ফিলিস্তিনের পক্ষে মুসলিম বিশ্বকে এগিয়ে আসতে হবে
১২ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি আগ্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বরোচিত হামলার প্রতিবাদে আগামীকাল বাদ জুমা সারাদেশে বিভিন্ন দল ও সংগঠনের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ বলেছেন, ৭৫ বছর ধরে ইসরাইলী সন্ত্রাসী বাহিনী ফিলিস্তিনের মুসলমানদের উপর জুলুম অত্যাচার ও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। মুসলমানদের রক্ত নিয়ে এভাবে হুলিখেলা চলতে দেয়া যায় না। মুসলিম যুবক ও তরুণরা জেগেছে তাদের মাতৃভূমি উদ্ধারে। বিশ্ব মুসলিম নেতৃবৃন্দকে ফিলিস্তিনি মজলুম জনগণের পক্ষে দাঁড়াতে সেনাবাহিনী পাঠিয়ে সহযোগিতা করতে হবে। বিশ্ব মুসলিম নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে পৃথিবীর মানচিত্র থেকে ইসরাইল নামক সন্ত্রাসী রাষ্ট্রকে মুছে দিতে হবে।
ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসী হামলার প্রতিবাদে গতকাল বাদ যোহর ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া মোহাম্মদপুর ঢাকার উদ্যোগে মোহাম্মদপুর শহীদ পার্ক মসজিদের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন। জামিআ ইসলামিয়া বায়তুল ফালাহ মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ তালহার সভাপতিত্বে এবং মুফতি উমর ফারুক ও মাওলানা আতাউর রহমানের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামিআ ইসলামিয়া বায়তুল ফালাহ মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা জালালুদ্দীন আহমদ। আরো বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নেতা ও বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, জামিআ রাহমানিয়া আজিজীয়ার শিক্ষক মাওলানা মাহবুবুল হক, মাওলনা আতাউল্লাহ আমীন, মাওলানা মুহাম্মদ ফয়সাল, মাওলানা মুহাম্মদ জুবায়ের, মাওলানা ইসমাঈল, মুফতী আমীম হোসাইন। সমাবেশে শেষে বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাস ষ্টেশন গিয়ে শেষ হয়।
মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, ৭৫ বছর ধরে ইসরাইলী সন্ত্রাসী বাহিনী ফিলিস্তিনের মুসলমানদের উপর জুলুম অত্যাচার ও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। মুসলমানদের রক্ত নিয়ে এভাবে হুলিখেলা চলতে দেয়া যায় না। মুসলিম যুবক ও তরুণরা জেগেছে তাদের মাতৃভূমি উদ্ধারে। বিশ্ব মুসলিম নেতৃবৃন্দকে ফিলিস্তিনের জনগণের পক্ষে দাঁড়াতে সেনাবাহিনী পাঠিয়ে সহযোগিতা করতে হবে। বিশ্ব মুসলিম নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে পৃথিবীর মানচিত্র থেকে ইসরাইল নামক সন্ত্রাসী রাষ্ট্রকে মুছে দিতে হবে। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, প্রধানমন্ত্রী যেমনিভাবে আপনি শান্তি রক্ষাবাহিনীতে সেনাবাহিনী পাঠিয়েছেন তেমনিভাবে ফিলিস্তিনের জনগণের পক্ষে বাংলাদেশ থেকে সেনাবাহিনী পাঠিয়ে তাদেরকে সহযোগীতা করুন। বাংলাদেশের জনগণ আপনার পক্ষে থাকবে। তিনি আরও বলেন দেশের মানুষ ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে ভূমিকা রাখতে সেদেশে যেতে চায় আপনি তার ব্যবস্থা করুন। তিনি বলেন, স্বাধীন স্বার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ফিলিস্তিন সমস্যার কোনো সমাধান হবে না।
কর্মসূচি ঃ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আজ বৃহস্পতিবার বাদ আসর ফিলিস্তিনের গাজায় সন্ত্রাসী ইসরাইলি বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। দলের মহাসচিব শাইখুল হাদিস ড. আল্লামা গোলাম মহিউদ্দিন ইকরাম আজকের বিক্ষোভ সমাবেশ সফল করার অনুরোধ জানিয়েছেন।
এছাড়া মঙ্গলবার রাতে পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে আমেলার জরুরি সভায় আন্তর্জাতিক পরিস্থিতি পর্যালোচনা করে ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে শুক্রবার সারাদেশে জেলায় জেলায় বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেন দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। মজলুম ফিলিস্তিনের জনগণের জন্য বাদ জুমা সারাদেশে মসজিদে মসজিদে দোয়া কর্মসূচি এবং ফজর নামাজে কুনুতে নাজেলা পড়ার কর্মসূচিও ঘোষণা করেন তিনি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ঈশ্বরগঞ্জে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ বিষয়ক কর্মশালা
বনানীতে সড়কে সিএনজি চালকদের বিক্ষোভ, রাস্তা বন্ধ
বগুড়া সেনানিবাসে সাঁজোয়া কোরের ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দিলেন সেনা প্রধান
গাজীপুরে এ্যাপারেলস্ কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১২
ব্যবহারকারীদের আশ্বাস ট্রাম্পের, যুক্তরাষ্ট্রে ফের চালু টিকটক
পদ্মায় ধরা পড়লো ৪২ কেজির মহা বিপন্ন বাঘাইড় মাছ
আরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিয়ালের প্রেসিডেন্ট পেরেজ
সিলেটে প্রখ্যাত আলেম ইসহাক আল মাদানির ইন্তেকাল!
গাজার ধ্বংসস্তূপে নতুন স্বপ্ন বুনছেন যুদ্ধবিধ্বস্ত মানুষ
গাজা চুক্তিকে যেকারণে ‘হামাসের জয়’ বলছে ইসরায়েলি গণমাধ্যম
সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিনঃ মিশা
গাজায় ব্যাংক সেবা পুনরায় চালুর প্রস্তুতি শুরু ফিলিস্তিনি কর্তৃপক্ষের
বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পোশাক
লক্ষ্মীপুরে ড্রামট্রাকের চাপায় প্রাণ গেল দুই অটোরিকশা যাত্রীর
মানিকগঞ্জে পদ্মায় বড়শিতে ধরা পরল ৯ কেজি ওজনের বোয়াল
রাজশাহী নার্সিং কলেজের ১৪ শিক্ষার্থী ফেল করে অধ্যক্ষের কক্ষে তালা দিলেন
মেলানিয়া ট্রাম্প বাজারে আনলেন নিজস্ব ক্রিপ্টোকারেন্সি
সাবেক এমপি মোস্তফা জালাল গ্রেপ্তার
শরীয়তপুর পৌরসভার বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
সাইফ ইস্যুতে মেজাজ হারালেন অভিনেতা জাকি শ্রফ