েছে। গতকাল বুধবার সকালে রিটটি ফাইল করা হয়। রিটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দিতে তিন বিদেশি সাক্ষীকে দেশে আসার অনুমতি দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়। দলটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এ আবেদন করেন। তিন সাক্ষীর মধ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) একজন এবং কানাডার রয়্যাল মাউন্টেড পুলিশের দুই কর্মকর্তা রয়েছেন। আবেদনে তিন বিদেশি কর্মকর্তাকে সাক্ষ্য দিতে আনার অনুমতি বাতিল চাওয়া হয়েছে। এছাড়া নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত চাওয়া হয়।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমান বিদেশি সাক্ষী আনতে আবেদনটি মঞ্জুর করে আদেশ দেন। এর মধ্যে একজন এফবিআই কর্মকর্তা ডেব্রা ল্যাপ্রোভোট গ্রিফিথ। আর দু’জন কানাডার পুলিশ কর্মকর্তা কেবিন দুগ্গান ও লয়েড শোয়েপ। তিনজনকে সাক্ষী হিসেবে উপস্থাপন করতে সমন ইস্যুর আবেদন জানান অ্যাটর্নি জেনারেল এএম আমিনউদ্দিন। সরকার পক্ষ থেকে আবেদনের বিষয়ে শুনানি করেন তিনি নিজেই।

বেগম খালেদা জিয়ার পক্ষে আমিনুল ইসলাম এর বিরোধিতা করেন। তিনি বলেন, অ্যাটর্নি জেনারেল সারাদেশের সব মামলায় শুনানিতে উপস্থিত থাকতে পারেন। কিন্তু তার আবেদন করার এখতিয়ার নেই। আমরা এর বিরোধিতা করছি। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তিন বিদেশি সাক্ষীর সাক্ষ্য দেয়ার আবেদন মঞ্জুর করেন।
দুদক একটি স্বশাসিত স্বাধীন সংস্থা। এটির নিজস্ব প্রসিকিউটর রয়েছে। এ অবস্থায় দুদকের মামলায় সরকারের শীর্ষ কর্মকর্তার উপস্থিতি ও শুনানি বিচারকের ওপর কোনো চাপ সৃষ্টি করে কিনা গতকাল অ্যাটর্নি জেনারেল এএম আমিনউদ্দিনের কাছে জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা দেশের যেকোনো আদালতে যেকোনো মামলায় শুনানি করতে পারেন। যারা এ অভিযোগ তুলছেন তারা আইন এবং সংবিধান না জেনেই কথা বলছেন। এরশাদের বিরুদ্ধে বিচার চলাকালে অ্যাটর্নি জেনারেল আমিনুল হক নিজে উপস্থিত থেকেছেন প্রতিটি মামলায়। এমন বহু নজির রয়েছে। তিনি বলেন, তারা (বেগম খালেদা জিয়ার আইনজীবী) বিদেশি সাক্ষীর বৈধতা চ্যালেঞ্জ করেছেন। বিদেশি সাক্ষী এলে দুর্নীতি প্রমাণ হয়ে যাবে-এ কারণে তাদের বিদেশি সাক্ষীতে এতো ভয়?

মৃত্যুপথ যাত্রী একজন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এ বিচার চলতে পারে কিনা-জানতে চাইলে এএম আমিনউদ্দিন পাল্টা প্রশ্ন করে বলেন, এ অবস্থায় বিচার চলতে পারে না-আইন বা বিধির কোথায় আছে দেখান।

বেগম খালেদা জিয়ার মুক্তি-প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি : জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, চিকিৎসার্থে বিদেশ পাঠানো এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সরকারবিরোধী আন্দোলনের আইনজীবী মোর্চা ‘ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট (ইউএফএল)।

গতকাল দুপুর সোয়া ১টার দিকে নানা শ্লোগান সম্বলিত ব্যানার, প্লেকার্ড ও ফেস্টুন নিয়ে সহ¯্রাধিক আইনজীবী মিছিল শুরু করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ দুপুর সোয়া ২টার দিকে সুপ্রিম কোর্টের বার কাউন্সিলের গেটের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বিএনপিপন্থি আইনজীবী নেতা অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল জব্বার ভুইয়া, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, গোলাম রহমান, আবেদ রাজা, মিয়া খোরশেদ আলম, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকেট মহসিন রশিদ, শাহ আহমেদ বাদল, সৈয়দ মামুন মাহবুব, গাজী কামরুল ইসলাম সজল, মোহাম্মদ আলীসহ শত শত আইনজীবী বিক্ষোভ মিছিলে অংশ নেন।

ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট এবং বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ মিছিল যখন চলছিলো তখন সুপ্রিম কোর্ট বারের সামনে নিচতলায় বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন আওয়ামী আইনজীবী পরিষদ। সিনিয়র অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের নেতৃত্বে এ সমাবেশে সুপ্রিম কোর্ট বারের সভাপতি মমতাজউদ্দিন ফকির, বারের সম্পাদক আব্দুন নূর দুলাল প্রমুখ বক্তৃতা করেন।

সুপ্রিম কোর্টে ব্যানার-পোস্টার নিষিদ্ধ : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনসহ আদালত প্রাঙ্গনে অনুমতি ছাড়া সকল প্রকার ব্যানার ও পোস্টার লাগানো নিষিদ্ধ করা হয়েছে।

