রাজধানীতে বৃষ্টির পর বাড়ছে বায়ুদূষণ
১৩ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম
দূষিত বাতাসে বসবাসে আমাদের আয়ু গড়ে আট বছর কমে যাচ্ছে
বৃষ্টির দিন শেষ হতে না হতেই ঢাকার বায়ুদূষণ আবার বাড়ছে। গত সপ্তাহে বৃষ্টির পরও বিশ্বের ১০৯টি শহরের মধ্যে ঢাকা দূষিত শহরের তালিকায় পঞ্চম স্থানে ছিল। বৃষ্টি শেষ হওয়ার পর এবার দূষিত শহরের তালিকায় ঢাকা তৃতীয় স্থানে উঠে এসেছে। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) গতকাল রাজধানীতে বাতাসের মান বা স্কোর ছিল ১৬৭ পিএম। যাকে ‘অস্বাস্থ্যকর’ বাতাস বলে গণ্য করা হয়। গতকাল বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আবারো শীর্ষস্থান দখল করেছে পাকিস্তানের লাহোর। তারপরেই দ্বিতীয়স্থানে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। লাহোরে বায়ু মানের সূচক ১৮০ আর নয়াদিল্লির বায়ুমান সূচক ১৭৯।
আইকিউএয়ার সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান। তারা নিয়মিত দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে। এ মানে স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।
গত জানুয়ারিতে সবচেয়ে বেশিসংখ্যক দিন দুর্যোগপূর্ণ বাতাসের মধ্যে কাটিয়েছে ঢাকাবাসী। জানুয়ারিতে মোট ৯ দিন রাজধানীর বাতাসের মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ। ২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হচ্ছে ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণকাজের ধুলা।
ঢাকার বায়ুদূষণরোধে সরকার বিধিমালা করলেও বাস্তবে তা যথাযথ প্রয়োগ হচ্ছে না। পরিবেশ আন্দোলনের অন্যতম নেতা শরিফ জামিল বলেন, যতই আইন করা হোক না কেন তা কাগজেই আটকা। এই বিধিমালা অনুসারে কোন কাজ হয়না। পরিবেশ অধিদপ্তর যেন নিরব দর্শক। তারা নানান প্রজেক্ট গ্রহণ করে লুটপাট করে। তাতে কাজের কাজ কিছুই হয় না। নির্মাণকাজ, ইটভাটা থেকে যে দূষণ হচ্ছে সেটা থেকেও কি আমরা রেহাই পাচ্ছি, পাচ্ছি না। গোটা পৃথিবীতে বসবাস অযোগ্য শহরের মধ্যে ঢাকা সাত নম্বরে। ঢাকার বাতাস এত দূষিত যে আমাদের গড় আয়ু গড়ে আট বছর কমে যাচ্ছে। এ ভয়াবহ বাস্তবতাকে আমরা কেবল দেখে যাচ্ছি, শুনে যাচ্ছি। কিন্তু মোকাবিলা করার কোনো ব্যবস্থা নেই।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
গম সহ কৃষি পণ্যে উৎপাদন ও গুনগত মান ব্যহতের আশংকা
'শাহরুখ খান ফরএভার' ক্রিসের এমন বার্তার কি জবাব দিলেন শাহরুখ?
ট্রাকের ধাক্কায় দূর্ঘটনায় শিকার শাবি শিক্ষকদের বাস !
'ট্রাম্প ২.০' বা হোয়াইট হাউজে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ বিশ্বকে কীভাবে প্রভাবিত করবে?
'শাহরুখ খান ফরএভার' ক্রিসের এমন বার্তার কি জবাব দিলেন শাহরুখ?
বন্ধুর বন্ধনের উদ্যোগে ছাগলনাইয়ায় শীতবস্ত্র বিতরণ
সিরাজদিখানে বাস চালক মোবাইলে কথা বলতে বলতে গাছের সঙ্গে সংঘর্ষ, আহত ৬
কুড়িগ্রামের উলিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতভিটা পুড়ে ছাই
নাটোরে চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত
মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা ১১তম উলিপুরের তরঙ্গ
‘মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত রাষ্ট্রের, মন্ত্রণালয়ের নয়’
কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যান ও আ'লীগ নেত্রী গ্রেপ্তার
লালমোহনে পৌর কর মেলার উদ্বোধন
আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড
নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটে রিসিভার নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি
ভারতে অনুপ্রবেশ কালে বিজিবির হাতে আট বাংলাদেশি আটক
জাতীয় ঐক্যের লক্ষ্যে নির্বাচনী প্রস্তুতিতে এবি পার্টি: মজিবুর রহমান মঞ্জু
কিশোরগঞ্জ ২৫০ শয্যার সরকারি হাসপাতালে পানি সরবরাহ করলো “ফায়ার সার্ভিস”
ভোক্তার অভিযোগের জন্য ওয়েব পোর্টাল চালু