স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি গঠনের একমাত্র পথ জাতীয় ঐক্য
১৪ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম
কাদের জন্য ফিলিস্তিনিরা ইসরায়েলের সম্প্রসারণবাদী ঔপনিবেশিক উদ্যোগের ভারী ওজনের নীচে আরও গভীরভাবে নিমজ্জিত হয়ে থাকবে এবং অত্যন্ত ধূর্ত ও নিপীড়ক ইসরাইলি দখলদারদের অধীনে নিষ্পেষিত হতে থাকবে বলে এখনও আশা করা হচ্ছে?
এই বছরের শুরু থেকে ইসরাইলের দ্বারা ফিলিস্তিনের পশ্চিম তীর দখল, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সরাসরি সন্ত্রাসবাদের পাশাপাশি ইসরায়েলিদের দ্বারা অভূতপূর্ব বিদ্বেষমূলক বক্তব্য উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। এর কোনও বিচার বা শাস্তি হয়নি। কিংবা এটি আন্তর্জাতিকভাবে ইসরায়েলের জন্য কোনো প্রকার প্রতিকূলতা তৈরি করেনি।
গাজায় বসবাসকারী ২২ লাখ এবং সারা বিশ্বে বসবাসকারী বাকি ফিলিস্তিনিরা তিন দশক আগেই তথাকথিত শান্তি প্রক্রিয়ার মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্র পুনরুদ্ধার করার আশা ছেড়ে দিয়েছে। ২০২০ সালে ইসরায়েল চারটি আরব দেশের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের যে চুক্তিগুলো করেছে, সেগুলো এটি আরও জোরদার করেছে যে কোনও রাজনৈতিক তাৎপর্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া হবে না।
ফিলিস্তিনের নীতিনির্ধারক সংস্থা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও), যেটিকে সমস্ত ফিলিস্তিনি গোষ্ঠীর জন্য ছাতা বলে মনে করা হয় এবং ফিলিস্তিনি জনগণের একমাত্র বৈধ প্রতিনিধি হিসাবে বিবেচনা করা হয়, তার ভূ-রাজনৈতিক ক্ষেত্রে বা সদস্যপদে কোনও কার্যকর সমন্বয় সাধন করেনি। উল্লেখযোগ্যভাবে, ফিলিস্তিনি রাষ্ট্রের মর্যাদা প্রদানের অসলো চুক্তির প্রতিশ্রুতির ভিত্তি করে ১৯৯৩ সালে পিএলও এর অসারতা স্পষ্টতই ব্যর্থতা এনে দিয়েছে।
গত বছর জেরুজালেমের আল-আকসা মসজিদ বা মসজিদে নববী দখল ফিলিস্তিনিদের উদ্বেগকে উস্কে দিয়েছিল যে, তারা পবিত্র স্থানটিকে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করে দিতে পারে। এই ইস্যুটির সংবেদনশীলতার পরিপ্রেক্ষিতে, শুধুমাত্র ফিলিস্তিনিদের জন্যই নয় বরং সারা বিশ্বের আরব এবং মুসলমানদের কাছে এটি মোটেই আশ্চর্যজনক নয় যে হামাস তাদের ৭ অক্টোবরের অভিযানকে ‘আল-আকসা হারিকেন’ বলে অভিহিত করেছে।
ইসরাইল এই অঞ্চলে ভবিষ্যতে অস্থিতিশীলতা ও সংঘাতের সম্ভাবনাকে দূর করার জন্য হামাসকে ধ্বংস করার প্রতিজ্ঞা নিয়েছে। কিন্তু সবকটি ঘটনা ইঙ্গিত করে যে, এটি ইসরাইলের আসল উদ্দেশ্য হওয়ার সম্ভাবনা কম। ইসরায়েলের স্থল আক্রমণ এবং বোমাবর্ষণকে দ্বিগুণ করার মাধ্যমে গাজাকে একটি জনশূন্য দ্বীপে পরিণত করার অভিপ্রায় কেবলমাত্র আরও হাজার হাজার হতাহতের কারণ হবে এবং দুর্দশা, বাস্তুচ্যুতি ও ধ্বংস ডেকে আনবে। বলাই বাহুল্য যে এই ধরনের প্রতিশোধের ধারা আরো বিস্তৃত সহিংসতার দিকে নিয়ে যাবে এবং অঞ্চলজুড়ে সংঘাতের বিস্ফোরণ ঘটাবে।
ফিলিস্তিনিদের জন্য এখন সময় এসেছে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গ্রহণ করার এবং স্বাধীনতাকামী দলগুলোকে প্রক্রিয়ায় আনার জন্য দৃঢ় পদক্ষেপ নেয়ার। গত এক দশকে বিভিন্ন সন্ধিক্ষণে হামাসও হয়তো এই ধরনের পরিস্থিতি বিবেচনা করার জন্য উন্মুক্ত হয়েছে, যারা জোট বদ্ধ হয়ে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের অধীনে শুধুমাত্র পূর্ব জেরুজালেম সহ ১৯৬৭ সালে ইসরায়েলের দখলকৃত সমস্ত ভূখ-ে একটি সম্পূর্ণ সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে কাজ করবে।
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র কার্যকর করার জন্য পিএলও সহ ফিলিস্তিনি উপদলগলোর প্রধানদের বৈঠকে বসতে হবে। এটিই জাতীয় ঐক্য অর্জনের একমাত্র উপায়। ফিলিস্তিনকে বিভক্তি ও খ-িতকরণ অবসানের পথ খুঁজে বের করার জন্য এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই মুহুর্তে আর কিছু নয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
তারেক রহমান ৩১ দফা দিয়েছে হাসিনার মত স্বৈরাচার সরকার আর যাতে আসতে না পারে - ব্যারিস্টার মীর হেলাল।
মানুষকে স্বস্তি দিতে অন্তবর্তীকালীন সরকার ব্যর্থ হচ্ছে : আমিনুল হক
পিঠার নাম হৃদয়হরণ, মুখচাহনি
শেরপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে যুবদলের কম্বল বিতরণ
গুরুদাসপুরে চিরকুট লিখে চুরি হচ্ছে বাণিজ্যিক মিটার
মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেলেন সৈয়দপুর বিজ্ঞান কলেজের ৫৩ শিক্ষার্থী
হজ ও ওমরাহ যাত্রীদের বিশেষ নির্দেশনা শাহজালাল বিমানবন্দরের
দলে মেধাবীদের দেখতে চান তারেক রহমান
গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
শরণখোলায় হোলি কুরআন অ্যাওয়ার্ড ও হিফজুল কুরআন প্রতিযোগীতা অনুষ্ঠিত
ইসরাইল ছাড়া অন্য কোন দেশের জাহাজে হামলা করবে না হুথিরা
ডোনাল্ড ট্রাম্পকে শুভ কামনা জানালেন ড. ইউনূস
সুন্দরগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
নিকলীতে যুবলীগ নেতা গ্রেফতার
শেরপুর সরকারি কলেজের ২১ শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলো
৫০ হাজারে ঋণ, ৬ লাখ পরিশোধেও মুক্তি মেলেনি শিমুলের
তারুণ্যের উৎসব উপলক্ষ্যে সিলেটে আন্তঃজেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা
সুনামগঞ্জে লিসাসের উদ্যোগে আব্দুর রহিম (রাহ:) মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী সম্পন্ন
আগামীকাল দুপুর ২ টায় সমাবেশের ঘোষণা দিয়েছে বেক্সিমকোর শ্রমিকরা
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ছাগলনাইয়ায় দোয়া মাহফিল