গতকাল বুধবার রেজিস্টার জেনারেল মো: গোলাম রব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের ভাবগাম্ভীর্য ও পবিত্রতা রক্ষার্থে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনসহ সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে পূর্বানুমতি ছাড়া পোস্টার লাগানো সমীচীন নয়। সুপ্রিম কোর্ট কোর্ট প্রশাসনের পূর্বানুমতি ব্যতীত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে (আইনজীবী সমিতি ভবনসহ) সকল প্রকার পোস্টার ও বানার লাগানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। ইতোমধ্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পোস্টার ও ব্যানার লাগানো থাকলে তা আগামী তিন দিনের মধ্যে অপসারণ করার জন্য অনুরোধ করা হয়েছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বদলে যাচ্ছে পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যদের পোশাক
সাবেক এমপি মোস্তফা জালাল গ্রেপ্তার
সারা দেশে কমবে রাতের তাপমাত্রা,জানালো আবহাওয়া অধিদপ্তর
অস্ত্র মামলায় ১০ বছরের দণ্ড থেকে খালাস পেলেন মামুন
সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট
আরও

আরও পড়ুন

ঈশ্বরগঞ্জে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ বিষয়ক কর্মশালা

ঈশ্বরগঞ্জে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ বিষয়ক কর্মশালা

বনানীতে সড়কে সিএনজি চালকদের বিক্ষোভ, রাস্তা বন্ধ

বনানীতে সড়কে সিএনজি চালকদের বিক্ষোভ, রাস্তা বন্ধ

বগুড়া সেনানিবাসে সাঁজোয়া কোরের ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দিলেন সেনা প্রধান

বগুড়া সেনানিবাসে সাঁজোয়া কোরের ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দিলেন সেনা প্রধান

গাজীপুরে এ্যাপারেলস্ কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১২

গাজীপুরে এ্যাপারেলস্ কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১২

ব্যবহারকারীদের আশ্বাস ট্রাম্পের, যুক্তরাষ্ট্রে ফের চালু টিকটক

ব্যবহারকারীদের আশ্বাস ট্রাম্পের, যুক্তরাষ্ট্রে ফের চালু টিকটক

পদ্মায় ধরা পড়লো ৪২ কেজির মহা বিপন্ন বাঘাইড় মাছ

পদ্মায় ধরা পড়লো ৪২ কেজির মহা বিপন্ন বাঘাইড় মাছ

আরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিয়ালের প্রেসিডেন্ট পেরেজ

আরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিয়ালের প্রেসিডেন্ট পেরেজ

সিলেটে প্রখ্যাত আলেম ইসহাক আল মাদানির ইন্তেকাল!

সিলেটে প্রখ্যাত আলেম ইসহাক আল মাদানির ইন্তেকাল!

গাজার ধ্বংসস্তূপে নতুন স্বপ্ন বুনছেন যুদ্ধবিধ্বস্ত মানুষ

গাজার ধ্বংসস্তূপে নতুন স্বপ্ন বুনছেন যুদ্ধবিধ্বস্ত মানুষ

গাজা চুক্তিকে যেকারণে ‘হামাসের জয়’ বলছে ইসরায়েলি গণমাধ্যম

গাজা চুক্তিকে যেকারণে ‘হামাসের জয়’ বলছে ইসরায়েলি গণমাধ্যম

সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিনঃ মিশা

সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিনঃ মিশা

গাজায় ব্যাংক সেবা পুনরায় চালুর প্রস্তুতি শুরু ফিলিস্তিনি কর্তৃপক্ষের

গাজায় ব্যাংক সেবা পুনরায় চালুর প্রস্তুতি শুরু ফিলিস্তিনি কর্তৃপক্ষের

বদলে যাচ্ছে পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যদের পোশাক

বদলে যাচ্ছে পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যদের পোশাক

লক্ষ্মীপুরে ড্রামট্রাকের চাপায় প্রাণ গেল দুই অটোরিকশা যাত্রীর

লক্ষ্মীপুরে ড্রামট্রাকের চাপায় প্রাণ গেল দুই অটোরিকশা যাত্রীর

মানিকগঞ্জে পদ্মায় বড়শিতে ধরা পরল ৯ কেজি ওজনের বোয়াল

মানিকগঞ্জে পদ্মায় বড়শিতে ধরা পরল ৯ কেজি ওজনের বোয়াল

রাজশাহী নার্সিং কলেজের ১৪ শিক্ষার্থী ফেল করে অধ্যক্ষের কক্ষে তালা দিলেন

রাজশাহী নার্সিং কলেজের ১৪ শিক্ষার্থী ফেল করে অধ্যক্ষের কক্ষে তালা দিলেন

মেলানিয়া ট্রাম্প বাজারে আনলেন নিজস্ব ক্রিপ্টোকারেন্সি

মেলানিয়া ট্রাম্প বাজারে আনলেন নিজস্ব ক্রিপ্টোকারেন্সি

সাবেক এমপি মোস্তফা জালাল গ্রেপ্তার

সাবেক এমপি মোস্তফা জালাল গ্রেপ্তার

শরীয়তপুর পৌরসভার বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

শরীয়তপুর পৌরসভার বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

সাইফ ইস্যুতে মেজাজ হারালেন অভিনেতা জাকি শ্রফ

সাইফ ইস্যুতে মেজাজ হারালেন অভিনেতা জাকি শ্রফ